ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আর্সেনালে আর্তেতা, এভারটনের কোচ আনচেলত্তি

প্রকাশিত: ১১:৫৪, ২২ ডিসেম্বর ২০১৯

আর্সেনালে আর্তেতা, এভারটনের কোচ আনচেলত্তি

স্পোর্টস রিপোর্টার ॥ বাজে পারফর্মেন্সের কারণে গত মাসে উনাই এমেরিকে বরখাস্ত করে আর্সেনাল। তার কিছুদিন পর মার্কো সিলভাকেও ছাঁটাই করে ইংলিশ প্রিমিয়ার লীগের আরেক ক্লাব এভারটন। এবার একদিনের ব্যবধানেই নতুন কোচ নিয়োগ দিয়েছে ক্লাব দুটি। আর্সেনালের সৌভাগ্য ফিরিয়ে আনার জন্য শুক্রবার নতুন কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন মিকেল আর্তেতা। সাড়ে তিন বছরের জন্য আর্সেনালের সঙ্গে চুক্তি স্বাক্ষর করেছেন তিনি। এর ফলে আনুষ্ঠানিকভাবে গত মাসে বহিষ্কৃত কোচ উনাই এমেরির স্থলাভিষিক্ত হলেন মিকেল আর্তেতা। অন্যদিকে শনিবার প্রধান কোচ হিসেবে কার্লো আনচেলত্তির নাম ঘোষণা করে এভারটন। সম্প্রতি নেপোলি থেকে বরখাস্ত হওয়া আনচেলত্তির সঙ্গে সাড়ে চার বছরের চুক্তি করেছে তারা। আর্সেনালের কোচ হিসেবে নিয়োগ পেয়েছেন তাদেরই সাবেক খেলোয়াড় স্প্যানিশ মিডফিল্ডার মিকেল আর্তেতা। গানারদের হয়ে ২০১১-১৬ সাল পর্যন্ত এক শ’রও বেশি ম্যাচ খেলেছেন ৩৭ বছর বয়সী এই স্প্যানিয়ার্ড। পেপ গার্ডিওলার সহকারী হিসেবে ম্যানচেস্টার সিটিতেও তিন বছর কাজ করেছেন তিনি। এবার আরও বড় দায়িত্ব কাঁধে পেলেন আর্তেতা। ইংলিশ প্রিমিয়ার লীগে গত ১২ ম্যাচে মাত্র একটিতে জয় পেয়েছে আর্সেনাল। ১৭ ম্যাচ শেষে ২২ পয়েন্ট নিয়ে লীগ টেবিলের ১০ নম্বরে থাকা আর্সেনালের হয়ে আর্তেতার চ্যালেঞ্জটা তাই বেশ কঠিন। তারপরও গানারদের দায়িত্ব পেয়ে দারুণ খুশি ক্লাবটির সাবেক এই মিডফিল্ডার। দায়িত্ব পাওয়ার পর এক বিবৃবিতে তিনি বলেন, ‘এটা আমার জন্য অনেক বড় প্রাপ্তি। আর্সেনাল বিশ্বের অন্যতম বড় একটি ক্লাব। আমাদের এখন শিরোপা লড়াইয়ের জন্য নিজেদের ফিরিয়ে আনতে হবে। ক্লাব মালিক, পরিচালক ও সিনিয়র সদস্যদের সঙ্গে এ বিষয়ে আমার স্পষ্ট আলোচনা হয়েছে। তারা সবাই একমত যে কিছু অর্জন করতে হলে এখনও আমাদের অনেক কাজ করতে হবে। সেগুলো করার ব্যপারে আমি আত্মবিশ্বাসী।’
×