ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জাতীয় আরচারি

রোমান স্বর্ণবঞ্চিত হলেও সোমা বিশ্বাসের স্বর্ণ

প্রকাশিত: ১২:০৫, ১৯ ডিসেম্বর ২০১৯

রোমান স্বর্ণবঞ্চিত হলেও সোমা বিশ্বাসের স্বর্ণ

স্পোর্টস রিপোর্টার ॥ এসএ গেমসে নিজ ইভেন্টে স্বর্ণ জিতে কান্নায় বুক ভাসিয়ে সবার হৃদয় ছুঁয়েছিলেন বাংলাদেশের তীরন্দাজকন্যা সোমা বিশ্বাস। নেপালের সেই সাফল্যের পর এবার দেশের মাটিতেও সাফল্য ধরে রেখেছেন বাংলাদেশ আনসারের সোমা। বুধবার টঙ্গীর আরচারি প্রশিক্ষণ কেন্দ্র শহীদ আহসান উল্লাহ্ মাস্টার স্টেডিয়ামে অনুষ্ঠিত ‘তীর জাতীয় আরচারি চ্যাম্পিয়নশিপ’-এ কম্পাউন্ড মহিলা এককের ফাইনাল খেলায় সোমা বিশ্বাস ১৪৩-১৪০ স্কোরে শ্যামলী রায়কে (বাংলাদেশ আনসার) হারিয়ে স্বর্ণজয় করেন। এছাড়া সুস্মিতা বণিক (ঢাকা আর্মি আরচারি ক্লাব) ১৪১-১৩৮ স্কোরে লামিয়া ইসলামকে (তীরন্দাজ সংসদ) হারিয়ে তাম্রপদক অর্জন করেন। সোমার জয়ের দিনে স্বর্ণপদক লাভে ব্যর্থ হয়েছেন ২০২০ অলিম্পিক গেমসে খেলার যোগ্যতা অর্জনকারী তারকা আরচার রোমান সানা। রিকার্ভ পুরুষ এককের সেমিফাইনালে সাকিব মোল্লার (তীরন্দাজ সংসদ) কাছে ৬-২ সেট পয়েন্টে হেরে যান তিনি। তবে রোমানকে হারিয়ে ফাইনালে উঠেও সোনা পাননি সাকিব। রামকৃষ্ণ সাহার ((বাংলাদেশ বিমান বাহিনী) কাছে ৭-১ সেট পয়েন্টে হেরে যান তিনি। রোমান ৭-১ সেট পয়েন্টে রাকিব মিয়া ইসলামকে (টিম ব্লেজার বিডি) হারিয়ে তামার পদক জেতেন। রিকার্ভ মহিলা এককে বিউটি রায় (তীরন্দাজ সংসদ) ৬-০ সেট পয়েন্টে মেহনাজ আক্তার মনিরাকে (ঢাকা আর্মি আরচারি ক্লাব), কম্পাউন্ড পুরুষ এককে সিয়াম সিদ্দিক (তীরন্দাজ সংসদ) ১৪৪-১৪০ স্কোরে হিমু বাছাড়কে (বিকেএসপি) হারিয়ে স্বর্ণপদক লাভ করেন।
×