ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন রোকেয়া খাতুন

প্রকাশিত: ০৯:২৪, ৩১ ডিসেম্বর ২০১৯

বাংলাদেশ ব্যাংকের মহাব্যবস্থাপক হলেন রোকেয়া খাতুন

অর্থনৈতিক রিপোর্টার ॥ দীর্ঘকাল গবর্নর সচিবালয়ে কর্মরত থাকা উপ-মহাব্যবস্থাপক রোকেয়া খাতুন মহাব্যবস্থাপক পদে পদোন্নতি পেয়ে (হিউম্যান রিসোর্সেস ডিপার্টমেন্ট এর কর্মচারী নির্দেশ নং- এইচআরডি-১ : ৬৬৪/২০১৯ তারিখ : ৩০/১২/২০১৯) গবর্নর সচিবালয়ের পলিসি সাপোর্ট উইং (পিএসডব্লিউ) এ ন্যস্ত হয়েছেন। রোকেয়া খাতুন ১৯৮৫ ও ১৯৮৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে যথাক্রমে অর্থনীতিতে (সম্মান) ও স্নœাতকোত্তর ডিগ্রী অর্জন করেন। তিনি ১৯৯২ সালে বাংলাদেশ ব্যাংকে প্রথম শ্রেণীর কর্মকর্তা সহকারী পরিচালক (গবেষণা) পদে যোগদান করেন। তিনি কর্তৃপক্ষের চাহিদামতো ধারাবাহিক কেন্দ্রীয় ব্যাংকিং নীতি সংক্রান্ত বিশ্লেষণধর্মী পলিসি নোট প্রস্তুত করেন। দেশ-বিদেশের বিভিন্ন জার্নালে তার বেশকিছু পেপার প্রকাশিত হয়েছে। দাফতরিক প্রশিক্ষণ, সেমিনার, সিম্পোজিয়ামে এবং ধর্মীয় অনুষ্ঠান সম্পাদনে তিনি সিঙ্গাপুর, ইন্দোনেশিয়া, ভারত, নেপাল, মালয়েশিয়া, তুরস্ক, সৌদিআরব ও আমেরিকা সফর করেন। রোকেয়া দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানায় এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। তার স্বামীও বাংলাদেশ ব্যাংকে মহাব্যবস্থাপক পদে কর্মরত রয়েছেন।
×