ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

ওজন ও পরিমাপে কারচুপি

প্রকাশিত: ১১:৫০, ৫ ডিসেম্বর ২০১৯

ওজন ও পরিমাপে কারচুপি

ওজন ও পরিমাপে কারচুপির অপরাধে নারায়ণগঞ্জ এবং নরসিংদী জেলার বিভিন্ন এলাকায় সার্ভিল্যান্স অভিযান পরিচালনা করে ৬ পেট্রোল পাম্পের বিরুদ্ধে মামলা দায়েরসহ জ্বালানি তেল বিক্রি এবং বিতরণ বন্ধ করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। বুধবার বিএসটিআই’র অভিযান শেষে পেট্রোল পাম্প ছয়টিকে ডিপো থেকে জ্বালানি তেল সরবরাহ বন্ধ রাখার জন্য বিএসটিআই’র পক্ষ থেকে সংশ্লিষ্ট তেল কোম্পানিকে অনুরোধ জানানো হয়েছে। অভিযানে সংস্থাটির সহকারী পরিচালক মোঃ আব্দুল্লাহ আল মামুন এর নেতৃত্বে পরিদর্শক মোঃ লিয়াকত হোসেন ও মোঃ বিল্লাল হোসেন অংশগ্রহণ করেন। -বিজ্ঞপ্তি স্বাস্থ্য অধিদফতরের ডিজিকে তলব স্টাফ রিপোর্টার ॥ জেলা সদরের হাসপাতালগুলোতে আইসিইউ-সিসিইউ স্থাপনে আদালতের নির্দেশনা পালনে ব্যর্থতায় স্বাস্থ্য অধিদফতরের মহাপরিচালক (ডিজি) এবং ওই বিভাগের পরিচালক আমিনুল ইসলামকে তলব করেছে হাইকোর্ট। একই সঙ্গে আগামী ৮ জানুয়ারি তাদের সশরীরে হাজির হয়ে আদালতে ব্যাখ্যা দেয়ার নির্দেশ দিয়েছে আদালত। বিচারপতি জে বি এম হাসান ও বিচারপতি মোঃ খায়রুল আলমের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ বুধবার এ আদেশ দেন। আদালতে রিটের পক্ষে শুনানিতে ছিলেন এ্যাডভোকেট ড. বশির আহমেদ। অন্যদিকে রাষ্ট্রপক্ষে ছিলেন ডেপুটি এ্যাটর্নি জেনারেল নুর উস সাদিক। এর আগে ২৮ আগস্ট দেশের সব জেলা সদরে সরকারী হাসপাতালে ৩০ বেডের ইনটেনসিভ কেয়ার ইউনিট (আইসিইউ), করোনারি কেয়ার ইউনিট (সিসিইউ) স্থাপনে একটি পূর্ণাঙ্গ প্রকল্প তৈরি করতে নির্দেশ দিয়েছিল হাইকোর্ট।
×