ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বঙ্গবন্ধু এশিয়া-বিশ্ব একাদশ ক্রিকেট ম্যাচ ভারতেও

প্রকাশিত: ১৩:০৮, ৫ ডিসেম্বর ২০১৯

বঙ্গবন্ধু এশিয়া-বিশ্ব একাদশ ক্রিকেট ম্যাচ ভারতেও

স্পোর্টস রিপোর্টার ॥ জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে আগামী বছর মার্চে এশিয়া ও বিশ্ব একাদশের মধ্যকার দুটি টি২০ ম্যাচ আয়োজিত হবে। বাংলাদেশের মাটিতে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে হবে ম্যাচ দুটি। ১৮ ও ২১ মার্চে হওয়ার কথা রয়েছে ম্যাচ। এখন জানা যাচ্ছে, দুটি নয়, ম্যাচ হবে তিনটি। তিন ম্যাচের একটি সিরিজই হবে। আর সেই তিন ম্যাচের একটি ম্যাচ হবে ভারতেও। তাতে ভারতও বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীর আয়োজনের সঙ্গে ক্রিকেটের মাধ্যমে যুক্ত হচ্ছে। এরই মধ্যে ভারতের ক্রিকেট কোর্ডের সভাপতি সৌরভ গাঙ্গুলী এ নিয়ে মুখ খুলেছেন। রবিবার ভারত ক্রিকেট বোর্ডের বার্ষিক সাধারণ সভাশেষে সৌরভ গাঙ্গুলী জানান, এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের বিরুদ্ধে ম্যাচটি আইসিসির অনুমতি সাপেক্ষে আয়োজন করতে হবে। গাঙ্গুলী এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ আয়োজনের চেষ্টা করছেন। এর পেছনে কারণও আছে। যেহেতু মার্চে বাংলাদেশের মাটিতে এশিয়া ও বিশ্ব একাদশের দুটি ম্যাচ হবে। আর মার্চেই ভারতের সবচেয়ে বড় স্টেডিয়াম আহমেদাবাদের সরদার প্যাটেল স্টেডিয়াম উদ্বোধন করতে চান। তাই এশিয়া একাদশ ও বিশ্ব একাদশের মধ্যে ম্যাচ আয়োজন দিয়েই তা করতে চান গাঙ্গুলী। দর্শক ধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম হতে যাচ্ছে সরদার প্যাটেল স্টেডিয়াম। এশিয়া ও বিশ্ব একাদশের ম্যাচ দিয়ে তাই এই স্টেডিয়াম উদ্বোধনের পরিকল্পনা করেছে ভারতীয় বোর্ড। ভারত প্রায় সাত শ’ কোটি রুপী খরচ করে নির্মাণ করছে এই স্টেডিয়াম। এখানে দর্শক ধরবে এক লাখ ১০ হাজার। বর্তমান ধারণ ক্ষমতার দিক থেকে বিশ্বের সবচেয়ে বড় ক্রিকেট স্টেডিয়াম অস্ট্রেলিয়ার মেলবোর্ন। সেখানে এক লাখ ২৪ জন বসে খেলা দেখতে পারেন। আহমেদাবাদের এই স্টেডিয়ামটির কাজ মার্চে শেষ হবে বলে মনে করা হচ্ছে। তাই মার্চেই বিশ্ব একাদশের বিরুদ্ধে ওই ম্যাচ আয়োজনের পরিকল্পনা ভারতের। গাঙ্গুলী যখন এমন পরিকল্পনার কথা জানান। তখনই বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে যে দুটি ম্যাচ হবে এর সঙ্গে যোগসূত্র খোঁজা হয়। যোগসূত্র মিলতেও শুরু করেছে। বিসিবির সঙ্গে এ বিষয়ে যে খানিক আলোচনাও হয়নি তা নয়। কয়েকদিন আগেই ইডেন গার্ডেন্সে প্রথমবারের মতো উপমহাদেশে গোলাপি বলে দিবারাত্রির টেস্ট হয়েছে। মহাআয়োজন ছিল। গাঙ্গুলী সবাইকে চমকে দেন। এই আয়োজনে বাংলাদেশ প্রধানমন্ত্রী শেখ হাসিনাও যুক্ত ছিলেন। এই ম্যাচটিতে উপস্থিত ছিলেন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপনসহ অন্য কর্মকর্তারাও। সেখানে এশিয়া একাদশের হয়ে খেলার জন্য ভারতের ক্রিকেটারদের পাওয়ার ব্যাপারে গাঙ্গুলীকে জানান বিসিবি সভাপতি। যদি তিন ম্যাচের সিরিজ হয় তাহলে স্বাভাবিকভাবেই ভারতের ক্রিকেটাররাও থাকবেন।
×