ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ডিএসই থেকে রাজস্ব বাড়ল ৭ কোটি টাকা

প্রকাশিত: ০৮:০০, ৭ অক্টোবর ২০১৯

 ডিএসই থেকে রাজস্ব বাড়ল ৭ কোটি  টাকা

অর্থনৈতিক রিপোর্টার ॥ আগস্টের তুলনায় সেপ্টেম্বর মাসে দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) থেকে সরকারের রাজস্ব আয় বেড়েছে ৭ কোটি ৩৪ লাখ টাকারও বেশি। এর আগের মাসে ছিল ঠিক উল্টো চিত্র। সে মাস অর্থাৎ জুলাইয়ের তুলনায় আগস্ট মাসে সরকারের রাজস্ব আয় কমেছিল প্রায় ৭ কোটি টাকা। ডিএসই সূত্রে এ তথ্য জানা গেছে। বাজার সংশ্লিষ্টরা বলছেন, বিদায়ী মাসে অর্থমন্ত্রীর নির্দেশনায় বাংলাদেশ ব্যাংকের বিশেষ উদ্যোগের ফলে কয়েকদিন সূচকের উত্থান হয়েছে। ফলে আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে লেনদেন বেড়েছে। আর তাতে রাজস্ব আয়ও বেড়েছে। তবে সরকার এ খাত থেকে আরও বেশি রাজস্ব পেত বলে মনে করেন ডিএসইর পরিচালক মিনহাজ মান্নান ইমন। তিনি বলেন, পুঁজিবাজারে মন্দা অব্যাহত থাকায় লেনদেনেও নেতিবাচক প্রভাব পড়েছে। ফলে সরকারের রাজস্ব আদায়ে এ ভাটা পড়েছে। এভাবে চলতে থাকলে ব্রোকারেজ হাউসগুলো বন্ধ করে দিতে হবে। ডিএসইর তথ্য মতে, বিনিয়োগকারী ও উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার কেনা-বেচা বাবদ লেনদেন থেকে সেপ্টেম্বর মাসে ১৫ কোটি ৬৬ লাখ ৭৯ হাজার ৯০৯ টাকা রাজস্ব আয় হয়েছে। এর আগের মাস আগস্টে এখান থেকে সরকারের মোট রাজস্ব আয় হয়েছিল ৮ কোটি ৩২ লাখ ৬৩ হাজার ৬৩৯ টাকা। আর সেপ্টেম্বরে হয়েছে ৭ কোটি ৩৪ লাখ ১৬ হাজার ২৭০ কোটি টাকা। জুলাইয়ে সরকারের রাজস্ব আয় হয়েছিল ১৯ কোটি ৪৯ লাখ ৪১ হাজার ৮৫৫ টাকা। অর্থাৎ জুলাই থেকে আগস্টে সরকার ১১ কোটি ১৬ লাখ ৭৮ হাজার ২১৬ টাকার রাজস্ব হারিয়েছে। দুই ধরনের লেনদেনের মধ্যে ব্রোকারেজ হাউসের বিনিয়োগকারীদের লেনদেন থেকে ৮ কোটি ৪৯ লাখ ৪৬ হাজার ৭৩৭ টাকার রাজস্ব আয় হয়েছে। অন্যদিকে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি বাবদ রাজস্ব আয় হয়েছে ৭ কোটি ১৭ লাখ ৩৩ হাজার ১৭২ টাকা। সবমিলে ১৫ কোটি ৬৬ লাখ টাকার রাজস্ব আদায় হয়েছে। এর আগের মাসে দুই ধরনের লেনদেনের মধ্যে বিনিয়োগকারীদের লেনদেন থেকে ৭ কোটি ৩৯ লাখ ৭১ হাজার ৮৭৪ টাকার রাজস্ব আয় হয়েছিল। অন্যদিকে উদ্যোক্তা-পরিচালকদের শেয়ার বিক্রি বাবদ রাজস্ব আয় হয়েছিল ৯২ লাখ ৯১ হাজার ৭৬৫ টাকা। সব মিলে ৮ কোটি ৩২ লাখ টাকা।
×