ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

জয় দিয়ে বছর শেষ ইউনাইটেডের

প্রকাশিত: ০৯:৪৩, ৩০ ডিসেম্বর ২০১৯

 জয় দিয়ে বছর শেষ ইউনাইটেডের

স্পোর্টস রিপোর্টার ॥ জয় দিয়ে ২০১৯ সাল শেষ করতে যাচ্ছে ম্যানচেস্টার ইউনাইটেড। শনিবার রাতে ইংলিশ প্রিমিয়ার লীগ ফুটবলে স্বাগতিক বার্নলিকে ২-০ গোলে হারিয়েছে রেড ডেভিলসরা। জয় দিয়ে বছর শেষ করেছে লিচেস্টার সিটিও। ওয়েস্টহ্যাম ইউনাইটেডকে ২-১ গোলে হারিয়েছে লীগের সাবেক চ্যাম্পিয়নরা। ম্যানইউ’র জয়ে গোল করন এ্যান্থনি মার্শিয়াল ও মার্কোস রাশফোর্ড। এর ফলে টটেনহ্যাম হটস্পারকে পেছনে ফেলে পঞ্চম স্থানে উঠে এসেছে তারা। আর নরউইচের সঙ্গে ২-২ গোলে ড্র করে পয়েন্ট হারিয়েছে স্পার্সরা। বার্নলির মাঠে বিরতির ঠিক এক মিনিট আগে আন্দ্রেস পেরেইরার পাস থেকে মার্শিয়াল গোল করে ইউনাইটেডকে এগিয়ে দেন। ম্যাচ শেষের ইনজুরি টাইমে (৯৫ মিনিট) কাউন্টার এ্যাটাক থেকে রাশফোর্ড দলকে গুরুত্বপূর্ণ জয় উপহার দেন। এই নিয়ে ১৫টি লীগ ম্যাচে ইউনাইটেড কোন গোল হজম করেনি। ম্যাচ শেষে ইউনাইটেড কোচ ওলে গানার সোলসজায়ের বলেন, কোন গোল হজম না করাটাও ম্যাচে পার্থক্য গড়ে দেয়। তবে আমাদের জন্য এই মুহূর্তে তিন পয়েন্ট বেশি গুরুত্বপূর্ণ। লিভারপুলের কাচে বক্সিং ডে’তে বিধ্বস্ত হওয়া লিচেস্টার নয়টি পরিবর্তন করে মাঠে নেমেছিল। সর্বশেষ পাঁচ ম্যাচে মাত্র একটিতে জয় পাওয়া হ্যামার্সরা ম্যাচ শেষের সঙ্গে সঙ্গেই কোচ ম্যানুয়েল পেলেগ্রিনির বরখাস্তের ঘোষণা দেয়। লিচেস্টারের হয়ে মাঠে ছিলেন না তারকা ফরোয়ার্ড জিমি ভার্ডি। মেয়ের জন্মের কারণে এই ইংলিশ ফরোয়ার্ড দলের বাইরে ছিলেন। তবে লিচেস্টারের জার্সি গায়ে নজর কেড়েছেন মূল দলে তেমন সুযোগ না পাওয়া কেলেচি ইহেনাচো ও ডেমারাই গ্রে। এই দু’জনের গোলেই লিচেস্টারের জয় নিশ্চিত হয়েছে। টেবিলের শীর্ষে থাকা লিভারপুলের তুলনায় দুই ম্যাচ কম খেলে ১০ পয়েন্ট পিছিয়ে দ্বিতীয় স্থানে আছে ফক্সেসরা। বর্তমান চ্যাম্পিয়ন ও তৃতীয় স্থানে থাকা ম্যানচেস্টার সিটি থেকে তাদের পয়েন্টের ব্যবধান চার। বিরতির ঠিক আগে পাবলো ফোরলান হ্যামার্সদের হয়ে সমতা ফেরান। গত ৯ ম্যাচে সপ্তম পরাজয়ের পর রেলিগেশন জোন থেকে মাত্র এক পয়েন্ট ওপরে অবস্থান করছে ওয়েস্টহ্যাম। বর্তমানে ১৮ ম্যাচে ৫২ পয়েন্ট নিয়ে সবার ওপরে লিভারপুল। ২০ ম্যাচে ৪২ পয়েন্ট নিয়ে দুইয়ে লিচেস্টার। সমান ম্যাচে ৩১ পয়েন্ট নিয়ে পাঁচে ম্যানইউ। ১৯ ম্যাচ শেষে ৩৮ ও ৩২ পয়েন্ট যথাক্রমে তালিকার তিন ও চারে আছে বর্তমান চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটি ও চেলসি। আরেক ম্যাচে এভারটনের হয়ে কার্লো আনচেলোত্তির উড়ন্ত সূচনা অব্যাহত আছে। নিউক্যাসেল ইউনাইটেডকে ২-১ গোলে পরাজিত করে এভারটন দারুণ এক জয় তুলে নিয়েছে। ১৩ ও ৬৪ মিনিটে ইনফর্ম ডোমিনিক কালভার্ট-লুইনের দুই গোলে এভারটনের জয় নিশ্চিত হয়। মাঠে ২২ বছর বয়সী ফাবিয়ান শার নিউক্যাসলের হয়ে সান্ত¡নাসূচক একটি গোল করেন । দলের বাজে পারফর্মেন্সের কারণে কোচ ম্যানুয়েল পেলেগ্রিনিকে বরখাস্ত প্রসঙ্গে ওয়েস্টহ্যাম চেয়ারম্যান ডেভিড সুলিভান বলেন, এমন সিদ্ধান্ত নিতে আমরা হতাশ হয়েছি। পেলেগ্রিনি একজন ভাল মানুষ এবং তার মতো শক্তিশালী মানুষের সঙ্গে কাজ করতে পেরে আমরা গর্বিত। প্রিমিয়ার লীগে পেলেগ্রিনির অধীনে সর্বশেষ পাঁচ ম্যাচের মধ্যে মাত্র একটি জয় পেয়েছে ওয়েস্টহ্যাম। যার ফলে ২০ দলের এই টুর্নামেন্টে ১৭তম স্থানে নেমে এসেছে তারা। আর তার কোচিংয়ে ৬৪ ম্যাচে ২৩টিতে জয় পেয়েছে। পেলেগ্রিনি পরবর্তী ডেভিড মোয়েসকে কোচ হিসেবে ফিরিয়ে আনতে পারে ওয়েস্টহ্যাম। যেখানে এই স্কটিশের সঙ্গে ১৮ মাসের চুক্তি হতে পারে।
×