ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের ড্র

প্রকাশিত: ০৯:৩২, ১২ অক্টোবর ২০১৯

শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপ ফুটবলের ড্র

স্পোর্টস রিপোর্টার ॥ কোন্ দেশের কোন্ ক্লাব খেলবে বিশেষ করে ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবকে কেন অংশ নিতে দেয়া হবে না- এ নিয়ে বেশ সরগরম ছিল দেশের ফুটবলাঙ্গন। ক’দিন আগেই সে প্রশ্নের জবাব পাওয়া গেছে। জানা যায় চূড়ান্ত আট দলের নাম। বলা হচ্ছে শেখ কামাল আন্তর্জাতিক ক্লাবকাপ ফুটবল টুর্নামেন্ট। শুক্রবার রাজধানীর একটি পাঁচতারা হোটেলে অনুষ্ঠিত হয় এই আসরের গ্রুপিং ড্র। আয়োজক চট্টগ্রাম আবাহনী লিমিটেড। ৫ দেশের ৮ ক্লাব দল দুটি গ্রুপে ভাগ হয়ে অংশ নেবে এই আসরে। একই গ্রুপে পড়েছে বাংলাদেশ প্রিমিয়ার লীগের চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস এবং ঢাকা আবাহনী লিমিটেড। জম্পেশ আসরটি চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হবে ১৯ অক্টোবর থেকে। চলবে ২৯ অক্টোবর পর্যন্ত। গ্রুপিং ড্র পরিচালনা করেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সাধারণ সম্পাদক আবু নাইম সোহাগ। ‘এ’ গ্রুপে আছে মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব, ভারতের মোহনবাগান এ্যাথলেটিক ক্লাব, লাওসের ইয়ং এলিফেন্ট এবং বাংলাদেশের চট্টগ্রাম আবাহনী লিমিটেড। গ্রুপ ‘বি’র দলগুলো হলো : বসুন্ধরা কিংস, চেন্নাই এফসি, তেরাঙ্গানো, ঢাকা আবাহনী। চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। এটা তৃতীয় আসর। এর আগে আসরটি হয়েছিল ২০১৫ এবং ২০১৭ সালে। প্রথম আসরে আট দলের মধ্যে চ্যাম্পিয়ন হয়েছিল আয়োজক চট্টগ্রাম আবাহনী লিমিটেড। দ্বিতীয় আসরে চ্যাম্পিয়ন হয়েছিল মালদ্বীপের টিসি স্পোর্টস ক্লাব। তৃতীয় আসর উপলক্ষে ড্র অনুষ্ঠানে বাফুফে সভাপতি কাজী মোঃ সালাউদ্দিন ও সাইফ পাওয়ারটেকের ব্যবস্থাপনা পরিচালক তরফদার মোহাম্মদ রুহুল আমিনকে দেখা গেছে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, এমপি। এছাড়া আরও উপস্থিত ছিলেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসিরউদ্দিন, চট্টগ্রাম আবাহনীর মহাসচিব শামসুল হক চৌধুরী ও বসুন্ধরা কিংসের স্প্যানিশ কোচ অস্কার ব্রুজোন। ড্র অনুষ্ঠানের শুরুতে গত দুই আসরের হাইলাইটস দেখানো হয়। একই সঙ্গে মনোজ্ঞ লেজার শো প্রদর্শন করা হয়। ফ্যাশন শো ও নৃত্য সঙ্গীতের মাধ্যমে ড্র অনুষ্ঠান মাতিয়ে তোলেন শিল্পীরা। এবার পাঁচ দেশের মোট আটটি দল অংশ নিচ্ছে। আগের দুই আসরের চেয়ে এবারের আসরটি আরও জমকালো হবে বলে জানিয়েছেন চট্টগ্রাম আবাহনী লিমিটেডের ভাইস