ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ইলেক্ট্রনিক্স পণ্যের ৯০ ভাগ উৎপাদন হচ্ছে দেশেই ॥ মোস্তাফা জব্বার

প্রকাশিত: ০৯:৩২, ১১ অক্টোবর ২০১৯

ইলেক্ট্রনিক্স পণ্যের ৯০ ভাগ উৎপাদন হচ্ছে দেশেই ॥ মোস্তাফা জব্বার

স্টাফ রিপোর্টার ॥ ডিজিটাল রূপান্তরের ধারাবাহিকতায় দেশে প্রচলিত ব্যবসা বিদ্যমান পদ্ধতিতে চলবে না। আমাদের প্রচলিত জীবনধারাও অব্যাহত থাকবে না। প্রযুক্তিতে ৩২৪ বছর পিছিয়ে থেকেও আজকের বাংলাদেশ ইলেক্ট্রনিক্স পণ্যের শতকরা ৯০ ভাগ উৎপাদন করছে। পৃথিবীর সাতটি কমপ্রেসার উৎপাদনকারী দেশের মধ্যে বাংলাদেশ একটি। আমরা এখন আমেরিকা, নাইজিরিয়া, ফিজি এবং নেপালে ল্যাপটপ, ইরাকে কমপ্রেসার ও সৌদিতে আইওটি ডিভাইস রফতানি করছি। স্যামসাংসহ ৮ কোম্পানি বাংলাদেশে মোবাইল সংযোজন করছে। বাংলাদেশ তার নিজের উৎপাদিত পণ্য দিয়েই অদূর ভবিষ্যতে দেশের ইলেক্ট্রনিক্স ও ডিজিটাল ডিভাইস মার্কেটের দোকান সাজাতে পারবে, দেশের শতভাগ চাহিদা মেটাতে সক্ষম হবে। বৃহস্পতিবার এলিফ্যান্ট রোডে কম্পিউটার সিটি সেন্টার আয়োজিত ৫ দিনব্যাপী ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৯’র উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রী মোস্তাফা জব্বার এ কথা বলেন। ডিজিটাল আইসিটি ফেয়ার ২০১৯’র আহ্বায়ক তৌফিক এহসানের সভাপতিত্বে অনুষ্ঠানে কম্পিউটার সিটি সেন্টারের সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার সুব্রত সরকার, বাংলাদেশ দোকান মালিক সমিতির সভাপতি মোহাম্মদ হেলাল উদ্দিন, বাংলাদেশ দোকান মালিক সমিতির সেক্রেটারি জহিরুল হক ভূঞা এবং এফবিসিসিআই পরিচালক আবু মোতালেব বক্তব্য রাখেন। মেলা উদ্বোধনকালে মন্ত্রী বলেন, প্রযুক্তিতে শত শত বছর পিছিয়ে পড়া বাংলাদেশ গত পৌনে এগারো বছরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রজ্ঞাবান নেতৃত্বে প্রযুক্তি বিশ্বে নেতৃত্বদানকারী দেশ হিসেবে প্রতিষ্ঠা লাভ করেছে। পৃথিবীর অনেক দেশ বাংলাদেশ থেকে এখন প্রযুক্তি গ্রহণ করতে চায়। শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ নামটি এখন তথ্যপ্রযুক্তি দুনিয়ায় একটি ব্র্যান্ড হিসেবে গ্রহণ করা হয়েছে। বাংলাদেশ জন্মের পর থেকে সব কিছু আমদানি করতে হয়েছে। কোন ইন্ডাস্ট্রি ছিল না। পাকিস্তানীদের রেখে যাওয়া ইন্ডাস্ট্রিগুলো জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয়করণ করে সেক্টর কর্পোরেশনের মধ্যে সেগুলো বাঁচিয়ে রেখেছিলেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনা দূরদৃষ্টিসম্পন্ন কর্মসূচী গ্রহণের মাধ্যমে আমদানিনির্ভর বাংলাদেশ আজ ডিজিটাল পণ্যের রফতানিকারক দেশে উন্নীত হয়েছে। ডিজিটাল পণ্যের ওপর নগদ সহায়তা ও কর অবকাশসহ তার যুগান্তকারী বিভিন্ন উৎপাদনবান্ধব কর্মসূচী, আমদানি সক্ষমতা বাংলাদেশ আজ রফতানি নির্ভরতা অর্জন করেছে। ইন্টারনেটসহ সামাজিক যোগাযোগ মাধ্যমের সম্ভাবনা ও চ্যালেঞ্জ তুলে ধরে মন্ত্রী বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমের যেমনিভাবে প্রসার ঘটেছে তার ক্ষতিকর দিকও আমরা দেখতে পাচ্ছি। নিরাপদ ইন্টারনেট নিশ্চিত করতে গৃহীত বিভিন্ন কর্মসূচী তুলে ধরেন তিনি। গত ডিসেম্বরের পর এ পর্যন্ত ২২ হাজার পর্নো সাইট এবং ২ হাজার জুয়ার সাইট বন্ধ করা হয়েছে। আমরা ইন্টারনেট চর্চা করব, পৃথিবীর সর্বশেষ প্রযুক্তি ব্যবহার করব কিন্তু কোন অবস্থাতেই দেশ, জাতি, সমাজ, ধর্মীয় ও সাংস্কৃতিক মূল্যবোধ, পরিবার ও ব্যক্তিগত নিরাপত্তা বিসর্জন দিয়ে নয়। এক্ষেত্রে ঢাকায় ফেসবুক কর্তৃপক্ষের সঙ্গে তার সফল বৈঠকের অগ্রগতি তুলে ধরেন।
×