ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ফ্লোরিডায় নৌঘাঁটিতে হামলা, বন্দুকধারীসহ নিহত ৪

প্রকাশিত: ১০:২৬, ৭ ডিসেম্বর ২০১৯

ফ্লোরিডায় নৌঘাঁটিতে  হামলা, বন্দুকধারীসহ  নিহত ৪

জনকণ্ঠ ডেস্ক ॥ যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের পেনসাকোলায় একটি নৌঘাঁটিতে বন্দুকধারীর হামলার ঘটনা ঘটেছে। এতে বন্দুকধারীসহ অন্তত চারজন নিহত হয়েছে। গুলিবিদ্ধ হয়েছেন আরও ১১ জন। খবর ফক্সনিউজ ও ওয়েবসাইটের। শুক্রবার স্থানীয় সময় সকাল সাড়ে ৬টা নাগাদ নাভাল এয়ার স্টেশন পেনসাকোলায় (এনএসএসপি) হামলার এ ঘটনা ঘটে বলে জানিয়েছেন সেখানকার জনসংযোগ কর্মকর্তা জেসন বর্জ। এদিকে হামলাকারী পুলিশের গুলিতে নিহত হয়েছেন বলে নিশ্চিত করেছে স্থানীয় কর্তৃপক্ষ। হামলার ঘটনায় এনএসএসপি’র উভয় পাশের গেট বন্ধ করে দেয়া হয়েছে। এ ঘটনায় আহতদের উদ্ধার করে হাসপাতালে নেয়া হয়। এক টুইট বার্তায় ফ্লোরিডার গবর্নর রন ডিসান্টিস বলেন, বিষয়টি গবর্নর অফিস থেকে পর্যবেক্ষণ করা হচ্ছে। এছাড়া প্রয়োজনে ঘটনাস্থলে নিরাপত্তা বাহিনীর আরও সদস্য পাঠানো হবে।
×