ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইরফান যেখানে গ্রেট ইমরানের পাশে

প্রকাশিত: ০৯:০৭, ৪ নভেম্বর ২০১৯

  ইরফান যেখানে গ্রেট ইমরানের পাশে

স্পোর্টস রিপোর্টার ॥ অনেকদিন পর জাতীয় দলে ফিরেছেন মোহাম্মদ ইরফান। অস্ট্রেলিয়া সফরে তিন ম্যাচ সিরিজের প্রথম টি২০তে মাঠে নেমে অন্যরকম এক রেকর্ড গড়েছেন দীর্ঘদেহী পাকিস্তানী পেসার। রবিবার তার বয়স ছিল ৩৭ বছর ১৫০ দিন। পাকিস্তান ক্রিকেট ইতিহাসে বয়স্ক ‘জেনুইন’ পেস বোলার হিসেবে নাম লিখিয়েছেন তিনি। তবে মিডিয়াম পেসার হিসেবে ১৯৯২ ক্রিকেট বিশ্বকাপে ৩৯ বছর বয়সে খেলেছিলেন দেশটির কিংবদন্তি ইমরান খান। আর পেসারদের বিষয়টি বাইরে রাখলে সর্বোপরি পাকিস্তানের সবচেয়ে বয়স্ক ক্রিকেটার হিসেবে খেলেছেন মিরান বকশ। ভারতের বিপক্ষে ১৯৫৫ সালে ৪৭ বছর বয়সে মাঠে নেমেছিলেন তিনি। বৃষ্টি বাধায় ম্যাচে নেমে আসে ১৫ ওভারে। সফরকারী পাকিস্তান ৫ উইকেট হারিয়ে তোলে ১০৭ রান। বৃষ্টি আইনে অসিদের সামনে জয়ের জন্য টার্গেট দাঁড়ায় ১১৯। ৩.১ ওভারে বিনা উইকেটে স্বাগতিকরা তোলে ৪১ রান। ইরফানের ১২ বল থেকেই ৩১ রান তুলে নেন অস্ট্রেলিয়ার দুই ওপেনার ডেভিড ওয়ার্নার এবং অধিনায়ক এ্যারন ফিঞ্চ। ইরফানের বলে চারটি চার আর দুটি ছক্কা হাঁকান ফিঞ্চ। পরে বৃষ্টিতে ম্যাচটি আর মাঠে গড়ায়নি।
×