ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

গ্রামীণফোনের সেবা নেবে জিফোরএস

প্রকাশিত: ০৯:৩২, ১৭ ডিসেম্বর ২০১৯

গ্রামীণফোনের সেবা নেবে জিফোরএস

কর্পোরেট সংযোগ ব্যবহারে গ্রামীণফোন লিমিটেডের সঙ্গে চুক্তি করেছে বহুজাতিক নিরাপত্তা সেবা প্রদানকারী সংস্থা জিফোরএস সিকিউর সলিউশন্স বাংলাদেশ (প্রা.) লিমিটেড। এ চুক্তির আওতায় জিফোরএসের কর্মকর্তারা গ্রামীণফোনের পোস্টপেইড সংযোগ ব্যবহারসহ আইসিটি (তথ্যপ্রযুক্তি) সংক্রান্ত বিভিন্ন সেবা উপভোগ করতে পারবেন। সম্প্রতি রাজধানীর জিপি হাউজে এ চুক্তিতে সই করেন গ্রামীণফোনের সিইও মাইকেল ফোলি এবং জিফোরএস সিকিউর সলিউশন্স বাংলাদেশ (প্রা.) লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর সেলিম চৌধুরী। চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে গ্রামীণফোনের চীফ বিজনেস অফিসার মাহমুদ হোসেন, চীফ হিউম্যান রিসোর্স অফিসার সৈয়স তানভীর হোসেন, হেড অব কর্পোরেট সেলস মোঃ নাসার ইউসুফ, হেড অব লার্জ কর্পোরেট আরিফুর রহমান, এ্যাকাউন্ট ম্যানেজার আহমেদ শায়ের চৌধুরী উপস্থিত ছিলেন। জিফোরএস সিকিউর সলিউশন্স বাংলাদেশ লিমিটেডের কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন লেফটেন্যান্ট জেনারেল (অব.) আবদুল হাফিজ, এক্সিকিউটিভ ডিরেক্টর-অপারেশন্স এক্সসিলেন্স; সুরঞ্জিত ধর, সিএফও এবং কোম্পানি সেক্রেটারি; মুজাম্মেল হায়দার চৌধুরী, ভাইস প্রেসিডেন্ট ও হেড অব সাপ্লাই চেন ম্যানেজমেন্ট এবং অন্যান্য কর্মকর্তা। বিভিন্ন সেবা প্রদানের লক্ষ্যে সিকিউরিটি টেকনোলজির প্রসারে জিফোরএস সিকিউর সলিউশন্স বাংলাদেশ লিমিটেডের সঙ্গে কাজ করবে গ্রামীণফোন। -বিজ্ঞপ্তি
×