ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজ সিলেট-রংপুর টিকে থাকার লড়াই

ঢাকাকে হারিয়ে শীর্ষে ওঠার লক্ষ্য রাজশাহীর

প্রকাশিত: ০৯:৩৯, ৩০ ডিসেম্বর ২০১৯

ঢাকাকে হারিয়ে শীর্ষে ওঠার লক্ষ্য রাজশাহীর

মোঃ মামুন রশীদ ॥ জটিল সমীকরণের মধ্যে পড়ে গেছে সিলেট থান্ডার ও রংপুর রেঞ্জার্স। চলতি বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) প্লে-অফে উঠতে হলে বাকি সবগুলো ম্যাচেই জিততে হবে তাদের। কিন্তু আজ একটি দলকে হারতেই হবে। কারণ মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে আজ বেলা ১টা ৩০ মিনিটে পরস্পরের মুখোমুখি হচ্ছে দু’দল। সিলেটের চেয়ে এক ম্যাচ কম খেলার কারণে অবশ্য আজ হেরে গেলেও সুযোগ থাকবে রংপুরের। তবে ক্ষীণ সম্ভাবনাটাকেও বাঁচাতে সর্বশেষ ৪ ম্যাচেই জিততে হবে সিলেটকে। সেই সম্ভাবনাও নষ্ট হবে আজ সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে একই ভেন্যুতে দিনের দ্বিতীয় ম্যাচে ঢাকা প্লাটুন যদি হারিয়ে দেয় রাজশাহী রয়্যালসকে। আর রাজশাহী জিতে গেলে রানরেটে এগিয়ে থাকায় চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে (১২ পয়েন্ট) টপকে উঠে যাবে শীর্ষে। আপাতত সিলেট ৭ ম্যাচে ২, রংপুর ৬ ম্যাচে ২, ঢাকা ৭ ম্যাচে ৮ ও রাজশাহী ৬ ম্যাচে ১০ পয়েণ্ট করে অর্জন করেছে। বঙ্গবন্ধু বিপিএলের শুরু থেকেই টানা হারের বৃত্তে বন্দী ছিল সিলেট ও রংপুর। টানা ৪টি করে ম্যাচ হেরে যায় উভয় দল। তলানিতে অবস্থান করতে করতে শেষ পর্যন্ত দু’দলই প্রথম জয়ের দেখা পায় নিজেদের পঞ্চম ম্যাচে। কিন্তু চট্টগ্রাম পর্বে সেই জয় পাওয়ার পর সিলেট আবার টানা দু’টি এবং রংপুর একটি ম্যাচ হেরেছে। এ আসরে সর্বাধিক ৬ হার দেখার কারণে সিলেটই আছে সবচেয়ে বাজে অবস্থানে। তরুণ মোসাদ্দেক হোসেন সৈকতের নেতৃত্বে মাথা তুলেই দাঁড়াতে পারছে না দলটি। ৭ ম্যাচে ১ জয়ে মাত্র ২ পয়েন্ট নিয়ে এখন রাউন্ড রবিন লীগেই বিদায়ের ঘণ্টা শুনতে পাচ্ছে সিলেট। আজ তাদের জন্য মরণপণ লড়াই তলানির দল রংপুরের বিপক্ষে। আজ রংপুরকে হারাতে না পারলে বিদায়ের অপেক্ষাতেই থাকতে হবে দলটিকে। অবশ্য দলের পেসার এবাদত হোসেন চৌধুরী আশাবাদী বাকি ৫ ম্যাচে জয় তুলে নেয়ার জন্য। প্লে-অফে ওঠার জন্য এই একটাই পথ খোলা আছে সিলেটের। সেক্ষেত্রে ১২ পয়েন্ট নিয়ে প্লে-অফে ওঠার জন্য আশাবাদী হওয়ার যথেষ্ট কারণ থাকবে। তিনি শনিবার খুলনা টাইগার্সের কাছে হারের পর বলেন, ‘আমাদের আরও ৫টি ম্যাচ বাকি। প্লে-অফে ওঠার জন্য আমাদের সব ম্যাচেই জিততে হবে। সেটা অসম্ভব কিছু নয়। আমরা যদি মিরপুরে কাল (আজ) জিততে পারি, পরবর্তীতে টানা ৩ ম্যাচ খেলার সুযোগ পাব সিলেটেই। সেখানে দর্শকদের সমর্থনে আমরা আরও আত্মবিশ্বাসী হয়ে খেলতে পারব।’ তবে সে পর্যন্ত যাওয়ার জন্য আজ অবশ্যই জিততে হবে সিলেটকে। কিন্তু ৬ ম্যাচে ২ পয়েন্ট পাওয়া রংপুর আছে তলানিতে, আজ সিলেটকে হারাতে উন্মুখ তারাও। টিকে থাকার জন্য জয়ের বিপরীত কিছু ভাবতে পারছে না তারাও। কোচ মার্ক ও’ডোনেল রবিবার বললেন, ‘আমরা জেতার জন্যই নামব। নিজেদের মৌলিক কাজগুলো ঠিকমতো করতে পারলে বিশ্ব মানের খেলোয়াড়দের নিয়ে সেটা সম্ভব।’ আজ হেরে গেলে সিলেটের মতোই পরবর্তীতে প্লে-অফে ওঠার ক্ষেত্রে জটিল সমীকরণে পড়বে রংপুরও। ইতোমধ্যে নেতৃত্ব সঙ্কটেও পড়েছে তারা। শুরুতে মোহাম্মদ নবি ছিলেন অধিনায়ক, তার পরিবর্তে এক ম্যাচ নেতৃত্ব দেন টম এ্যাবেল। এখন অস্ট্রেলিয়ার সাবেক অলরাউন্ডার শেন ওয়াটসন চলতি আসরে প্রথম ম্যাচ খেলতে নেমেই দলের অধিনায়কত্ব করেছেন। তবে সর্বশেষ ম্যাচে তার অধীনেও জয়ের ধারায় ফিরতে পারেনি রংপুর। তবে আজকের ম্যাচ থেকেই সাফল্যের পথ খুঁজে নিতে হবে দলটিকে। রংপুর-সিলেটের ম্যাচে ফলাফল যাই হোক সন্ধ্যায় ঢাকা-রাজশাহী ম্যাচের ওপর নির্ভর করবে অনেক কিছু। সেই ম্যাচে রাজশাহীকে হারিয়ে দিতে পারলে বদলে যাবে সিলেট আর রংপুরের সমীকরণটা। সিলেট হেরে গেলে আর ঢাকা জিতে গেলে প্লে-অফে ওঠার সম্ভাবনা শূন্যের কোঠায় পৌঁছুবে। কারণ সেক্ষেত্রে চট্টগ্রামের ১২, রাজশাহীর ১০, খুলনার ১০ ও ঢাকার ১০ পয়েন্ট করে হবে। তাই শেষ ৪ ম্যাচ তখন সিলেটের শুধু জিতলেই চলবে না, পাশাপাশি রানরেটও বাড়াতে হবে এবং আশা করতে হবে রাজশাহী, খুলনা ও ঢাকার মধ্যে যে কোন একটা দলের সব ম্যাচেই পরাজয়। একই পরিস্থিতি দাঁড়াবে রংপুরের জন্যও। তারা হেরে গেলে এবং ঢাকা জিতলে সমীকরণটা একই হবে। বঙ্গবন্ধু বিপিএলের তৃতীয় ম্যাচেই মুখোমুখি হয়েছিল রাজশাহী-ঢাকা। সেই ম্যাচে ঢাকাকে ৯ উইকেটের বড় ব্যবধানে হারিয়েছিল রাজশাহী। আজ ফিরতি ম্যাচে সেই প্রতিশোধ নিতে চাইবে ঢাকা। এই মুহূর্তে ৭ ম্যাচে ৮ পয়েন্ট নিয়ে মাশরাফি বিন মর্তুজার দলটির অবস্থান চারে। সর্বশেষ ম্যাচে শক্তিশালী চট্টগ্রামের কাছেও হেরেছে ঢাকা। সেখান থেকে ঘুরে দাঁড়াতে চাইবে তারা। অবস্থান দৃঢ় করতে হলে জয় পাওয়াটা জরুরী। তবে রাজশাহী দারুণ অবস্থানে আছে। এখন পর্যন্ত অন্য দলগুলোর তুলনায় সবচেয়ে কম ১টি ম্যাচ হেরেছে তারা। গত ১৭ ডিসেম্বর চট্টগ্রাম পর্বে শুরুর দিন খুলনার কাছে হারের পর টানা ৩ জয়ে এখন পয়েন্ট টেবিলের দ্বিতীয় অবস্থানে তারা। আজ আবার ঢাকাকে হারিয়ে দিতে পারলে তারা চট্টগ্রামের চেয়ে (৮ ম্যাচ) এক ম্যাচ কম খেলেই শীর্ষে উঠে যাবে। বঙ্গবন্ধু বিপিএলে নেট রানরেট সবচেয়ে সমৃদ্ধ রাজশাহীর। আজ তাই আরেকটি জয় তুলে নিয়ে সবার ওপরে উঠে যেতে চায় আন্দ্রে রাসেলের নেতৃত্বাধীন দলটি।
×