ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

লভ্যাংশ পাঠিয়েছে নর্দার্ন জুট

প্রকাশিত: ০৯:১৮, ২৪ ডিসেম্বর ২০১৯

লভ্যাংশ পাঠিয়েছে নর্দার্ন জুট

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নর্দার্ন জুট এ্যান্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড ৩০ জুন, ২০১৯ সমাপ্ত হিসাব বছরের নগদ লভ্যাংশ পাঠিয়েছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। সূত্র জানায়, কোম্পানিটি ডিভিডেন্ড ওয়ারেন্টের মাধ্যমে নগদ লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠিয়েছে। অন্যদিকে যেসব লভ্যাংশ বিনিয়োগকারীদের কাছে পাঠানো হয়নি, তা কোম্পানির শেয়ার অফিস (হেড অফিস, শেয়ার বিভাগ, ডি এইচ টাওয়ার, লেভেল-৮, ৬, পান্থপথ) থেকে সংগ্রহ করতে হবে। উল্লেখ্য, সমাপ্ত হিসাব বছরে কোম্পানিটি শেয়ারহোল্ডারদের জন্য ১০০ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছে। -অর্থনৈতিক রিপোর্টার প্রগ্রেসিভ লাইফ স্পট মার্কেটে যাচ্ছে আজ পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্রগ্রেসিভ লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড রেকর্ড ডেটের আগে আজ মঙ্গলবার স্পট মার্কেটে যাচ্ছে। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। আগামী ৭ জানুয়ারি কোম্পানিটির স্পট মার্কেটে লেনদেন শেষ হবে। কোম্পানিটির রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে আগামী ৮ জানুয়ারি। রেকর্ড ডেটের কারণে ওইদিন কোম্পানির শেয়ার লেনদেন বন্ধ থাকবে। -অর্থনৈতিক রিপোর্টার
×