ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

পিরোজপুরে ভারতীয় কাপড়সহ আটক চার

প্রকাশিত: ১১:৪০, ২৬ ডিসেম্বর ২০১৯

পিরোজপুরে ভারতীয় কাপড়সহ আটক চার

নিজস্ব সংবাদদাতা, পিরোজপুর, ২৫ ডিসেম্বর ॥ পিরোজপুরে বুধবার ভোর ৪টার সময় চোরা চালানের মাধ্যমে অবৈধভাবে আনা ৬০ বস্তা ভারতীয় শাড়ি, শাল ও থ্রিপিস উদ্ধার করেছে গোয়েন্দা পুলিশ। জানা গেছে, উদ্ধারকৃত এই মালামালের মূল্য প্রায় দেড় কোটি টাকা। পিরোজপুরের পুলিশ সুপার মোঃ হায়াতুল ইসলাম খান বুধবার দুপুরে তার কার্যালয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংএ জানান, সদর উপজেলার হুলারহাট সংলগ্ন কচা নদীতে ভোরে একটি ট্রলারকে থামার ইঙ্গিত দিলে ট্রলারটি দ্রুত একটি খালে ঢুকে পড়ে এবং ট্রলারে থাকা লোকজন কূলে নেমে দৌড়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ তাদের ধাওয়া করে চারজনকে আটক করে। বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ১৬২ বছর উদ্যাপন নিজস্ব সংবাদদাতা, নোয়াখালী, ২৫ ডিসেম্বর ॥ নোয়াখালী বেগমগঞ্জ সরকারী পাইলট উচ্চ বিদ্যালয়ের ঐতিহ্য ও গৌরবের ১৬২ বছর উদ্যাপন উপলক্ষে বিদ্যালয় মাঠে এ্যালামনাই এ্যাসোসিয়েশনের উদ্যোগে মিলনমেলা ’১৯-এর আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন এ্যালামনাই এ্যাসোসিয়েশনের সভাপতি মোঃ হারুনুর রশিদ। উদ্বোধন করেন সংসদ সদস্য আলহাজ মোরশেদ আলম। এতে প্রধান অতিথি ছিলেন সংসদ সদস্য আলহাজ মামুনুর রশিদ কিরণ। এছাড়া আরও উপস্থিত ছিলেন নোয়াখালী জেলা পরিষদ চেয়ারম্যান ডাঃ এবিএম জাফর উল্যাহ, বেগমগঞ্জ উপজেলা পরিষদ চেয়ারম্যান ওমর ফারুক বাদশা, চৌমুহনী পৌর সভার মেয়র আক্তার হোসেন ফয়সল, অতিরিক্ত পুলিশ সুপার বেগমগঞ্জ সার্কেল মোঃ শাহজাহান শেখ (পিপিএম), বেগমগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান নুর হোসেন মাসুদ প্রমুখ।
×