ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বরিশালে আট কোটি ৯০ লাখ টাকার কর আদায়

প্রকাশিত: ০৯:৪৩, ২২ নভেম্বর ২০১৯

বরিশালে আট কোটি ৯০ লাখ টাকার কর আদায়

স্টাফ রিপোর্টার, বরিশাল ॥ কর অঞ্চলের আওতায় বরিশাল বিভাগের ছয়টি জেলা সদর ও পাঁচটি উপজেলা সদরে আয়কর মেলার শেষদিন পর্যন্ত আট কোটি ৯০ লাখ টাকার কর আদায় হয়েছে। বুধবার (২০ নবেম্বর) ছিল আয়কর মেলা-২০১৯ এর শেষদিন। এর মধ্যে বিভাগীয় শহর বরিশালে করমেলা সাত দিনব্যাপী হলেও অন্য পাঁচটি জেলায় চার দিনব্যাপী এবং বিভাগের পটুয়াখালী জেলার কলাপাড়া, গলাচিপা, পিরোজপুর জেলার নেছারাবদ, ভোলা জেলার লালমোহন ও ঝালকাঠি জেলার নলছিটি উপজেলায় দুই দিনব্যাপী করমেলার আয়োজন করে বরিশাল কর অঞ্চল। বৃহস্পতিবার সকালে বরিশাল কর অঞ্চলের উপকর কমিশনার (প্রশাসন) মোঃ আবুল কালাম আজাদ জানান, করমেলার শেষদিনে বিভাগীয় শহর বরিশালে দুই কোটি ২৩ লাখ ২৬ হাজার ৫১ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন চার হাজার ৫৫৮ করদাতা। নতুন ইলেকট্রনিক ট্যাক্স আইডেন্টিফিকেশন (ই-টিআইএন) গ্রহণ করেছেন ১৪০ জন। এছাড়া মোট সেবা গ্রহণ করেছেন ১৬ হাজার ৫৬৩ জন। এদিকে ভোলা জেলায় মেলার চতুর্থ দিন বুধবার জেলা পর্যায়ের মেলার শেষদিনে ২৩ লাখ ১১ হাজার ৫৬৮ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ৮০৭ করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ৩২ জন। আর মোট সেবাগ্রহণ করেছেন চার হাজার ৩২৫ জন। পটুয়াখালী জেলার কলাপাড়া উপজেলায় দ্বিতীয় দিন বুধবার অর্থাৎ উপজেলা পর্যায়ের মেলার শেষদিনে ছয় লাখ ১৯ হাজার ৫২০ শত টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ১৭৮ করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ১৫ জন। আর মোট সেবা গ্রহণ করেছেন এক হাজার ৩৫৫ জন। একই উপজেলার গলাচিপা উপজেলায় দ্বিতীয় দিন বুধবার অর্থাৎ উপজেলা পর্যায়ের মেলার শেষদিনে চার লাখ ৯৭ হাজার ৯০১ শত টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ২২২ করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ১০ জন। আর মোট সেবা গ্রহণ করেছেন এক হাজার ৭০১ জন। সব মিলিয়ে বরিশাল কর অঞ্চলে বুধবার মোট দুই কোটি ৫৭ লাখ ৫৫ হাজার ৪০ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন পাঁচ হাজার ৭৬৫ করদাতা। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ১৯৭ জন। আর মোট সেবা গ্রহণ করেছেন ২৩ হাজার ৯৪৪ জন। অপরদিকে মেলার সাত দিনের মোট হিসাব অনুযায়ী বরিশাল কর অঞ্চলে আট কোটি ৯০ লাখ ৯৭ হাজার ৫৪ টাকার আয়কর আদায় করা হয়েছে। পাশাপাশি রিটার্ন জমা দিয়েছেন ২৪ হাজার ১০ জন। নতুন ই-টিআইএন গ্রহণ করেছেন ৯৫৯ জন। আর মোট সেবা গ্রহণ করেছেন ৯৩ হাজার ৩১৬ জন। গতবছরের হিসাবে এ বছর সেবা গ্রহণকারী ও নতুন ই-টিআইএন গ্রহণকারীর সংখ্যা কমলেও বেড়েছে রিটার্ন দাখিল ও কর আদায়ের পরিমাণ।
×