ঢাকা, বাংলাদেশ   বৃহস্পতিবার ০২ মে ২০২৪, ১৮ বৈশাখ ১৪৩১

অসি টেস্ট দলে ব্যানক্রফট, বার্নস

প্রকাশিত: ১২:৪৪, ১৫ নভেম্বর ২০১৯

অসি টেস্ট দলে ব্যানক্রফট, বার্নস

স্পোর্টস রিপোর্টার ॥ এ্যাশেজ সিরিজে দুই টেস্ট পর অস্ট্রেলিয়া দল থেকে ছিটকে গিয়েছিলেন ওপেনার ক্যামেরন ব্যানক্রফট। পাকিস্তানের বিপক্ষে দুই টেস্টের সিরিজের জন্য ঘোষিত টেস্ট দলে ফিরেছেন তিনি। এছাড়া ফিরেছেন আরেক ওপেনার জো বার্নস। ১৪ সদস্যের দলে নতুন মুখ পেস বোলার মাইকেল নেসার। তবে তরুণ ব্যাটসম্যান উইল পুকোভস্কি মানসিক অবসাদের জন্য আগেই জানিয়ে দেন আপাতত টেস্ট খেলার মতো অবস্থায় নেই তিনি। তাই প্রথমবারের মতো টেস্ট দলে ডাক পাওয়ার সুযোগ হারিয়েছেন। এছাড়া শেফিল্ড শিল্ডেও ‘এ’ দলের হয়ে পাকিস্তানের বিপক্ষে ব্যর্থতায় দলে ফেরা হয়নি টপ অর্ডার উসমান খাজার। ২১ নবেম্বর ব্রিসবেনে প্রথম টেস্ট দিয়ে সিরিজ শুরু হবে। ডেভিড ওয়ার্নার ও স্টিভেন স্মিথের সঙ্গেই দীর্ঘদিনের নিষেধাজ্ঞা কাটিয়ে ইংল্যান্ডের বিপক্ষে মর্যাদার এ্যাশেজ সিরিজে দলে ফিরেছিলেন ব্যানক্রফট। কিন্তু দুই টেস্টে তিনি একেবারেই ব্যর্থ হয়ে ছিটকে পড়েন সিরিজের মাঝপথেই। মার্কাস হ্যারিসের অব্যাহত ব্যর্থতাই আবার টেস্ট দলে ফিরিয়েছে এ তরুণ ওপেনারকে। সেই সঙ্গে বার্নসকেও ফেরানো হয়েছে বিকল্প হিসেবে। গত ফেব্রুয়ারিতে সফরকারী শ্রীলঙ্কার বিপক্ষে টেস্ট সিরিজ খেলেছেন বার্নস। এ্যাশেজে সুযোগ হয়নি খেলার। অবশেষে ঘরের মাটিতে পাকিস্তানের বিপক্ষে ২ টেস্টের সিরিজে ফিরলেন তিনি। নির্বাচক ট্রেভর হনস বলেন, জো এ্যাশেজ মিস করাটা ছিল দুর্ভাগ্যের। টেস্টে তার সেঞ্চুরি আছে এবং অতীতে ওয়ার্নারের সঙ্গে তার জুটিটা বেশ ভাল হয়েছে। তাছাড়া আমরা অনুভব করছি ইনিংসের শুরুতে ডানহাতি-বাঁ হাতির সমন্বয়। এ্যাশেজ ভাল যায়নি ট্রাভিস হেডেরও। কিন্তু তাকে দলে রেখে দিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া (সিএ)। তার বিষয়ে হনস বলেন, ট্রাভিসের সম্প্রতিই নিউ সাউথ ওয়েলসের দুর্দান্ত বোলিং আক্রমণের বিপক্ষে সেঞ্চুরি হাঁকিয়েছে। তাছাড়া অফস্পিনের বিকল্প হিসেবেও সে কার্যকর। কিছুদিন আগে মানসিক অবসাদ থেকে মুক্তি পেতে ক্রিকেট থেকে সাময়িক বিরতি নিয়েছেন গ্লেন ম্যাক্সওয়েল। তার পথ অনুসরণ করলেন এবার তরুণ ক্রিকেটার পুকোভস্কি। এবার তিনি টেস্ট দলে জায়গা পেতে পারেন এমন গুঞ্জন জোরেশোরেই শোনা যাচ্ছিল। কিন্তু তিনি দল ঘোষণার আগেই জানিয়ে দেন এই মুহূর্তে মানসিক স্বাস্থ্য নিয়ে কাজ করতে হবে তার। এ কারণে তিনি ডাক পাননি। পাকিস্তানের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজ খেলবে অসিরা। ব্রিসবেনে আগামী ২১ নবেম্বর প্রথম টেস্ট এবং ২৯ নবেম্বর এ্যাডিলেডে দিবারাত্রির দ্বিতীয় টেস্ট মাঠে গড়াবে। অস্ট্রেলিয়া টেস্ট দল ॥ ডেভিড ওয়ার্নার, জো বার্নস, ক্যামেরন ব্যানক্রফট, মারনাস লাবুশ্যানে, স্টিভেন স্মিথ, ম্যাথু ওয়েড, টিম পেইন (অধিনায়ক, উইকেটরক্ষক), নাথান লিয়ন, প্যাট কামিন্স, জশ হ্যাজলউড, মিচেল স্টার্ক, জেমস প্যাটিনসন, মাইকেল নেসার ও ট্রাভিস হেড।
×