ঢাকা, বাংলাদেশ   রোববার ০৫ মে ২০২৪, ২২ বৈশাখ ১৪৩১

বসতি স্থাপনে মার্কিন সম্মতি অবৈধ ॥ আরব লীগ

প্রকাশিত: ০৮:৩২, ২৭ নভেম্বর ২০১৯

বসতি স্থাপনে মার্কিন সম্মতি অবৈধ ॥ আরব লীগ

ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরাইলী বসতি স্থাপনের বিষয়ে ওয়াশিংটনের অবস্থানের পরিবর্তনের সিদ্ধান্তকে ‘অবৈধ’ উল্লেখ করে প্রত্যাখ্যান করেছে আরব লীগ। কায়রোতে পররাষ্ট্রমন্ত্রীদের জরুরী বৈঠকে সংগঠনটি বলেছে, মার্কিন প্রশাসন ফিলিস্তিনী জনগণ এবং তাদের অধিকারের বিরুদ্ধে চলমান যুদ্ধের প্রতি সমর্থন জানিয়েছে। আল-জাজিরা। আরব লীগের সেক্রেটারি জেনারেল আহমেদ আবুল গেইত বলেছেন, যুক্তরাষ্ট্রের এমন সিদ্ধান্ত ভবিষ্যতে মধ্যপ্রাচ্যের শান্তি প্রক্রিয়ার জন্য হুমকি সরূপ এবং আরব লীগ ট্রাম্প প্রশাসনের এমন সিদ্ধান্তের সঙ্গে কোন আপোস করবে না। সোমবার আরব লীগের জরুরী বৈঠকের সিদ্ধান্তের একটি অনুলিপি দ্রুত জাতিসংঘের নিরাপত্তা কাউন্সিলে পাঠানোর কথা জানান সেক্রেটারি জেনারেল।
×