ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

রিয়ালের বিরুদ্ধে ফাইনাল খেলতে চান রোনাল্ডো

প্রকাশিত: ১১:৩৩, ১৪ ডিসেম্বর ২০১৯

  রিয়ালের বিরুদ্ধে ফাইনাল খেলতে চান রোনাল্ডো

স্পোর্টস রিপোর্টার ॥ দুই বছর হলো স্প্যানিশ পরাশক্তি রিয়াল মাদ্রিদ ছেড়ে এসেছেন ক্রিস্টিয়ানো রোনাল্ডো। সময়ের অন্যতম সেরা এই তারকা এখন খেলছেন ইতালিয়ান পরাশক্তি জুভেন্টাসের হয়ে। মূলত উয়েফা চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জয়ের লক্ষ্য নিয়েই সিআর সেভেনকে রেকর্ড মূল্যে বার্নাব্যু থেকে উড়িয়ে এনেছে তুরিনের ক্লাবটি। কিন্তু গত মৌসুমে জুভদের সাফল্য দিতে ব্যর্থ হয়েছেন রোনাল্ডো। তবে চলতি মৌসুমে ব্যর্থ হতে চান না। ইতোমধ্যে জুভেন্টাস নিজেদের গ্রুপের সেরা হয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে। এখন নকআউট স্টেজের লড়াইয়ে বড় বড় শক্তির মুখোমুখি হতে হবে। তবে আত্মবিশ্বাসী রোনাল্ডো এই মিশনে সফল হয়ে ফাইনাল খেলতে চান সাবেক ক্লাব রিয়াল মাদ্রিদের বিরুদ্ধে। শুক্রবার এক সাক্ষাতকারে এমন অভিপ্রায়ের কথা জানিয়েছেন পর্তুগাল জাতীয় দলের অধিনায়ক। চলমান ২০১৯-২০ মৌসুমে নিজেদের গ্রুপের চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে উঠেছে জুভেন্টাস। রিয়াল মাদ্রিদ তাদের গ্রুপে রানার্সআপ হওয়ায় এবার দ্বিতীয় রাউন্ডেই ইতালিয়ান চ্যাম্পিয়নদের সঙ্গে দেখা হওয়ার সম্ভাবনা আছে। সোমবার সুইজারল্যান্ডের নিওনে হবে নকআউট পর্বের ড্র। এরপরই জানা যাবে কোয়ার্টার ফাইনালের লড়াইয়ে কে কার প্রতিপক্ষ। তবে রিয়ালের সাবেক তারকা রোনাল্ডো শেষ ষোলোতে নয়, রিয়ালকে প্রতিপক্ষ হিসেবে চাচ্ছেন ফাইনালে। প্রিকোয়ার্টার ফাইনালে এবার কঠিন পরীক্ষা দিতে হবে রিয়ালকে। ইংলিশ জায়ান্ট লিভারপুলের সঙ্গেও দেখা হয়ে যেতে পারে জিনেদিন জিদান শিষ্যদের। আবার ইতালির চ্যাম্পিয়ন রোনাল্ডোর জুভেন্টাসের বিরুদ্ধে খেলতে হতে পারে আসরের রেকর্ড সর্বোচ্চ ১৩ বারের চ্যাম্পিয়নদের। তবে শেষ ষোলোর লড়াইয়ে সাবেক ক্লাবের মুখোমুখি হওয়ার ইচ্ছা নেই রোনাল্ডোর। এ প্রসঙ্গে পাঁচবারের ফিফা সেরা তারকা বলেন, আমার জন্য রিয়ালের বিরুদ্ধে খেলাটা রোমাঞ্চকর হবে। অসাধারণ দল। আমাকে জিজ্ঞেস করলে বলব, দেরিতে তাদের মুখোমুখি হতে চাই। তাহলে কী ফাইনালে? হ্যাঁ, আমি তাদের শেষদিকে পেতে চাই। তেমনটাই চাচ্ছি। গত বছর শেষ ষোলোতে এ্যাটলেটিকো মাদ্রিদের বিরুদ্ধে বাঁচা-মরার লড়াইয়ে দ্বিতীয় লেগে হ্যাটট্রিক করে দলকে শেষ আটে নিয়ে গিয়েছিলেন রোনাল্ডো। তবে কোয়ার্টার ফাইনালে ডাচ ক্লাব আয়াক্সের কাছে অপ্রত্যাশিতভাবে হেরে বিদায় নিতে হয়েছিল। এটা না হলে শেষ আটে রিয়ালের বিরুদ্ধে খেলতে হতো রোনাল্ডোর জুভেন্টাসকে। তবে রিয়াল ছেড়ে জুভেন্টাসে চলে আসার পর সময়টা খুব একটা ভাল যাচ্ছে না সিআর সেভেনের। এ কারণে গুঞ্জন আছে, তিনি ছাড়তে পারেন ইতালি। সেক্ষেত্রে পর্তুগাল অধিনায়ক আবারও প্রত্যাবর্তন করতে পারেন পুরনো তাঁবুতে। জানা গেছে, জুভেন্টাস যদি এবারের মৌসুমে চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা জিততে না পারে তবে পাঁচবারের ফিফা সেরা তারকা ছেড়ে দেবেন জুভেন্টাস। কিছুদিন আগে এমন দাবি করেছেন স্প্যানিশ বিষেশজ্ঞ এডুয়ার্ডো ইন্ডা। তিনি আরও জানিয়েছেন, রোনাল্ডো চলে গেলে জুভেন্টাস ম্যানইউ থেকে পল পোগবা কিংবা ও পিএসজি থেকে কিলিয়ান এমবাপেকে দলে ভেড়াতে চেষ্টা করবে। মূলত চ্যাম্পিয়ন্স লীগের শিরোপাকে টার্গেট করে রিয়াল মাদ্রিদ থেকে রোনাল্ডোকে উড়িয়ে এনেছে তুরিনের ওল্ড লেডিরা। কিন্তু গত মৌসুমের হতাশা থেকে জুভেন্টাসের মধ্যেই গুঞ্জন ছিল রোনাল্ডো হয়তো তুরিন ছেড়ে চলে যাচ্ছেন। এবার দ্বিতীয় মৌসুমেও তেমন ভাল কাটছে না রোনাল্ডোর। ইতোমধ্যে জুভেন্টাস কোচ মরিসিও সারির সঙ্গে মনোমালিন্যও হয়েছে। আন্তর্জাতিক বিরতির আগে দুটি ম্যাচে রোনাল্ডোকে উঠিয়ে নিয়েছিলেন সারি। যে কারণে বেশ ক্ষোভও প্রকাশ করেন পর্তুগীজ মহাতারকা। ২০০৩ থেকে ২০০৯ সাল পর্যন্ত রোনাল্ডো ম্যানইউতে ছয় মৌসুমে ২৯৪ ম্যাচে করেছেন ১১৮ গোল। এই সময়ের মধ্যে তিনি তিনটি প্রিমিয়ার লীগ, ২০০৪ সালের এফএ কাপ, ২০০৮ সালের চ্যাম্পিয়ন্স লীগ শিরোপা জয় করেন। এরপর ২০০৯ সালে রেকর্ড ৮০ মিলিয়ন পাউন্ডে রিয়াল মাদ্রিদে পাড়ি জমিয়েছিলেন। গ্যালাক্টিকোদের হয়ে রোনাল্ডো জিতেছেন দুটি লা লিগা ও রেকর্ড চারটি চ্যাম্পিয়ন্স লীগের শিরোপা।
×