ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

বিপুল রাজস্ব ঘাটতির মুখে ভোমরা স্থলবন্দর

প্রকাশিত: ০৯:২২, ৩১ ডিসেম্বর ২০১৯

বিপুল রাজস্ব ঘাটতির মুখে ভোমরা স্থলবন্দর

অর্থনৈতিক রিপোর্টার ॥ আশঙ্কাজনকভাবে রাজস্ব ঘাটতিতে পড়েছে সাতক্ষীরার ভোমরা স্থলবন্দর। চলতি অর্থবছরের (২০১৯-২০) প্রথম পাঁচ মাসে ৪৪৫ কোটি টাকা রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রার বিপরীতে আয় হয়েছে ৩১৩ কোটি ১৩ লাখ টাকা। অর্থাৎ রাজস্ব ঘাটতির পরিমাণ প্রায় ১৩১ কোটি ৮৮ লাখ টাকা। আর এ জন্য অন্যান্য বন্দরের ন্যায় সব পণ্য আমদানি-রফতানির অনুমতি না থাকা এবং বৈধ সুযোগ-সুবিধা দেয়ায় কর্মকর্তাদের একচোখা নীতিকে দায়ী করছেন ব্যবসায়ীরা। একইসঙ্গে ভোমরা স্থলবন্দরের পরিবর্তে অন্যান্য বন্দর ব্যবহারে ঝুঁকছেন তারা। ব্যবসায়ীদের অভিযোগ, বন্দর কর্তৃপক্ষের একচোখা নীতির কারণে ধীর গতিতে চলছে ব্যবসায়িক কার্যক্রম। এছাড়া অবকাঠামোগত সুযোগ-সুবিধা বাড়ানোরও দাবি তাদের। তারা বলছেন, ভোমরা স্থলবন্দর দিয়ে যেসব পণ্য ঢোকার অনুমতি রয়েছে, অবকাঠামোগত সমস্যার কারণে তার সবগুলো ঢুকতে দেয়া হচ্ছে না। একইসঙ্গে পোর্ট বিল ঠিকমতো নেয়া হলেও বন্দরের অবকাঠামোগত উন্নয়ন হচ্ছে না। পচনশীল পণ্যে সব বন্দরে ১০ শতাংশ ছাড় দেয়া হয়। কিন্তু ভোমরা বন্দরে তা দেয়া হচ্ছে না। আবার শুল্ক বিভাগের অসাধু কর্মকর্তারা ‘স্পিড মানি’ (ঘুষ) নিয়ে মুষ্ঠিমেয় ব্যবসায়ীদের সুযোগ-সুবিধা দিচ্ছেন বলেও অভিযোগ রয়েছে। ফলে অন্যান্য ব্যবসায়ীরা এ বন্দর থেকে মুখ ফিরিয়ে নিচ্ছেন। ভোমরা স্থলবন্দর সিএ্যান্ডএফ এজেন্ট এ্যাসোসিয়েশনের অর্থ-সম্পাদক মাকসুদ খান জানান, ভোমরা স্থলবন্দরে ৬৭টি পণ্য আমদানির অনুমতি থাকলেও ২২টি আইটেম ঢোকে। একটি অশুভ চক্রের কারণে সব পণ্য ঢুকতে পারছে না। এ বন্দর দিয়ে যেসব পণ্য ঢুকত, দ্বৈতনীতির কারণে এসব পণ্য আমদানিকারকরা অন্যান্য বন্দরের দিকে ঝুঁকছেন।
×