ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

দেখার সুযোগ পাবেন মাত্র পাঁচ হাজার সাধারণ দর্শক

প্রকাশিত: ১৩:০৪, ৫ ডিসেম্বর ২০১৯

দেখার সুযোগ পাবেন মাত্র পাঁচ হাজার সাধারণ দর্শক

স্পোর্টস রিপোর্টার ॥ বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধনী অনুষ্ঠান হবে রবিবার। বিকেল ৪টা থেকে রাত ১০টা পর্যন্ত চলবে অনুষ্ঠান। জাঁকজমকপূর্ণ এ অনুষ্ঠান মাত্র পাঁচ হাজার সাধারণ দর্শক দেখতে পাবেন। এমনটিই জানিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) সভাপতি নাজমুল হাসান পাপন। এত কম দর্শক কেন দেখতে পাবেন। এর পেছনে যুক্তিও আছে। যেখানে অনুষ্ঠানের মঞ্চ আছে, মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামের পূর্ব পাশে, সেখানে মঞ্চের পেছনে এবং ডান-বামে দর্শক রাখা সম্ভব নয়। তাহলে অনুষ্ঠানই দর্শক উপভোগ করতে পারবেন না। আবার মাঠেও বেশি আসন সংখ্যা দেয়া সম্ভব নয়। কারণ তাহলে মাঠের অবস্থা খারাপ হতে পারে। উইকেটেরও বারোটা বেজে যেতে পারে। উদ্বোধনী অনুষ্ঠানের দুইদিন পরই খেলা শুরু হয়ে যাবে। বুধবার থেকেই লীগ শুরু হয়ে যাবে। আর তাই মাঠের দিকেও নজর দিতে হবে। তাই মঞ্চের সামনেই শুধু দর্শকদের জন্য অনুষ্ঠান উপভোগের সুযোগ রয়েছে। আর তাই ২৫ হাজার দর্শক ধারণ ক্ষমতার স্টেডিয়ামে সর্বমোট আট হাজার দর্শক অনুষ্ঠান দেখতে পারবেন। এরমধ্যে তিন হাজার সৌজন্য টিকেট থাকবে। স্বাভাবিকভাবেই বিসিবির কাউন্সিলর, ক্লাব, লীগে খেলা স্পন্সর প্রতিষ্ঠান, সরকারী বিভিন্ন সংস্থায় সৌজন্য টিকেট দিতে হবে। বাকি থাকে পাঁচ হাজার টিকেট। এই টিকেটগুলো সাধারণ দর্শকদের জন্য দেয়া হবে। বিসিবি সভাপতি এ নিয়ে বলেছেন, ‘মাঠে খুব অল্প সংখ্যক দর্শককে আমরা জায়গা দিতে পারব। মঞ্চের পেছন দিকে কিংবা দুই পাশেও পারছি না। মাঠের ভেতরে পিচ বা মাঠ নষ্ট হতে পারে। কাজেই এখানেও জায়গা দিতে পারছি না। ভিভিআইপিদের জন্য কিছু চেয়ার মাঠে মঞ্চের দুই পাশে থাকবে। সবমিলিয়ে ৮ হাজারের বেশি দর্শককে জায়গা দেয়া কঠিন হবে। সেখানে আমাদের কাউন্সিলরদের দিতে হবে, ক্লাবগুলোকে দিতে হবে, স্পন্সর, সরকারী বিভিন্ন সংস্থাকে দিতে হবে। এরপর হাজার পাঁচেক টিকেট আমরা সাধারণ দর্শককে দিতে পারব।’ স্টেডিয়ামের পূর্ব গ্যালারিতে আসলে সবচেয়ে বেশি দর্শক হয়। এই গ্যালারির টিকেটের মূল্যও থাকে সবচেয়ে কম। কিন্তু মঞ্চ এই গ্যালারিতেই করা হচ্ছে। মঞ্চের দুই পাশের গ্যালারি (উত্তর-দক্ষিণ) থেকে ঠিকমতো অনুষ্ঠান দেখা যাবে না। তাই এই গ্যালারিগুলোও ফাঁকা রাখা হবে। যেহেতু পশ্চিম পাশের প্রেসিডেন্ট বক্সে বসবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তিনিই বঙ্গবন্ধু বিপিএলের উদ্বোধন করবেন, অনুষ্ঠান উপভোগ করবেন; তাই পূর্ব গ্যালারিতেই মঞ্চ করা হয়েছে। প্রেসিডেন্ট বক্সের সামনে বানানো হচ্ছে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য আলাদা মঞ্চ। তার নিরাপত্তার জন্য গ্র্যান্ড স্ট্যান্ডের অনেকটা অংশ ফাঁকা রাখতে হবে। এছাড়া ভিআইপি ও অন্যান্য আমন্ত্রিত অতিথিদের জন্য অনেক জায়গা ছেড়ে দিতে হবে। উত্তর ও পশ্চিম পাশের কিছু গ্যালারি ও পশ্চিম পাশের পুরোটা দর্শকদের জন্য রাখা হয়েছে। মঞ্চের সামনের গ্র্যান্ড স্ট্যান্ড, ভিআইপি গ্যালারি, শহীদ জুয়েল স্ট্যান্ড ও শহীদ মুস্তাক স্ট্যান্ডে বসতে পারবেন দর্শকরা। মঞ্চের সামনে বসানো হবে হাজার খানেক চেয়ার। টিকেটের সর্বনিম্ন মূল্য ধরা হয়েছে ১ হাজার টাকা, সর্বোচ্চ দশ হাজার। টিকেট পাওয়া যাবে মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে, শহীদ সোহরাওয়ার্দী ইনডোর স্টেডিয়ামে, ওয়েস্টিন হোটেল, বনানীর ফাহিম মিউজিক ও গুলশানের ক্যাফে ইডেনে। এছাড়া সহজ ডটকম-এ পাওয়া যাবে টিকেট। জাতির জনক শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এবার আয়োজন করা হচ্ছে বিপিএল। এই লীগের উদ্বোধনী অনুষ্ঠানকে আকর্ষণীয় করতে, জমকালো করতে কোন ছাড় দিচ্ছে না বিসিবি। প্রতিদিনই বিসিবি সভাপতি মাঠে এসে অনুষ্ঠানের কাজ কেমন এগিয়ে যাচ্ছে তা জানছেন। তিনি নিজেই যে ঘোষণা দিয়েছিলেন, এবারের বিপিএল উদ্বোধনী অনুষ্ঠান হবে বাংলাদেশ ক্রিকেটের ইতিহাসে সেরা। এত জাঁকজমকপূর্ণ উদ্বোধন এদেশের মানুষ আগে কখনও দেখেনি। আয়োজনকে চোখ ধাঁধালো করতে বলিউডের সেরা দুই সুপারস্টার নায়ক সালমান খান এবং নায়িকা ক্যাটরিনা কাইফকে রাখা হচ্ছে। বিপিএলের উদ্বোধন করবেন বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সঙ্গীত পরিবেশন করবেন ভারতের প্রখ্যাত দুই সঙ্গীত শিল্পী সনু নিগম, কৈলাশ খের। গানের ছন্দে দর্শকদের মাতাবেন বাংলাদেশের জেমস ও মমতাজ। উদ্বোধনী অনুষ্ঠানে থাকছে আরও অনেক আকর্ষণ। তবে এই অনুষ্ঠানটি স্টেডিয়ামে বসে মাত্র পাঁচ হাজার সাধারণ দর্শকই উপভোগ করতে পারবেন।
×