ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

প্রথম দিনেই এডিএন টেলিকমের অস্বাভাবিক লেনদেন

প্রকাশিত: ০৯:৪০, ৭ জানুয়ারি ২০২০

প্রথম দিনেই এডিএন টেলিকমের অস্বাভাবিক লেনদেন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দরবৃদ্ধির সর্বোচ্চ সীমা দিয়ে লেনদেন শুরু হওয়া রিং সাইনের পথে হাঁটছে এডিএন টেলিকম। ওই কোম্পানিটির মতো এডিএন টেলিকমেরও লেনদেনের প্রথম দিন বিক্রেতা সঙ্কট দেখা দিয়েছে। বাজার পরিস্থিতি বিবেচনায় এটি বিনিয়োগকারীদের কাছে অস্বাভাবিক বলে মনে করছে সংশ্লিষ্টরা। গত ১২ ডিসেম্বর সার্কিট ব্রেকার নিয়ে রিং সাইনের লেনদেন শুরু হয়। ১০ টাকা ইস্যু মূল্যের শেয়ারটির প্রথমদিন সর্বোচ্চ ৫০ শতাংশ বা ৫ টাকা বাড়ার সুযোগ ছিল। ওইদিন বেশিরভাগ সময় বিক্রেতা ছিল না এবং ৫০ শতাংশ দর বাড়ে। যে চিত্র এডিএন টেলিকমেও দেখা দিয়েছে। সোমবার (৬ জানুয়ারি) এডিএন টেলিকমের লেনদেন শুরু হয়েছে। সাধারণ বিনিয়োগকারীদের কাছে ২৭ টাকা মূল্যে ইস্যুকৃত শেয়ারটি ৫০ শতাংশ বা ১৩.৫০ টাকা বেড়ে লেনদেন হচ্ছে। সারাদিনে সেখানে মোট ৪০ লাখ ৬৯ হাজার শেয়ার লেনদেন হয়েছে। কিন্তু শেষ পর্যন্তও কোম্পানিটির ক্রেতার ঘরে ৪৫ লাখ শেয়ারের ক্রয়াদেশ ছিল। সারাদিনে কোম্পানিটির মোট ২৬ কোটি টাকার লেনদেন হয়েছে। এডিএন টেলিকম লিমিটেড শেয়ারবাজারে ১ কোটি ৯৯৭ লাখ ১ হাজার ৬৬৬টি শেয়ার ইস্যুর মাধ্যমে ৫৭ কোটি টাকা উত্তোলন করে। এর মধ্যে বুক বিল্ডিংয়ের মাধ্যমে যোগ্য বিনিয়োগকারীদের কাছে ১ কোটি ১৮ লাখ ৭৫ হাজার শেয়ার ৩০ টাকা করে বিক্রয় করে ৩৫ কোটি ৬২ লাখ ৫০ হাজার টাকা সংগ্রহ করে। আর সাধারণ বিনিয়োগকারীদের মধ্যে ৭৯ লাখ ১৬ হাজার ৬৬৬টি শেয়ার ২৭ টাকা করে বিক্রির মাধ্যমে ২১ কোটি ৩৭ লাখ ৪৯ হাজার ৯৮২ টাকা সংগ্রহ করা হয়। কোম্পানিটি ভৌত কাঠামো উন্নয়ন, ডাটা সেন্টার স্থাপন, ব্যাংক ঋণ পরিশোধ এবং আইপিও খরচ খাতে ব্যয় বাবদ কোম্পানিটি শেয়ারবাজার থেকে অর্থ উত্তোলন করে।
×