ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ১০ মে ২০২৪, ২৭ বৈশাখ ১৪৩১

নাটোরে এমপির হস্তক্ষেপে রক্ষা পেল বটগাছ

প্রকাশিত: ০৯:১৪, ২২ নভেম্বর ২০১৯

নাটোরে এমপির হস্তক্ষেপে রক্ষা পেল বটগাছ

নিজস্ব সংবাদদাতা, নাটোর, ২১ নবেম্বর ॥ পুরনো বটগাছ আর চোখে পড়ে না। কেউ ইচ্ছে করেও উপকারী এই বটগাছের চারা রোপণ করেন না। এর উপকারের কথা কেবল উপকারভোগীরাই বলতে পারেন। প্রতিদানে গাছ খেকোদের হাত থেকে এই বটগাছ বাঁচাতে বসে থাকেননি স্থানীয়রা। এমন এক ঘটনা ঘটেছে নাটোরের বড়াইগ্রাম উপজেলার মাঝগাঁও ইউনিয়নের তিরাইল এলাকায়। পরে স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস এমপির হস্তেক্ষেপে অবশেষে রক্ষা পেল বটগাছটি। জানা যায়, স্থানীয় ইউপি সদস্য মোস্তাক আহম্মেদের নির্দেশে বৃহস্পতিবার ভোর থেকে ওই এলাকায় রাস্তার পাশে থাকা পুরনো ওই বটগাছ কাটতে শুরু করে কিছু লোক। সড়ক পাকাকরণের কাজ করার জন্য সংশ্লিষ্ট ঠিকাদারের পরামর্শে বটগাছটি কেটে ফেলার উদ্যোগ গ্রহণ করে স্থানীয় ইউপি সদস্য। বিষয়টি স্থানীয় এক শিক্ষকের নজরে এলে স্থানীয় এক সাংবাদিককে অবহিত করেন তিনি। ওই সাংবাদিক স্থানীয় সংসদ সদস্য আব্দুল কুদ্দুস এমপিকে সরকারি ওই বট গাছ কর্তনের বিষয়টি অবহিত করেন। এমপি তার নেতাকর্মীদের নির্দেশ দিলে তারা ঘটনাস্থলে গিয়ে গাছ কাটা বন্ধ করে দেন।
×