ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

সৌরভ-কোহলির ভিন্ন মত

প্রকাশিত: ১৩:০৪, ৪ ডিসেম্বর ২০১৯

সৌরভ-কোহলির ভিন্ন মত

স্পোর্টস রিপোর্টার ॥ ভারতীয় ক্রিকেটের মসনদে বসেই তাক লাগিয়ে দিয়েছেন সৌরভ গাঙ্গুলী। জন্মশহর কলকাতায় আয়োজন করেছেন প্রথম ডে-নাইট টেস্ট ম্যাচ। বাংলাদেশের ব্যর্থতায় যদিও মাঠের লড়াইটা একদমই জমেনি। তবে উদ্দীপনা, আয়োজন, উৎসাহ, দর্শকের ঢল, সব মিলিয়ে ইডেনের ম্যাচটা ছিল ঐতিহাসিক। বিসিসিআই’র নতুন বস্ মনে করেন প্রতিটি দ্বিপক্ষীয় সিরিজেই একটি করে ডে-নাইট টেস্ট থাকা উচিত। তবে অধিনায়ক বিরাট কোহলি এমন ধারণার সঙ্গে একমত নন। তিনি চান মাঝে-মধ্যে দু’একটি হতে পারে ব্যতিক্রম উদাহরণ। কারণ গোলাপি বল ও ফ্ল্যাডলাইটের আলোয় খেলার জন্য আরও ঢের প্রস্তুতির প্রয়োজন রয়েছে। ‘আমি এটা নিয়ে খুব আশাবাদী। এটাই সামনে চলার রাস্তা বলে মনে করছি। তবে প্রত্যেক টেস্টে এমন দর্শক হবে না। যদিও সিরিজে অন্তত একটা গোলাপি বলের টেস্ট খেলাই যায়’ বলেন সৌরভ। যদিও ভারতের অন্য মাঠে গোলাপি বলের টেস্ট আয়োজনে উদ্যোগী সৌরভ, ‘গোলাপি বলে টেস্ট আয়োজনে আমার অভিজ্ঞতা তুলে ধরব বোর্ডে সবার সামনে। অন্য মাঠেও এই টেস্ট আয়োজনের চেষ্টা করব। ইডেনের পর এখন প্রত্যেকেই তৈরি। আর কেউই পাঁচ হাজার দর্শকের সামনে টেস্ট খেলতে চায় না। সবাই ইডেনের মতো বেশি দর্শক আশা করে।’ ভারত এর পরে নিউজিল্যান্ড সফরে যাবে। সেখানে খেলবে দুই টেস্ট। কিন্তু তার কোনটি এখনও গোলাপি বলের টেস্ট হিসেবে ঘোষিত হয়নি। ভারত কি তবে নিউজিল্যান্ডে গোলাপি বলে টেস্ট খেলবে, সৌরভের কথায় সেই আলোচনাই চলছে ক্রিকেটমহলে। তবে অধিনায়ক কোহালি গোলাপি বলের টেস্টকে স্বাগত জানালেও বলেছিলেন যে এই ধরনের টেস্ট খেলার জন্য উপযুক্ত প্রস্তুতি দরকার। সেটা নিউজিল্যান্ডে মিলবে কি না তা নিয়ে থাকছে সংশয়। কোহলির মতে এটা নিয়মিত হওয়া উচিতও নয়। ফলে কোথাও কোহলির সঙ্গে অন্য সুরে বাজছেন সৌরভ। কারণ নিয়মিত এই টেস্ট খেলতে আপত্তির কথা প্রকাশ্যেই জানিয়ে দিয়েছেন ভারত অধিনায়ক। তিনি এই টেস্টকে ব্যতিক্রমী হিসেবেই দেখতে চাইছেন।
×