ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

আইটি খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে

প্রকাশিত: ১১:৫০, ২৭ অক্টোবর ২০১৯

 আইটি খাতে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারে ধারাবাহিক মন্দা পরিস্থিতি বিরাজ করায় সাধারণ বিনিয়োগকারীরা দিশেহারা। একইসঙ্গে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও তেমন সক্রিয় নয়। এরই ধারাবাহিকতায় ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) আইটি খাতের তালিকাভুক্ত অধিকাংশ কোম্পানির শেয়ারে বিনিয়োগ কমিয়েছে প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরা। ডিএসইর সেপ্টেম্বর মাসের হালনাগাদ তথ্য পর্যালোচনা করে এ তথ্য জানা গেছে। আইটি খাতে তালিকাভুক্ত ৯ কোম্পানির মধ্যে প্রাতিষ্ঠনিক বিনিয়োগ কমেছে ৫টিতে, বিনিয়োগ বেড়েছে ৩টিতে ও বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে ১টিতে। প্রাতিষ্ঠনিক বিনিযোগ কমে যাওয়া কোম্পানিগুলো হলোÑ আমরা টেকনোলজিস, অগ্নি সিস্টেমস, জেনেক্স ইনফোসিস লিমিটেড, ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক এবং আইটি কনসালটেন্টস লিমিটেড। বিনিয়োগ বৃদ্ধি পাওয়া কোম্পানিগুলো হলোÑ আমরা নেটওয়ার্কস, ডেফোডিল কম্পিউটারস ও ইনটেক। আর বিডিকম অনলাইনে প্রাতিষ্ঠনিক বিনিয়োগ অপরিবর্তিত রয়েছে। তথ্য মতে, আমরা টেকনোলজিসের ৫ কোটি ৫৩ লাখ ৬৯ হাজার ৩৯৫টি শেয়ারের মধ্যে সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ রয়েছে ৪১ দশমিক ২৯ শতাংশ। আগস্টে ছিল ৪১ দশমিক ৩২ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে দশমিক ০৩ শতাংশ। অগ্নি সিস্টেমসের ৭ কোটি ২৫ লাখ ৫৬ হাজার ১৯৪টি শেয়ারের মধ্যে সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ রয়েছে ৪০ দশমিক ১১ শতাংশ। আগস্টে ছিল ৪০ দশমিক ১২ শতাংশ অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে দশমিক ০১ শতাংশ। জেনেক্স ইনফোসিসের ৮ কোটি ১৬ লাখ শেয়ারের মধ্যে সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ রয়েছে ২৯ দশমিক ৯৬ শতাংশ। আগস্টে ছিল ৩১ দশমিক ৫৬ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১.৬ শতাংশ। ইনফর্মেশন সার্ভিসেস নেটওয়ার্ক লিমিটেডের ১ কোটি ৯ লাখ ২০ হাজার ৩টি শেয়ারের মধ্যে সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করেছে ৭ দশমিক ৯১ শতাংশ। আগস্টে ছিল ৯ দশমিক ৭৩ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১.৮২ শতাংশ। এবং আইটি কনসালটেন্টস লিমিটেডের ১১ কোটি ৪৪ লাখ ৫৭ হাজার ২০০টি শেয়ারের মধ্যে সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করেছে ২৫ দশমিক ১০ শতাংশ। আগস্টে ছিল ২৬ দশমিক ২২ শতাংশ শেয়ার। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমেছে ১.১২ শতাংশ। এদিকে আমরা নেটওয়ার্কসের ৫ কোটি ৩০ লাখ ৪১ হাজার ২০৯টি শেয়ারের মধ্যে সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করেছে ২৬ দশমিক ৮৯ শতাংশ। আগস্টে বিনিয়োগ ছিল ২৬ দশমিক ৮৪ শতাংশ। অর্থাৎ এক মাসের ব্যবধানে বিনিয়োগ বেড়েছে দশমিক ০৫ শতাংশ। ডেফোডিল কম্পিউটার্সের ৪ কোটি ৯৯ লাখ ১২ হাজার ২৬২টি শেয়ারের মধ্যে সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করেছে ১৪ দশমিক ৫৩ শতাংশ। আগস্টে বিনিয়োগ ছিল ১৪ দশমিক ৪৭ শতাংশ শেয়ার। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে দশমিক ০৬ শতাংশ। ইনটেক লিমিটেডের ৩ কোটি ১৩ লাখ ২১ হাজার ২২৬ শেয়ারের মধ্যে সেপ্টেম্বরে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ করেছে ১০ দশমিক ৬৭ শতাংশ। আগস্টে বিনিয়োগ ছিল ১০ দশমিক ৬৪ শতাংশ শেয়ার। অর্থাৎ এক মাসের ব্যবধানে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বেড়েছে দশমিক ০৩ শতাংশ। সংশ্লিষ্টরা বলছেন, পুঁজিবাজারে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ কমে যাওয়া মোটেও ভাল লক্ষণ নয়। মন্দা বাজারে সাধারণ বিনিয়োগকারীদের পাশাপাশি প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীরাও সাইড লাইনে অবস্থান করছেন। তবে পুঁজিবাজারে বিনিয়োগ করতে রেপোর (পুনঃক্রয় চুক্তি) মাধ্যমে কেন্দ্রীয় ব্যাংকের অর্থ সরবারহ শুরু করায় প্রাতিষ্ঠানিক বিনিয়োগ বাড়বে যা বাজারকে স্থিতিশীল করতে সহায়ক ভূমিকা পালন করবে বলে মনে করছেন তারা।
×