ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

১০ জানুয়ারি বাণিজ্যমেলা বন্ধ

প্রকাশিত: ০৯:৪৩, ৭ জানুয়ারি ২০২০

১০ জানুয়ারি বাণিজ্যমেলা বন্ধ

অর্থনৈতিক রিপোর্টার ॥ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরু আগামী ১০ জানুয়ারি। এদিন ২৫তম ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা (ডিআইটিএফ) বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর আগে জানুয়ারির প্রথম দিন থেকে শুধু হয়েছে মাসব্যাপী ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা। মেলার উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সোমবার মেলার আয়োজক প্রতিষ্ঠান রফতানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) মহাপরিচালক অভিজিৎ চৌধুরী বলেন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর কাউন্টডাউন শুরুর দিন আগামী ১০ জানুয়ারি ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলা বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়া হয়েছে। ওইদিন বাণিজ্যমেলা বন্ধ থাকবে। ইতোমধ্যেই আমরা নোটিস পাঠিয়ে দিয়েছি মেলায় অংশগ্রহণকারী সব প্রতিষ্ঠানের কাছে। আগামী শনিবার থেকে যথারীতি মেলা চলবে।
×