ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

বার্সার বিরুদ্ধে নেইমারের মামলা

প্রকাশিত: ১১:৩৪, ১৪ ডিসেম্বর ২০১৯

 বার্সার বিরুদ্ধে নেইমারের মামলা

স্পোর্টস রিপোর্টার ॥ সাবেক ক্লাব বার্সিলোনার বিরুদ্ধে আবারও মামলা করেছেন ব্রাজিলিয়ান তারকা নেইমার। বর্তমান ফরাসী ক্লাব পিএসজিতে খেলা এই ফরোয়ার্ড বার্সার কাছে দাবি করেছেন বকেয়া পারিশ্রমিকের ৩.৫ মিলিয়ন ইউরো। নতুন করে করা মামলায় এই অর্থ নিজের পাওনা হিসেবে দাবি করেছেন ২৭ বছর বয়সী নেইমার। ২০১৭ সালে রেকর্ড ট্রান্সফার ফি’র বিনিময়ে নেইমার যখন ন্যুক্যাম্প ছেড়ে পিএসজিতে যোগ দেন তখন ব্রাজিলিয়ান সুপারস্টারের বিরুদ্ধে চুক্তি ভঙ্গের মামলা করে বার্সিলোনা। তার প্রেক্ষিতে নিজের বকেয়া বোনাস আদায়ের লক্ষ্যে উল্টো বার্সার বিরুদ্ধে মামলা ঠুকে দেন নেইমারও। মামলাটি নিয়ে ২৭ সেপ্টেম্বর আদালতে যায় দুইপক্ষ। কিন্তু সেই মামলা বিচারাধীন থাকতেই আবারও বোনাসের অর্থ দাবি করে মামলা করেছেন নেইমার। আন্তর্জাতিক সংবাদমাধ্যমের উদ্ধৃতিতে জানা গেছে, বোনাসের অর্থ দাবি করে নেইমার বার্সিলোনার বিরুদ্ধে আরেকটি মামলা করেছেন। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড আরেক ঠিকানায় যাওয়ার আগে তার সাবেক ক্লাবের কাছ থেকে পাওনা ৩.৫ মিলিয়ন ইউরো দাবি করেছেন।
×