ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নামমাত্র লভ্যাংশেই বাড়ছে কোম্পানির চাহিদা

প্রকাশিত: ০৮:৫৮, ১৪ নভেম্বর ২০১৯

 নামমাত্র লভ্যাংশেই বাড়ছে কোম্পানির চাহিদা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগে শেয়ারবাজারে লভ্যাংশ ঘোষণার মৌসুম এলে কোন কোম্পানি কী পরিমাণ লভ্যাংশ ঘোষণা করবে, তা নিয়ে বিনিয়োগকারীদের মধ্যে বিস্তর আলোচনা চলত। বিশেষ করে ভাল কোম্পানির দিকে তাদের নজর থাকত বেশি। লভ্যাংশ ঘোষণার পর বাড়তে দেখা যেত এর শেয়ার দর। কিন্তু এখন তার উল্টোচিত্র দেখা যাচ্ছে। মৌলভিত্তি কিংবা ভাল লভ্যাংশের দিকে নজর না দিয়ে বিনিয়োগকারী আকৃষ্ট হচ্ছেন এক থেকে দুই শতাংশ লভ্যাংশ ঘোষণা করা কোম্পানির দিকে। ডিএসইর তথ্য মতে, গত ২০১৯ সালের জন্য নগদ এক শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের কোম্পানি তসরিফা ইন্ড্রাস্টি। একইভাবে কাগজ ও প্রকাশনা খাতের কোম্পানি খুলনা প্রিন্টিং এ্যান্ড প্যাকেজিং কোম্পানিটিও শেয়ারহোল্ডারদের জন্য এক শতাংশ লভ্যাংশ ঘোষণা করে। মূলত ‘জেড’ কাটাগরি থেকে বের হওয়ার জন্য কোম্পানিটি এই লভ্যাংশ ঘোষণা করে। সিরামিক খাতের কোম্পানি ফুয়াং সিরামিকও এক শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এভাবে ওষুধ ও রসায়ন খাতের কোম্পানি সেন্ট্রাল ফার্মাসহ আরও কয়েকটি কোম্পানি এক শতাংশ নগদ এক শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। অন্যদিকে দুই শতাংশ করে লভ্যাংশ ঘোষণা করেছে ম্যাকসন্স স্পিনিং, মেট্রো স্পিনিং, ফু-ওয়াং-ফুড, অলিম্পিক এ্যাকসেসরিজ, হাক্কানি পাল্পসহ আরও কিছু কোম্পানি। অথাৎ এসব কোম্পানি থেকে শেয়ারহোল্ডার প্রতি শেয়ারেও পাবেন ১০ থেকে ২০ পয়সা করে। এতে তাদের নামমাত্র ক্যাপিটাল গেইন হবে। কিন্তু তারপরও এসব শেয়ারের প্রতি বিনিয়োগকারীদের আগ্রহ বেশি দেখা যায়। প্রায় সারা বছরই এসব কোম্পানির শেয়ারদর বাড়তে দেখা যায়। পাওয়া যায় কারসাজির খবর। এই ধরনের কিছু দুর্বল কোম্পানির তালিকা রয়েছে ডিএসই এবং বিএসইসি কর্তৃপক্ষের হাতে।
×