ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ফিরতি ম্যাচে ঘুরে দাঁড়াতে মুখোমুখি খুলনা-রাজশাহী

ঢাকা-কুমিল্লা এগিয়ে যাওয়ার লড়াই

প্রকাশিত: ১০:২৭, ২৩ ডিসেম্বর ২০১৯

 ঢাকা-কুমিল্লা এগিয়ে যাওয়ার লড়াই

মোঃ মামুন রশীদ ॥ চলমান বঙ্গবন্ধু বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) চট্টগ্রাম পর্বে মাত্র একটি ম্যাচ খেলেছে ঢাকা প্লাটুন ও দু’টি খেলেছে কুমিল্লা ওয়ারিয়র্স। সবমিলিয়ে ৪ ম্যাচ খেলে এখন সমান্তরাল অবস্থানে উভয় দল। দু’দলেরই পয়েন্ট ৪ করে। এবার পরস্পরের লড়াইয়ে জিতে এগিয়ে যাওয়ার লড়াই। চট্টগ্রাম পর্বে নিজেদের সর্বশেষ ম্যাচে হেরেছে দু’দলই। ঢাকায় প্রথমপর্বে দু’দলের মধ্যে লড়াইয়ে ঢাকা ২০ রানে জিতেছিল। এবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে ফিরতি ম্যাচে জয়ের ধারায় ফেরার জন্য মুখোমুখি হবে তারা। ম্যাচটি বেলা ১টা ৩০ মিনিটে শুরু হবে। ঢাকার অনুশীলনে ফিরেছেন জ্বর কাটিয়ে ওঠা ওপেনার তামিম ইকবাল। তবে আজ তার খেলা নিয়ে সংশয় কাটেনি। একই ভেন্যুতে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে আরেকটি ফিরতি ম্যাচ। খুলনা টাইগার্স ও রাজশাহী রয়্যালস মুখোমুখি হবে ফিরতি ম্যাচে। চট্টগ্রাম পর্বের প্রথমদিনই দু’দলের লড়াই হয়েছে। সেই ম্যাচে রাজশাহীকে ৫ উইকেটে হারিয়ে প্রথম পরাজয়ের স্বাদ দিয়েছে খুলনা। তবে খুলনাও সর্বশেষ ম্যাচে তলানির দল সিলেট থান্ডারের কাছে হেরেছে। তাই এ ম্যাচেও ঘুরে দাঁড়ানোর লড়াই উভয় দলের। টানা হ্যাটট্রিক জয় তুলে নিয়ে উড়ছিল খুলনা। মুশফিকুর রহিমের নেতৃত্বে অপ্রতিরোধ্য হয়ে ওঠা দলটি সর্বশেষ ম্যাচে হঠাৎ করেই হেরে গেছে তলানির দল সিলেটের কাছে। টানা চারটি ম্যাচ হারা সিলেটের কাছে শনিবার প্রথম পরাজয় দেখেছেন মুশফিকরা। এবার তাদের ঘুরে দাঁড়ানোর লড়াই। সেই লড়াইয়ে ঢাকা পর্বের অপ্রতিরোধ্য দল রাজশাহীকে পাচ্ছে তারা। রাজশাহী টানা ২ জয় নিয়ে চট্টগ্রাম পর্বে নেমেই পরাজয়ের তিক্ত স্বাদ নেয় খুলনার কাছে। সেই পরাজয়ের শোধ নিতে নামবে আন্দ্রে রাসেলের দল। সেই ম্যাচটি ছিল দিনের আলোয়। এবার ফ্লাড লাইটের নিচে সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে মুখোমুখি হবে তারা একই ভেন্যুতে। দুই ওপেনারই ব্যাটিংয়ের অন্যতম ভরসা রাজশাহীর। লিটন কুমার দাস ও আফগানিস্তানের হজরতুল্লাহ জাজাই ভাল শুরু এনে দিতে পারলে সেই ভিতের ওপর দলকে বড় একটি সংগ্রহে নিয়ে যাওয়ার জন্য আছেন আরও কয়েকজন বিধ্বংসী ব্যাটসম্যান। এর মধ্যে অধিনায়ক আন্দ্রে রাসেল অন্যতম। তাছাড়া তরুণ আফিফ হোসেন ধ্রুব, পাকিস্তানের শোয়েব মালিকরা আছেন যারা রান পেয়েছেন। সবাই ব্যর্থ হলেও লেট অর্ডারে ইংলিশ অলরাউন্ডার রবি বোপারা ও লেগস্পিন অলরাউন্ডার অলক কাপালী আছেন। সবদিক বিবেচনায় রাজশাহীর ব্যাটিং লাইনআপটা বেশ সমৃদ্ধ। বোলিং বিভাগও রাসেল, আবু জায়েদ রাহী, কাপালী, ফরহাদ রেজাদের সমন্বয়ে বেশ ভাল। সঙ্গে বোপারা, আফিফরাও বোলিংয়ে বেশ কার্যকর ভূমিকা রাখতে পারঙ্গম। একসঙ্গে জ্বলে উঠে আজ তারা খুলনার বিপক্ষে প্রতিশোধ নিতেই নামবে। রাজশাহীর সবেমাত্র চতুর্থ ম্যাচ আর খুলনার পঞ্চম। উভয় দলই একটি করে ম্যাচ হেরেছে। তবে আজকের ম্যাচে পরাজিতরা অনেক পিছিয়ে পড়বে। তাই জিততে মরিয়া থাকবে উভয় দলই। খুলনার হয়ে মুশফিক ছাড়াও দুই দক্ষিণ আফ্রিকান রাইলি রুশো ও রবি ফ্রাইলিঙ্ক দারুণ ফর্মে আছেন। পাক পেসার মোহাম্মদ আমিরও বল হাতে ভাল করে যাচ্ছেন। তবে বাকিদের ধারাবাহিকতা নেই। শফিউল ইসলাম, নাজমুল হোসেন শান্ত, সাইফ হাসানরা নিজেদের মেলে ধরতে পারলে জয় পাওয়া কঠিন হবে না খুলনার জন্য। দিনের প্রথম ম্যাচে ঘুরে দাঁড়ানোর লড়াই মাশরাফি বিন মর্তুজা ও দাসুন শানাকাদের। সর্বশেষ ম্যাচে স্বাগতিক চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের কাছে হেরেছে মাশরাফির দল ঢাকা। শুরু থেকেই দলগত পারফর্মেন্সে ধারাবাহিকতার অভাবে ভুগছে অন্যতম ফেবারিটরা। ৪ ম্যাচে মাত্র ২ জয়ে এখন পয়েন্ট টেবিলের পাঁচে তারা। এরপর আবার চট্টগ্রাম পর্বে অন্যতম ওপেনার তামিম মাঠেই নামতে পারেননি। আজকের ম্যাচেও খেলবেন কিনা তা নিশ্চিত নয়। যদিও রবিবার দলের অনুশীলনে ফিরেছেন তিনি। আজ তিনি ফিরলে আবার ভারসাম্য ফিরে পাবে দলটি। তবে তামিমের বদলি হিসেবে সর্বশেষ ম্যাচে ওপেনিংয়ে নেমেই অর্ধশতক হাঁকিয়েছেন মুমিনুল হক। তামিম খেলতে না পারলে আজও তাকেই দেখা যাবে ওপেনিংয়ে। অলরাউন্ডার থিসারা পেরেরা অন্যতম এক শক্তি দলের। তবে সাবেক পাক অলরাউন্ডার শহীদ আফ্রিদি এখন পর্যন্ত ব্যাটে-বলে ম্লান। তরুণ পেসার হাসান মাহমুদ অবশ্য ভালই করছেন। প্রথম মোকাবেলায় মিরপুরে কুমিল্লাকে ২০ রানে হারিয়ে দেয়ার বিষয়টি আত্মবিশ্বাস জোগাবে মাশরাফিদের। তবে সর্বশেষ ম্যাচে কুমিল্লাও চট্টগ্রামের কাছে হেরে গেছে। কুমিল্লা ও ঢাকা দু’দলই দুই শতাধিক রান তাড়া করতে গিয়ে মাত্র ১৬ রানে হেরেছে। সেদিক থেকে তেমন আত্মবিশ্বাস খুইয়ে ফেলেনি দু’দলই। এখন তাই প্রথম সাক্ষাতে পরাজয়ের শোধ নিতেই নামবে কুমিল্লা। লঙ্কান অলরাউন্ডার শানাকার নেতৃত্বে ৪ ম্যাচে ২টি জয় পেয়ে ঢাকার সমান ৪ পয়েন্ট তাদের। আরও এগিয়ে যাওয়ার জন্য জিততেই নামবে তারা। ডেভিড মালান সর্বশেষ ম্যাচে বিধ্বংসী ইনিংস খেলেছেন, সৌম্য সরকার ব্যাটে-বলে অবদান রাখছেন। মুজিব উর রহমানের পাশাপাশি বল হাতে এখন শুধু বাকিদের জ্বলে ওঠার অপেক্ষা।
×