ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আহমেদ সাব্বির রোমিওর পরিচালনায় আইসিজিএবির ডকুড্রামা

প্রকাশিত: ০৯:২৫, ১৬ নভেম্বর ২০১৯

 আহমেদ সাব্বির রোমিওর পরিচালনায়  আইসিজিএবির ডকুড্রামা

সংস্কৃতি ডেস্ক ॥ পেশাজীবী একাউন্ট্যান্টদের সংগঠন দি ইনস্টিটিউট অব সার্টিফাইড জেনারেল এ্যাকাউন্ট্যান্টস অব বাংলাদেশ (আইসিজিএবি) এর উপর একটি ডকুড্রামা ও বিজ্ঞাপন চিত্র নির্মাণ করছেন আহমেদ সাব্বির রোমিও। বিজ্ঞাপন চিত্রে মডেল হয়েছেন প্রিয়াংকা জামান, সরকারের অতিরিক্ত সচিব ও বিশিষ্ট অভিনেতা পীরজাদা শহীদুল্লাহ্ হারুন, মেন’স গল্প আইয়ের ব্র্যান্ড এ্যাম্বেসেডর মডেল অভিনেতা নোমান রহমান, বদিউজ্জামান রুবেল, ইলিয়াস ঢালী, মোহাম্মদ সাইফুল আলম, শাহারিন জাহানসহ অনেকে। বিজ্ঞাপনের চিত্রগ্রহণ করেছেন খান আমিন, মেকওভার ফয়সাল রিয়েল, স্থির চিত্র নাইম ইসলাম প্রেম। সার্বিক তত্ত্বাবধানে ছিলেন সিজিএ মুহাম্মদ মামুনুর রশিদ ও সাইফুর রহমান। এই ডকুড্রামা ও বিজ্ঞাপন চিত্রের ব্যবহারের প্রয়োজনের জন্য রাজধানীর বিভিন্ন লোকেশন ছাড়াও আইসিজিএবিতে চিত্র ধারণ করা হয়েছে। বিজ্ঞাপনচিত্রের অন্যতম মডেল প্রিয়াংকা জামান। তরুণ মডেল, অভিনেত্রী প্রিয়াংকা জামান সম্প্রতি অসুস্থ হয়ে বেশ কিছু দিন হাসপাতালে ভর্তি ছিলেন। হঠাৎ করে শরীরে রক্তে বিষক্রিয়া হওয়ায় তাকে হাসপাতালে থাকতে হয়েছিল। টানা বাইশ দিন তিনি স্কয়ার হাসপাতালে ভর্তি ছিলেন। অসুস্থতার পর এই ডকুড্রামার মাধ্যমে প্রথমবারের মতো ক্যামেরার সামনে দাঁড়ালেন প্রিয়াংকা জামান। পুরোপুরি সুস্থতার জন্য শুভাকাক্সক্ষীদের কাছে দোয়া চেয়েছেন।
×