ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কারাতেতে অন্তরার ব্রোঞ্জ

প্রকাশিত: ১০:০৪, ৩ ডিসেম্বর ২০১৯

 কারাতেতে অন্তরার ব্রোঞ্জ

স্পোর্টস রিপোর্টার, কাঠমান্ডু, নেপাল থেকে ॥ তাম্র্রপদক দিয়ে এসএ গেমসে পদকের হালখাতা খুলেছে বাংলাদেশ। সোমবার লাল-সবুজদের হয়ে প্রথম পদক জেতেন হুমায়রা আক্তার অন্তরা। কারাতেতে ব্যক্তিগত কাতায় তাম্র্রপদক জেতেন তিনি। এই বিভাগে স্বর্ণ ও রৌপ্য জেতে যথাক্রমে পাকিস্তান ও নেপাল। পাঁচ প্রতিযোগীর মধ্যে তৃতীয় হয়ে তামা জেতেন অন্তরা। ছেলেদের কাতায় বাংলাদেশ পায় ব্রোঞ্জপদক। ছেলেদের ব্যক্তিগত কাতায় হাসান খান বাংলাদেশের হয়ে দ্বিতীয় পদক অর্জন করেন। প্রতিযোগিতায় নামার আগে বাংলাদেশ অনুশীলন করে পুরনো ম্যাটে। কিন্তু খেলা হয় নতুন ম্যাটে। এজন্য নেকোওয়াশি মুভে গিয়ে পা পিছলে যায় অন্তরার। তাতেই সোনার পদক জয়ের আশা অনেকখানি কমে যায় তার। পয়েন্ট বেশি থাকায় অটোমেটিক ব্রোঞ্জ জিতে যান অন্তরা। একই ঘটনা ঘটে হাসানের বেলাতেও। পদকজয়ের পর অন্তরা প্রতিক্রিয়া, ‘প্রত্যাশা ছিল সোনাজয়ের। সেভাবে এগিয়েও যাচ্ছিলাম। কিন্তু ওই একটা মুভে দুর্ভাগ্যজনকভাবে পা সিøপ করে। তাতে ছিটকে যাই। তবে বাংলাদেশকে প্রথম পদক এনে দিতে পেরে ভাল লাগছে।’ বাংলাদেশে সর্বশেষ জাতীয় চ্যাম্পিয়নশিপে তিনটি স্বর্ণ জিতেছিলেন অন্তরা। এবার তার সাফল্যের ঝুরিতে জমা পড়ল এসএ গেমসের তাম্র্রপদক। পাঁচ বছর ধরে কারাতে খেলা অন্তরা সবসময়ই পরিবারের সমর্থন-সহযোগিতা পেয়েছেন। এটাই তার এসএ গেমসে প্রথম অংশ নেয়া। বাবা ব্যবসায়ী, মা গৃহিণী। ঢাকা নিবাসী। জেলা রাজবাড়ী। অন্তরারা চার বোন। ছোট বোন জান্নাতুল ফেরদৌস সুমীও কারাতে খেলেন সঙ্গে আছেন। এ বছরেই মেডিক্যাল কলেজে ভর্তি পরীক্ষা ছিল। কিন্তু এসএ গেমসের ক্যাম্প থাকায় পরীক্ষায় অংশ নিতে পারেননি। কিন্তু তাতে কোন দুঃখ নেই অন্তরার। বরং দেশের জন্য পদক জেতায় অনেক বেশি খুশি তিনি। উইলস লিটল ফ্লাওয়ার স্কুলে পড়ার সময়েই এনএসসিতে কারাতে দেখতে আসতেন হুমায়রা। দেখতে দেখতেই খেলার আগ্রহ জন্মে। আজ ৬৩ কেজিতে কুমিতে খেলবেন অন্তরা।
×