ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যর্থতা মেনেও তাসকিনের অজুহাত

প্রকাশিত: ০৯:৪১, ৩০ ডিসেম্বর ২০১৯

  ব্যর্থতা মেনেও তাসকিনের অজুহাত

স্পোর্টস রিপোর্টার ॥ মাত্র ১০ মাসের ব্যবধান, এর মধ্যেই পরস্পর বিপরীতমুখী চেহারা তাসকিন আহমেদের। এ বছর ফেব্রুয়ারির শুরুতে শেষ হয়েছিল বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) ষষ্ঠ আসর। সেখানে পেসারদের মধ্যে সফলতম ছিলেন এ ডানহাতি গতিময় বোলার। মাত্র ১২ ম্যাচেই ২২ উইকেট নিয়ে নির্বাচকদের নজরে এসেছিলেন এবং নিউজিল্যান্ড সফরে জাতীয় দলে ফিরেছিলেন। ইনজুরির কারণে সেই সফরে আর যাওয়া হয়নি তাসকিনের। আর বছরের শেষে এসে একেবারেই অচেনা হয়ে গেলেন তাসকিন, নিয়মিত খেলারই সুযোগ পাচ্ছেন না চলমান বঙ্গবন্ধু বিপিএলে। কারণ চরম ব্যর্থতা। এবার রংপুর রেঞ্জার্সের হয়ে খেলতে নেমে টানা আলগা বল করেছেন ৩ ম্যাচে। সবমিলিয়ে মাত্র ৬ ওভার বোলিং করার সুযোগ পেয়েছেন এই আসরে। বেদম পিটুনি হজম করে ওভারপ্রতি ১২.৬৭ হারে রান দিয়ে উইকেটশূন্য গত বিপিএলের দ্বিতীয় সর্বাধিক এ উইকেট শিকারি। তাই গত দুই ম্যাচে সুযোগ হয়নি। তবে রবিবার ২৪ বছর বয়সী এ তারকা নিজের ব্যর্থতা স্বীকার করলেন। অবশ্য অজুহাত হিসেবে বিপিএলে ব্যাটিংবান্ধব উইকেটকে দুষলেন তিনি। জানালেন নিজেকে ফিরে পেতে কঠোর অনুশীলন করে যাচ্ছেন, পরবর্তীতে সুযোগ পেলে নিজেকে প্রমাণের চেষ্টা করবেন। ইনজুরির পর জাতীয় দলে ফিরে আবার বাদ পড়েছিলেন বাজে ফর্মের কারণে। তবে গত বিপিএলে জ¦লে ওঠেন তাসকিন। ১২ ম্যাচেই ১৪.৪৫ গড় ও ৮.৫৫ ইকোনমিতে ২২ উইকেট নিয়ে দ্বিতীয় অবস্থানে ছিলেন। তার ওপরে ছিলেন শুধু সাকিব আল হাসান ২৩ উইকেট নিয়ে। তবে সাকিব ১৫ ম্যাচ খেলেছিলেন। তাসকিনের সমান ২২ উইকেট নিলেও অপর দুই পেসার মাশরাফি বিন মর্তুজা ১৪ ম্যাচ ও রুবেল হোসেন ১৫ ম্যাচ করে খেলেছিলেন। দুর্দান্ত সেই নৈপুণ্যে আবার ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ দলের নিউজিল্যান্ড সফরের জন্য ডাক পান তিনি। তবে রবিন লীগে তার দল সিলেট সিক্সার্সের হয়ে শেষ ম্যাচে গোড়ালির ইনজুরিতে পড়েন। এরপর আর যেতে পারেননি নিউজিল্যান্ড। পরবর্তীতে বিশ্বকাপ দলেও সুযোগ হয়নি ফিটনেস ফিরে না পাওয়ায়। তখন থেকেই নিজেকে ফিরে পেতে যুদ্ধ চালিয়ে যাচ্ছেন তিনি। মোক্ষম সুযোগ ছিল এবার বঙ্গবন্ধু বিপিএল দিয়েই নিজেকে তুলে আনার। কিন্তু চলতি আসরে অন্য পেসাররা দাপট দেখালেও তাসকিন পুরোপুরি নিষ্প্রভ। বিশেষ করে তরুণ বাঁহাতি পেসার মেহেদী হাসান রানা সবাইকে বিস্মিত করেছেন ৬ ম্যাচে ১৩ উইকেট নিয়ে শীর্ষে থেকে। খুলনা টাইগার্সের হয়ে আরেক ডানহাতি তরুণ পেসার শহীদুল ইসলাম ৭ ম্যাচে ১২ উইকেট নিয়ে দ্বিতীয় স্থানে। সেখানে তাসকিন কোন উইকেটই নিতে পারেননি ৩ ম্যাচ খেলে। রংপুরের ৬ ম্যাচ হয়েছে, যার মধ্যে ৩টিতেই একাদশে সুযোগ হয়নি তাসকিনের। যে ৩ ম্যাচ খেলেছেন, সাকুল্যে মাত্র ৬ ওভার বোলিং করার সুযোগ পেয়ে ব্যাটসম্যানদের কাছে তুলোধুনো হয়েছেন। ১২.৬৭ ইকোনমিতে রান দিয়েছেন ৬ ওভারে ৭৬।
×