প্রেসিডেন্ট এবং টুর্নামেন্ট কমিটির প্রধান সমন্বয়ক চেয়ারম্যান তরফদার মোঃ রুহুল আমিন, ‘শেখ কামাল বাংলাদেশে আধুনিক ফুটবল এনেছিলেন। তার নামে ২০১৫ সালে প্রথম টুর্নামেন্ট করার উদ্যোগ নিয়েছিলাম। প্রথম আসরটি বেশ সাড়া জাগিয়েছিল। ক্লাব পর্যায়ে বাংলাদেশে এত বড় টুর্নামেন্ট আর কখনও হয়নি। এই টুর্নামেন্টের মাধ্যমে বাংলাদেশের ফুটবলে নতুন দিগন্ত পা রাখে। ফিফা এএফসি টায়ার ট্যু’র মর্যাদা পেয়েছে। এটা করার জন্য আমি বাফুফে সভাপতি সালাউদ্দিনকে ধন্যবাদ জানাই।’ টুর্নামেন্টে অংশগ্রহণ মানি ১০ হাজার ইউএস ডলার। চ্যাম্পিয়ন দল পাবে ৫০ হাজার ইউএস ডলার এবং রানার্সআপ দল পাবে ২৫ হাজার ডলার। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ছেলে এবং শেখ হাসিনার ভাই শেখ কামালের নামে এ টুর্নামেন্ট আয়োজন করায় চট্টগ্রাম আবাহনীকে ধন্যবাদ জানান আগত অতিথিরা। যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল বলেন, ‘শেখ কামাল আন্তর্জাতিক ক্লাব কাপের যে আয়োজন চট্টগ্রাম আবাহনী করে যাচ্ছে আমার পক্ষ থেকে তাদের আন্তরিক ধন্যবাদ এবং অভিনন্দন জানাচ্ছি। আশা করছি সবকিছুকে ছাপিয়ে যাবে এবারের আসর। এই টুর্নামেন্টের মাধ্যমে শহীদ শেখ কামাল শুধু এশিয়া নয়, সারাবিশ্বে তিনি পরিচিতি পাবেন। এই টুর্নামেন্টের সফলতা কামনা করছি। আশাকরি যুগ যুগ ধরে চট্টগ্রাম আবাহনী এই টুর্নামেন্টটি আয়োজন করে যাবে।’ ভবিষ্যতেও সহযোগিতার আশ্বাস দিয়েছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র আ জ ম নাসির, ‘শেখ কামালের স্মৃতি ধরে রেখে এ ধরনের টুর্নামেন্ট তৃতীয়বার আয়োজন করছি আমরা। আজকে বাংলাদেশের ক্রীড়াঙ্গন যে পর্যায়ে এসেছে এটা কিন্তু কামালের কারণেই হয়েছে। আজকে ওনার যে প্রত্যাশা ছিল ফুটবলকে আমরা সেই পর্যায়ে নিয়ে যেতে পারেনি। বাফুফে যদি সহযোগিতা না করতো তাহলে শেখ কামাল টুর্নামেন্ট আয়োজন করা সম্ভব হতো না। টুর্নামেন্টটি যতদিন করবে, আমি ততদিনই সঙ্গে থাকব। আমার বিশ্বাস আগের দুই আসরের চেয়ে এবার আরও জমকালো হবে।’ বাফুফে সভাপতি সালাউদ্দিন বলেন, ‘শেখ কামালের মতো এতো বড় সংগঠক কখনই দেখিনি। আমাদের দুর্ভাগ্য যে আমরা কামালকে এত তাড়াতাড়ি হারিয়ে ফেলেছি। কামালের স্মৃতি নিয়ে কাজ করায় সবাইকে ধন্যবাদ। আপনাদের যদি সহযোগিতা লাগে তাহলে বাংলাদেশ ফুটবল ফেডারেশন তা করবে।’ গ্রুপ ‘এ’ : টিসি স্পোর্টস (মালদ্বীপ), মোহনবাগান এ্যাথলেটিক ক্লাব (ভারত), ইয়ং এলিফেন্ট এফসি (লাওস), চট্টগ্রাম আবাহনী (বাংলাদেশ)। গ্রুপ ‘বি’ : বসুন্ধরা কিংস (বাংলাদেশ), চেন্নাই সিটি এফসি (ভারত), তেরাঙ্গানো ফুটবল ক্লাব (মালয়েশিয়া), ঢাকা আবাহনী (বাংলাদেশ)।
×