ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জুভেন্টাসেই রোনাল্ডোর অবসর!

প্রকাশিত: ১১:৩৫, ১৯ ডিসেম্বর ২০১৯

জুভেন্টাসেই রোনাল্ডোর অবসর!

স্পোর্টস রিপোর্টার ॥ ম্যানচেস্টার ইউনাইটেড হয়ে রিয়াল মাদ্রিদ ঘুরে এখন জুভেন্টাসে আলো ছড়াচ্ছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। ইংল্যান্ড-স্পেনের মতো ইতালিতেও নিজের পারফর্মেন্সের দাপট অব্যাহত রেখেছেন সিআর সেভেন। কিন্তু অদূর ভবিষ্যতে জুভেন্টাসে রোনাল্ডো থাকবেন কিনা তা নিয়ে গুঞ্জন শোনা যায় সম্প্রতি। তবে পর্তুগীজ সুপারস্টারের প্রতিনিধি সব শঙ্কা দূরে ঠেলে তুরিনের ক্লাবটিতেই রোনাল্ডো অবসর নিবেন বলে ইঙ্গিত দিয়ে দিয়েছেন। জুভেন্টাসের সঙ্গে ২০২২ সাল পর্যন্ত চুক্তি করেছেন রিয়াল মাদ্রিদের সাবেক তারকা ক্রিস্টিয়ানো রোনাল্ডো। এর ফলে ৩৭ বছরে ইতালিয়ান ক্লাবটির সঙ্গে চুক্তির মেয়াদ শেষ হবে তার। সিআর সেভেনের ক্যারিয়ার নিয়ে তার প্রতিনিধি জর্জ মেন্ডিস জানান, তার ক্লায়েন্ট তুরিনেই অনেক খুশি। অন্য কোন ক্লাবে যাওয়ার আকাক্সক্ষা তার নেই। পর্তুগীজ তারকা ইতালিতে তার বর্তমান ক্লাব থেকেই ক্যারিয়ার শেষ করতে পারেন। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘জুভেন্টাসে দারুণ খুশি রোনাল্ডো। এখানে অসাধারণ মাপের একজন কোচ (মাউরিসিও সারি) রয়েছেন। হ্যাঁ, এই ক্লাবে থেকেই অবসর নিতে পারেন তিনি। জুভেন্টাসের সঙ্গে তার চুক্তিও করা আছে।’ এদিকে সম্প্রতি রোনাল্ডো-ভার্জিলকে পেছনে ফেলে ব্যালন ডি’অর জিতেছেন বার্সিলোনার আর্জেন্টাইন স্ট্রাইকার লিওনেল মেসি। তবে আগামী ফেব্রুয়ারিতেই ৩৫ বছরে পা দিতে যাওয়া সিআর সেভেন এবার ব্যালন ডি’অর না জেতায় হতাশা ব্যক্ত করেছেন মেন্ডিস। এ প্রসঙ্গে তিনি বলেন, ‘গত দুই বছরে একটি ব্যালন ডি’অর তার প্রাপ্য ছিল। এটা তার প্রতি অবিচার হয়েছে। আগামী মৌসুমে এটা জয়ের জন্য শুধু কঠোর পরিশ্রমের কথাই ভাবছেন রোনাল্ডো।’ রোনাল্ডোর জুভেন্টাস যাত্রার পর বেশ বিপাকে পড়ে রিয়াল মাদ্রিদ। বাজে পারফর্মেন্সের কারণে সাবেক কোচ জিনেদিন জিদানকে আবারও নিয়োগ দেয় লস ব্ল্যাঙ্কোসরা। তবে চলতি মৌসুমের শুরুতে বেশ সমালোচনার মুখে পড়েন জিনেদিন জিদান। শুধু তাই নয় চেলসি থেকে কিনে আনা এডেন হ্যাজার্ডও নিজেকে মেলে ধরতে পারেননি রিয়াল মাদ্রিদে। তবে জিদান ও হ্যাজার্ডের এমন সমালোচনা ঠিক নয় বলে মন্তব্য করেছেন তাদেরই চিরপ্রতিদ্বন্দ্বী ক্লাব বার্সিলোনারই অধিনায়ক লিওনেল মেসি। বুধবার চলতি মৌসুমের প্রথম এল ক্ল্যাসিকোতে মাঠে নামে রিয়াল মাদ্রিদ-বার্সিলোনা। স্পেনের দুই জায়ান্ট ক্লাবের মহারণের ঠিক আগে এমন প্রশংসাই শোনা গেল প্রতিপক্ষের কোচ ও তারকা ফুটবলারকে নিয়ে। জিদানের সমালোচনা প্রসঙ্গে মেসির মন্তব্য, ‘এই সমালোচনা অবাক করার মতো। তবে আমরা যারা ফুটবল খেলি, বিশেষ করে বড় ক্লাবে আছি, তারা জানি এটাই স্বাভাবিক। মানুষ খুব দ্রুত সব ভুলে যায়। রোজ সাফল্য চায় তারা। জিদান যখন এবার ফিরলেন, নিশ্চয়ই জানতেন আগের জেতা তিনটি চ্যাম্পিয়ন্স লীগের এখন আর কোন মানে নেই। সমর্থকরা প্রথমদিন যেরকম দাবি করত, এখন সেরকমই করবে। বড় টিমের কোচ ও খেলোয়াড়রা এগুলো ভাল করেই জানে।’ হ্যাজার্ড প্রসঙ্গে যথেষ্ট সতর্ক লিওনেল মেসি। তিনি বলেন, ‘হ্যাজার্ডের অনেক গুণ আছে। ও বিপক্ষ টিমের ডিফেন্সকে নাজেহাল করে দিতে পারে। তবে আমার মনে হয় ও ক্রিস্টিয়ানোর থেকে আলাদা।
×