ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়াদকে আপাতত খেলতে দিতে চাচ্ছে না বিসিবি

প্রকাশিত: ০৯:৪০, ৩০ ডিসেম্বর ২০১৯

রিয়াদকে আপাতত খেলতে দিতে  চাচ্ছে না বিসিবি

স্পোর্টস রিপোর্টার ॥ ভারত সফরের শেষ ম্যাচ ছিল কলকাতায় দিবারাত্রির টেস্ট। সেই ম্যাচেই প্রথম ইনিংসে ব্যাট করতে নেমে হ্যামস্ট্রিং ইনজুরিতে পড়েছিলেন মাহমুদুল্লাহ রিয়াদ। ব্যাটিং বাদ দিয়ে সাজঘরে ফিরে আসেন এবং পরবর্তীতে সেই ইনিংসে এবং দ্বিতীয় ইনিংসে আর ব্যাট করতে নামেননি। সেই ইনজুরিটা ভোগাচ্ছে রিয়াদকে দীর্ঘদিন ধরেই। এবার বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) শুরুতে দুই ম্যাচ খেলতে পারেননি। পরে টানা তিন ম্যাচ খেলেছেন ফিটনেস টেস্টে উত্তীর্ণ হয়ে। কিন্তু ইনজুরি ফিরে এসেছে আবার, সর্বশেষ ৩ ম্যাচেই খেলেননি তিনি। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) চিকিৎসক ডাঃ দেবাশীষ চৌধুরী জানিয়েছেন আপাতত পুরো বিপিএলেই রিয়াদ খেলুক সেটি চাইছেন না তিনি। কারণ জানুয়ারির শেষে সম্ভাব্য পাকিস্তান সফরের জন্য রিয়াদকে পুরোপুরি ফিট পেতে চাইছে বিসিবি। এ জন্য কোন ঝুঁকির মধ্যে যেতে নারাজ দেবাশীষ। এবারের বিপিএলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের হয়ে খেলছেন রিয়াদ। কিন্তু ভারত সফরে হওয়া হ্যামস্ট্রিং ইনজুরি পুরোপুরি কাটিয়ে উঠতে পারেননি, তাই বঙ্গবন্ধু বিপিএলের প্রথম দুই ম্যাচ খেলা হয়নি রিয়াদের। তার পরিবর্তে ওয়েস্ট ইন্ডিজের রায়াদ এমরিট নেতৃত্ব দিয়েছিলেন। দুই ম্যাচ পর বিসিবির কাছে ফিটনেস টেস্ট দিয়ে তবেই আবার মাঠে ফিরেছিলেন তিনি। ৩ ম্যাচে দলকে দারুণ নেতৃত্ব দিয়েছেন এবং ব্যাট হাতেও ফিরে পেয়েছিলেন নিজেকে। তবে ১৮ ডিসেম্বর ঢাকা প্লাটুনের বিপক্ষে মাত্র ২৮ বলে ৫৯ রানের দারুণ ইনিংসটি খেলার পর ফিল্ডিংয়ে আর পুরো সময় থাকতে পারেননি। দল জিতলেও হ্যামস্ট্রিংয়ের ব্যথা ফিরে আসে তার এবং নতুন করে ছিটকে যান। একই ইনজুরি ধারাবাহিকভাবে কয়েকদিন বাদেই দুই দফা ফিরে আসার কারণে রিয়াদ ফিটনেস পুরোপুরি ফিরে পেয়েই বিপিএলে খেলতে নেমেছিলেন কিনা সেই প্রশ্ন দেখা দিয়েছে। বিসিবি চিকিৎসক দেবাশীষ অবশ্য দাবি করেন, ‘সে আমাদের কাছে ফিটনেস টেস্ট দিয়ে উত্তীর্ণ হওয়ার পরই খেলতে নেমেছে। উত্তীর্ণ না হতে পারলে আমরা অবশ্যই তার খেলার ঝুঁকি নিতাম না।’ এই মুহূর্তে চট্টগ্রাম বঙ্গবন্ধু বিপিএলে ৮ ম্যাচে ৬ জয় পেয়ে ১২ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে। তবে এখন পর্যন্ত প্লে-অফ নিশ্চিত না হওয়াতে রিয়াদকে দলে চাইছেন কোচ পল নিক্সন। রবিবার নিক্সন বলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটার হিসেবে বলেন আর সাধারণ ক্রিকেটার হিসেবে বলেন আপনি পৃথিবীর সেখানেই খেলেন না কেন ক্রিকেটারদের সবসময় ইনজুরির সঙ্গে যুদ্ধ করতে হয়, এটা নিয়েই খেলতে হয় খেলারই অংশ এটা। ঠা-ার মধ্যে শরীরের ওপর চাপ গেছে, পাঁচদিনের মধ্যে চারটা ম্যাচ খেলেছে সে, এটা মনে রাখতে হবে। বোর্ডের সিদ্ধান্তকে সম্মান জানাতে হবে। আর এক সপ্তাহের মতো সময় লাগবে রিয়াদের মাঠে ফিরতে।’ কিন্তু বিসিবির চিকিৎসা বিভাগ অন্যরকম ভাবছে। আসন্ন পাকিস্তান সফরের জন্য আপাতত বাংলাদেশ দলের টি২০ অধিনায়ক রিয়াদকে নিয়ে কোন ঝুঁকি নিতে চাইছে না বিসিবি। এ বিষয়ে দেবাশীষ বলেন, ‘চট্টগ্রামের ওই ম্যাচ শেষে আমরা ওর স্ক্যান করিয়েছি। কিন্তু কিছুই পাইনি। ও সিলেট পর্ব খেলতে পারবে কি না সেটা বলা যাচ্ছে না। কেননা সামনে যেহেতু পাকিস্তান সিরিজ, আমরা ওটাই গুরুত্ব দিচ্ছি। যতক্ষণ পর্যন্ত ও পুরোপুরি সুস্থ হয়ে না উঠছে আমরা অনুমতি দিতে পারি না। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের ওকে পাওয়ার তাড়া থাকবে এটা স্বাভাবিক। তবে তাদের তাড়া থাকলেই তো আর হবে না। আমরা প্রাধান্য দিচ্ছি পাকিস্তান সিরিজকে। আগামীকাল (আজ) থেকে ও জগিং শুরু করবে। এরপর আস্তে আস্তে ব্যাটিং-বোলিং শুরু করবে। অতএব বুঝতেই পারছেন বিষয়টি সময় সাপেক্ষ। তবে ও যদি ব্যক্তিগতভাবে অনুভব করে যে খেলবে সেটা ওর সিদ্ধান্ত।’
×