ঢাকা, বাংলাদেশ   মঙ্গলবার ০৭ মে ২০২৪, ২৪ বৈশাখ ১৪৩১

বাপার ৫০ বছর পূর্তি উদ্যাপন

প্রকাশিত: ১১:১২, ৭ নভেম্বর ২০১৯

বাপার ৫০ বছর পূর্তি উদ্যাপন

স্টাফ রিপোর্টার ॥ বর্ণাঢ্য আয়োজনে উদ্যাপিত হয়েছে বাংলাদেশ এয়ারলাইনস পাইলটস এ্যাসোসিয়েশনের (বাপা) ৫০ বছর পূর্তি। বিমান বাংলাদেশ এয়ারলাইনসে কর্মরত পাইলটদের সংগঠন বাপার আমন্ত্রণে মঙ্গলবার রাতে হোটেল ইন্টারকন্টিনেন্টালে জমকালো এ অনুষ্ঠানে অংশ নেন সিনিয়র-জুনিয়র অর্ধশত পাইলট। পেশাগত কারণে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের পাইলটদের দেখা-সাক্ষাত তেমন একটা না হলেও ওই রাতে বসেছিল তাদের মিলনমেলা। বাপার প্রতিষ্ঠাতা সদস্য ক্যাপ্টেন সাহাবুদ্দীন আহমেদ বীর উত্তম বলেন, ‘১৯৬৮ সালে শহীদ ক্যাপ্টেন আলমগীরের বাসায় বসে আমরা পূর্ব পাকিস্তান এয়ারলাইনস পাইলটস এ্যাসোসিয়েশন গঠনের সিদ্ধান্ত নিয়েছিলাম। কিন্তু নিবন্ধনের জন্য আবেদন করা হলে পাকিস্তান সরকার তা বাতিল করে দেয়। পরে আমরা আদালতে যাই। আদালত নির্দেশ দিলে ১৯৭০ সালের ১৫ আগস্ট পূর্ব পাকিস্তান এয়ারলাইনস পাইলটস এ্যাসো-সিয়েশন জন্ম নেয়। তখন এর সদস্য সংখ্যা ছিল মাত্র ১১ জন। স্বাগত বক্তব্যে বাপার সভাপতি ক্যাপ্টেন মাহবুবুর রহমান বলেন, পাকিস্তান এয়ারলাইনস পাইলটস এ্যাসোসিয়েশন থেকে আলাদা হয়ে গড়ে ওঠে পূর্ব পাকিস্তান এয়ারলাইনস পাইলটস এ্যাসোসিয়েশন। মুক্তিযুদ্ধের পর দেশ স্বাধীন হলে জন্ম নেয় বিমান বাংলাদেশ এয়ারলাইনস। ঠিক তখনই নাম পরিবর্তন করে হয় বাংলাদেশ এয়ারলাইনস পাইলটস এ্যাসোসিয়শন (বাপা)। বিমানের আধুনিকায়নের প্রথম থেকে বাপা সক্রিয়ভাবে অংশ নিচ্ছে, ভবিষ্যতেও নেবে। সম্মাননা তুলে দিচ্ছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মোঃ মাহবুব আলী। সংগঠনের ৫০ বছর পূর্তির অনুষ্ঠানে মুক্তিযোদ্ধা পাইলট, বাপার সাবেক নেতা, প্রাক্তন পাইলটদের সম্মাননা জানানো হয়।
×