ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ভিন্ন গ্রুপে আবাহনী-বসুন্ধরা

প্রকাশিত: ১১:৩৩, ১৪ ডিসেম্বর ২০১৯

  ভিন্ন গ্রুপে আবাহনী-বসুন্ধরা

স্পোর্টস রিপোর্টার ॥ বরাবরের মতোই এবারও ঘরোয়া ফুটবলের মৌসুমে শুরু হতে যাচ্ছে ফেডারেশন কাপ দিয়ে। টুর্নামেন্টের পৃষ্ঠাপোষক টিভিএস। আগামী ১৮ ডিসেম্বর থেকে ঢাকার বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে শুরু হতে যাচ্ছে মৌসূমসূচক এই ঘরোয়া ফুটবল আসরটি। খেলাগুলো সরাসরি দেখান হবে বাংলা টিভিতে। এই আসরে অংশ নেবে বাংলাদেশ প্রিমিয়ার লীগের ১৩ ক্লাব। বঙ্গবন্ধু জাতীয় স্টেডিয়ামে হবে টুর্নামেন্টের সবগুলো ম্যাচ। এ উপলক্ষে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সম্মেলন কক্ষে এক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে অনুষ্ঠিত হয় ফেডারেশন কাপের গ্রুপিং ড্র এবং টুর্নামেন্টের লোগো উন্মোচন। ড্র অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাফুফের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম মুশের্দী, সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ, বাফুফে সদস্য আব্দুর রহিম, ফজলুর রহমান বাবুল, জাকির হোসেন চৌধুরী প্রমুখ। গ্রুপিং ড্রতে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী লিমিটেড এবং রানার্সআপ বসুন্ধরা কিংস পড়েছে ভিন্ন দুই গ্রুপে। ১৩ ক্লাব চার গ্রুপে ভাগ হয়ে খেলবে এবারের আসরে। গ্রুপপর্ব শেষে ৮ দল উঠবে কোয়ার্টার ফাইনালে। তারপর সেমিফাইনাল (১ ও ২ জানুয়ারি) ও ফাইনাল (৪ জানুয়ারি)। গ্রুপ ‘ডি’তে চারটি করে দল হওয়ায় প্রতিটি দল ৩টি করে এবং বাকি গ্রুপে তিনটি করে দল হওয়ায় তারা খেলবে ২টি করে ম্যাচ। টুর্নামেন্টের চ্যাম্পিয়ন দল প্রাইজমানি হিসেবে পাবে ৫ লাখ টাকা। রানার্সআপ দল পাবে ৩ লাখ টাকা। আর প্রতিটি দল অংশগ্রহণ বাবদ পাবে ১ লাখ টাকা করে। গ্যালারির দর্শকরা ৩০ টাকার টিকেট কিনে খেলা দেখতে পারবেন। ড্র অনুষ্ঠানে লটারির মাধ্যমে দলগুলোকে চার গ্রুপে ভাগ করা হয়। মোটামুটি সহজ গ্রুপেই পড়েছে বর্তমান চ্যাম্পিয়ন ঢাকা আবাহনী। ‘এ’ গ্রুপে তাদের সঙ্গী নবাগত বাংলাদেশ পুলিশ ও আরামবাগ ক্রীড়া সংঘ। গ্রুপ ‘বি’তে আছে রানার্সআপ দল বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী লিমিটেড এবং ব্রাদার্স ইউনিয়ন লিমিটেড। গ্রুপ ‘সি’তে আছে সাইফ স্পোর্টিং ক্লাব লিমিটেড, শেখ জামাল ধানম-ি ক্লাব লিমিটেড এবং রহমতগঞ্জ মুসলিম ফ্রেন্ডস সোসাইটি। ‘ডি’ গ্রুপে আছে চারটি দল। এরা হলো : মোহামেডান স্পোর্টিং ক্লাব লিমিটেড, বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ক্রীড়া চক্র, শেখ রাসেল ক্রীড়া চক্র লিমিটেড ও উত্তর বারিধারা ক্লাব। এবারের ফেডারেশন কাপের গ্রুপিং ড্র খুবই ভারসাম্যপূর্ণ হয়েছে বলে মন্তব্য করেন সালাম মুর্শেদী। তিনি বলেন, ‘অনেকদিন পর এমন একটি গ্রুপিং ড্র দেখলাম, যাতে কোন গ্রুপেই সব শক্তিশালী দল বা সব দুর্বল দল একসঙ্গে পড়েনি। ফলে এটি একটি খুবই ভাল ভারসাম্যপূর্ণ গ্রুপ হয়েছে।’ গত আসরে কিছু খেলায় দর্শকদের মধ্যে এবং খেলোয়াড়দের মধ্যে অনেক গ-গোল হয়েছিল। এবার সে রকম কিছু হলে বাফুফে সেটা কিভাবে সামলাবে, এই প্রশ্নের জবাবে সালাম বলেন, ‘ফুটবল একটি উত্তেজনাপূর্ণ খেলা। অনেক সময় খেলা নিয়ে মাঠে ও গ্যালারিতে অনেক কিছুই হতে পারে। এগুলো দেখলে আমার নিজের খেলোয়াড়ী জীবনের কথা মনে পড়ে যায়।’ এবারের আসরে অংশ নিচ্ছে নবাগত পুলিশ এফসি। বছরখানেক আগে বাংলাদেশ চ্যাম্পিয়নশিপ লীগের খেলায় তাদের সমর্থক ও ফুটবলাররা মারামারি করে ন্যক্কারজনক ঘটনার জন্ম দিয়েছিলেন। এবার তারা ফেডারেশন কাপে কতটা সংযত আচরণ করবেন এমন প্রশ্নের জবাবে পুলিশ দলের ম্যানেজার শেখ মোঃ মারুফ হাসান বলেন, ‘পুলিশ দল মারামারি করেছে এটা সত্যি, তবে এটার জন্য দায়ীদের শাস্তিও দেয়া হয়েছে। তবে এ রকম ঘটনা যেন আর না ঘটে সেজন্য এবার আমরা সর্তক থাকব। তবে রেফারিদের উদ্দেশেও বলব তারা যেন দুর্বল বা পক্ষপাতিত্বমূলক রেফারিং না করে উত্তপ্ত পরিস্থিতির সৃষ্টি না করেন।’ গতবারও ফেডারেশন কাপে অংশ নিয়েছিল ১৩ ক্লাব। প্রথমবারের মতো অংশ নিয়ে অল্পের জন্য চ্যাম্পিয়ন হতে পারেনি তখনকার নবাগত দল বসুন্ধরা কিংস। আবাহনীর কাছে ৩-১ গোলে হেরে গিয়েছিল তারা। ফেডারেশন কাপ শেষ হওয়ার সপ্তাহ দেড়েক পরই শুরু হবে আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্ট বঙ্গবন্ধু গোল্ডকাপ। ওই টুর্নামেন্ট দিয়েই শুরু হবে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী। বঙ্গবন্ধু গোল্ডকাপ শেষ হওয়ার পর জানুয়ারির মধ্যেই শুরু হবে ঘরোয়া ফুটবলের অন্যতম আকর্ষণীয় আসর বাংলাদেশ প্রিমিয়ার লীগ।
×