ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

প্রকাশিত: ১২:১৯, ৯ অক্টোবর ২০১৯

ভারতের কাছে হোয়াইটওয়াশ বাংলাদেশের মেয়েরা

স্পোর্টস রিপোর্টার ॥ তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারী ভারত মহিলা ‘এ’ দলের কাছে হোয়াইটওয়াশ হয়েছে বাংলাদেশ মহিলা ‘এ’ দল। মঙ্গলবার চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে অনুষ্ঠিত তৃতীয় ওয়ানডেতে ৭ উইকেটে হেরেছে বাংলাদেশের মেয়েরা। প্রথম ওয়ানডেতে ৮ উইকেটে এবং দ্বিতীয় ওয়ানডেতে ৬৮ রানের বিশাল ব্যবধানে হেরে গিয়েছিল স্বাগতিকরা। ফলে ৩-০ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতে গেছে ভারতীয় মেয়েরা। সিরিজ আগেভাগে হাতছাড়া হওয়ার পর হোয়াইটওয়াশ এড়ানোর লড়াইয়ে মঙ্গলবার নামে বাংলাদেশ মহিলা ‘এ’ ক্রিকেট দল। টস জিতে আগে ব্যাট করতে নেমে শুরুটা আগের দুই ম্যাচের মতো খারাপ হয়নি। ২৬ রানের উদ্বোধনী জুটির পর দ্বিতীয় উইকেটে ৩০ রানের জুটি হয়েছে। ২ উইকেট হারিয়ে ৭২ রান তুলে ফেলেছিল বাংলাদেশের মেয়েরা। কিন্তু ওপেনার মুরশিদা খাতুন ৫৬ বলে ৩ চারে ৩৩ রান করে সাজঘরে ফেরার পর ধস নামে। শুধু সানজিদা ইসলাম ৮৭ বলে ৩ চারে ৪৪ রানের লড়াকু ইনিংস খেলেছেন। বাকিদের ব্যর্থতায় বাংলাদেশের ইনিংস গুটিয়ে যায় ৪৪.৪ ওভারে মাত্র ১২৮ রানে। ভারতের পক্ষে ৩টি করে উইকেট নেন তনুশ্রী সরকার ও রাশি কানুজিয়া। জবাব দিতে নেমে ভারত মহিলা ‘এ’ দল ৩৭ রানেই ২ উইকেট হারিয়ে ফেলেছিল। কিন্তু এর প্রভাব পড়তে দেননি ওপেনার যস্তিকা ভাটিয়া ও চারে নামা দেবিকা বৈদ্য। যস্তিকা ৯১ বলে ৬ চারে ৫৯ রানে সাজঘরে ফেরেন। কিন্তু দেবিকা ৭৩ বলে ৩ চারে ৪২ রানে অপরাজিত থাকলে ৩ উইকেট হারিয়ে ৩৯.২ ওভারে ১৩২ রান তুলে জয় ছিনিয়ে নেয় ভারতের মেয়েরা। খাদিজাতুল কুবরা ও শায়লা শারমিন ১টি করে উইকেট নেন।
×