ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বিজয় র‌্যালি

প্রকাশিত: ০৯:১২, ১১ ডিসেম্বর ২০১৯

মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে বিজয় র‌্যালি

স্টাফ রিপোর্টার, চাঁপাইনবাবগঞ্জ ॥ জেলাবাসীকে মুক্তিযুদ্ধের চেতনায় উদ্বুদ্ধ করতে ও নতুন প্রজন্মকে বাংলাদেশ সম্পর্কে জানাতে এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে বিজয় র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকাল ১০টায় শুরু হওয়া র‌্যালিতে প্রায় ১০ হাজার জাতীয় পতাকাসহ শিক্ষার্থী, শিশু বৃদ্ধ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, শিক্ষক, শ্রমিক, জনপ্রতিনিধি, সাধারণ শ্রমজীবী মানুষ, সরকারী কর্মকর্তা-কর্মচারীসহ সর্বস্তরের প্রায় ১৫ থেকে ২০ হাজার মানুষ অংশগ্রহণ করেন। এ দিন জাতীয় সঙ্গীত গাওয়া ও জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে বিজয় র‌্যালির উদ্বোধন করেন জেলা প্রশাসক এ জেড এম নূরুল হক। জেলা প্রশাসন আয়োজিত বর্ণাঢ্য র‌্যালিটি জেলা প্রশাসকের কার্যালয় চত্বর থেকে সকাল ১০টায় শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে নবাবগঞ্জ সরকারী কলেজ শহীদ মিনারে এসে শেষ হয়। এ সময় সকলের হাতে লাল সবুজ পতাকা ছিল। এ বর্ণাঢ্য বিজয় র‌্যালির মাধ্যমে সপ্তাহব্যাপী বিজয় দিবসের অনুষ্ঠানমালার সূচনা হলো। এ সময় উপস্থিত ছিলেন ফেরদৌসী ইসলাম জেসী এমপি, ডাঃ সামিল উদ্দিন আহমেদ শিমুল এমপি। র‌্যালিতে অংশগ্রহণ করেন বীর মুক্তিযোদ্ধা আলহাজ রুহুল আমিন, অতিরিক্ত জেলা প্রশাসক এ কে এম তাজকির-উজ-জামান, অতিরিক্ত জেলা প্রশাসক দেবেন্দ্র নাথ, পৌর মেয়র মোহাম্মদ নজরুল ইসলামসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা। উল্লেখ্য, ১৬ ডিসেম্বর মহান বিজয় দিবস। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মহাকাব্যিক নেতৃত্বে নয় মাসের রক্তক্ষয়ী যুদ্ধ শেষে ১৯৭১ সালের ১৬ ডিসেম্বর বীর বাঙালী অর্জন করে চূড়ান্ত বিজয়। এ ছাড়া ৭ দিনব্যাপী জেলা প্রশাসক দেয়ালিকা উৎসব-২০১৯ গত বছরের ন্যায় এবারও অনুষ্ঠিত হবে।
×