ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ পাচ্ছেন মুক্তিযোদ্ধারা

প্রকাশিত: ০৯:৩১, ১৭ ডিসেম্বর ২০১৯

স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ পাচ্ছেন মুক্তিযোদ্ধারা

অর্থনৈতিক রিপোর্টার ॥ সরকারী ব্যাংক থেকে স্বল্প সুদ ও সহজ শর্তে ঋণ পাচ্ছেন মুক্তিযোদ্ধারা। এখন পর্যন্ত এ ধরনের ঋণ পেয়েছেন ১ লাখ ৪ হাজার মুক্তিযোদ্ধা। ঋণের অঙ্ক প্রায় সাড়ে ৩ হাজার কোটি টাকা। তবে মুক্তিযোদ্ধা ঋণের ৯৫ ভাগই সোনালী ব্যাংকের। জানা গেছে, মুক্তিযোদ্ধা ঋণ প্রকল্পের আওতায় এসব ঋণের কোন জামানত লাগে না। সরল সুদের এ ঋণ যে কোন মুক্তিযোদ্ধা নিতে পারেন। তাদের সহায়তায় এ প্রকল্প হাতে নিয়েছে সরকার। এখন পর্যন্ত সরকারী খাতের সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংক মুক্তিযোদ্ধা প্রকল্পের আওতায় ঋণ দিয়েছে। রূপালী ব্যাংক মুক্তিযোদ্ধা ঋণ প্রকল্প হাতে নিয়েছে। সূত্র জানায়, চলতি বছরের নবেম্বর পর্যন্ত সোনালী, অগ্রণী ও জনতা ব্যাংক থেকে ১ লাখ ৩ হাজার ৯৯৯ জন মুক্তিযোদ্ধা ঋণ পেয়েছেন। ঋণের অঙ্ক সাড়ে ৩ হাজার কোটি টাকার কাছাকাছি। এর মধ্যে শুধু সোনালী ব্যাংকই এক লক্ষাধিক মুক্তিযোদ্ধাকে প্রায় ৩ হাজার ৪০০ কোটি টাকা ঋণ দিয়েছে। বাকি ঋণ দিয়েছে অগ্রণী ও জনতা ব্যাংক। সোনালী ব্যাংক ২০১৬-২০১৯ সাল পর্যন্ত ঋণের জন্য বরাদ্দ রেখেছে ৩ হাজার ৯৩২ কোটি টাকা। এর মধ্য থেকে চলতি বছরের নবেম্বর পর্যন্ত ঋণ বিতরণ করে ৩ হাজার ৩৯৬ কোটি টাকা। মুক্তিযোদ্ধা ঋণ গ্রহীতার সংখ্যা বর্তমানে প্রায় ১ লাখ ছাড়িয়েছে। ৭ শতাংশের সরল সুদে ঋণ দিয়েছে ব্যাংকটি। ঋণের মেয়াদ সর্বোচ্চ ৮ বছর। তিন মাসের গ্রেস পিরিয়ড। প্রত্যেক মুক্তিযোদ্ধা পেয়েছেন ৩ লাখ টাকার ঋণ। ব্যাংকের প্রাপ্ত তথ্য অনুযায়ী, ২০১৬ সালে ৯৪৩ কোটি, ২০১৭ সালে ৪১২ কোটি, ২০১৮ সালে ১ হাজার ৪৭৭ কোটি এবং ২০১৯ সালের নবেম্বর পর্যন্ত ৫৬৪ কোটি টাকার ঋণ দেয়া হয়েছে। ব্যাংকটিতে বর্তমানে মুক্তিযোদ্ধা ঋণ স্থিতি ১ হাজার ৮২১ কোটি টাকা। এতে বোঝা যাচ্ছে, মুক্তিযোদ্ধা ঋণ আদায় অর্ধেকের কাছাকাছি।
×