ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আদিবাসীদের গীতবন্দনায় ‘হাজং গীতরঙ্গ’

প্রকাশিত: ১২:১৬, ৪ জানুয়ারি ২০২০

আদিবাসীদের গীতবন্দনায় ‘হাজং গীতরঙ্গ’

সংস্কৃতি ডেস্ক ॥ ‘হাজং গীতরঙ্গ’ শিরোনামের একটি ব্যতিক্রমী অনুষ্ঠানে আদিবাসীদের গীতবন্দনায় ইংরেজী নববর্ষকে স্বাগত জানাল সিলেটের একদল তরুণের নাট্য সংগঠন ‘একদল ফিনিক্স’। মূলত আদিবাসী জনগোষ্ঠীর সংস্কৃতিকে সকল শ্রেণীর মানুষের মাঝে ছড়িয়ে দিতে সংগঠনটি এই আয়োজন করে। আদিবাসীদের জংলা পরিষ্কার সময় ব্যবহৃত ‘লিওতানা গীত’, মাছ ধরার সময় ব্যবহৃত ‘জাখামারা গীত’, কাপড় বোনার সময় ‘বানাগড়াই গীত’, উৎসবের জন্য অর্থ সংগ্রহ বা অন্যান্য প্রয়োজনীয় জিনিস সংগ্রহে ‘থুবামাগা গীত’, তাদের টংক বিদ্রোহের সময় টেংলা গীতসহ তাদের নানা কাজে ব্যবহারের মোট ৮টি গীতের সমন্বয়ে হয় অনুষ্ঠানটি। ২০২০ সালের পহেলা জানুয়ারি বুধবার সন্ধ্যা ৬টা থেকে ৭টা পর্যন্ত সুরমা নদীর পাড়স্থ ক্বীন ব্রিজের নিচে এক ঘণ্টাব্যাপী এ গীতবন্ধনা করে একদল ফিনিক্স। বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ছড়িয়ে ছিটিয়ে থাকা ক্ষুদ্র আদিবাসী জনগোষ্ঠীদের বিভিন্ন গীতের সমন্বয়ে এ অনুষ্ঠানের নাম দেয়া হয় ‘হাজং গীতরঙ্গ’। ক্ষুদ্র এ জনগোষ্ঠীর জীবনযাপনের সঙ্গে সম্পৃক্ত বিভিন্ন কাজের সময় ব্যহৃত এসব গীতের সমন্বয়ে ‘হাজং গীতরঙ্গ’-এর নকশা, পরিকল্পনা ও নির্দেশনা প্রদান করেন ফোর্ডহাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্টাডি সেন্টারের শিক্ষক ও নাট্য গবেষক তরু শাহরিয়ার স্বর্গ। সকল শ্রেণীর মানুষের কাছে সমান প্রিয় ও যান্ত্রিক নগরী সিলেটের মানুষের অবকাশযাপনের সবচেয়ে প্রিয় স্থান সুরমা পাড়ে বিকেল হলেই সকল শ্রেণীর মানুষের সমাগম ঘটে। নতুন বছর উপলক্ষে বুধবার সন্ধ্যায় সে তুলনায় দর্শক সমাগম অনেকাংশেই বেশি ছিল। সুরমা পাড়ে ঘুরতে আসা মানুষেকে বাড়তি আনন্দ দিতে ব্যতিক্রমী এ আয়োজনটি করে একদল ফিনিক্স। অনুষ্ঠানের শেষাংশে হয় এক মূল্যায়ন অনুষ্ঠান। এ সময় একদল ফিনিক্সের সভাপতি আবুবকর আল আমিনের সঞ্চালনায় পরিবেশনা ও আয়োজন নিয়ে নিজের মূল্যায়ন জানান সম্মিলিত নাট্য পরিষদের সভাপতি মিশফাক আহমদ চৌধুরী মিশু, ফোর্ডহাম বিশ্ববিদ্যালয় বাংলাদেশ স্টাডি সেন্টারের শিক্ষক ও নাট্য গবেষক তরু শাহরিয়ার স্বর্গ, তথ্যচিত্র নির্মাতা ও নাট্যজন নিরঞ্জন দে যাদু, সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক রজতকান্তি গুপ্ত, নাট্যজন খোয়াজ রহিম সবুজ, সম্মিলিত নাট্য পরিষদের অর্থ সম্পাদক ইন্দ্রানী সেন, নাট্যকর্মী কামরুল হক জুয়েল, সম্মিলিত নাত্য পরিষদের কার্যকরী সদস্য ফারজানা সুমি।
×