ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

কবিতা

প্রকাশিত: ১২:৫৫, ৪ অক্টোবর ২০১৯

কবিতা

জামদানি জীবন আদিত্য নজরুল বৃক্ষের জন্মেও যৌনতার গন্ধ থাকে... যৌনতায় কতো স্নিগ্ধ সর্ম্পক জীবনের অথচ যৌনতার কথা শুনলেই কোমরের নীচে একটি নদীর চিত্রকল্প ছাড়া আর কিছু আমাদের চোখে ভেসে ওঠে না... যৌনতা এমন নয় যৌনতা একটি বীজপত্রের নাম যার অঙ্কুরোদগমে একটি মানববৃক্ষ জন্ম নেয় পৃথিবীতে। আর, আমি একটি জীবনবীজ হাতে নিয়ে বসে আছি, নিজেকে বুনতে এ জীবন নিয়ে আমি পুনরায় জন্ম নিতে চাই। কেননা, মানুষ নিজের চেয়ে আর কাউকে এতোটা ভালোবাসে না। ** ছায়াগাছ ইন্দ্রনীল সেনগুপ্ত দুপুরে যে ছায়াগাছ দাঁড়িয়ে আছে, সূর্য ডুবলে সে অনন্ত নক্ষত্র ছোঁবে, তোমার অন্ধকার দিয়েছ আমাকে অথচ সূর্য ডোবাতে পারিনি কিছুতেই, অস্ত যাবে সে নিজের হিসেবে। আমার জন্য তুমি গান রেখে গেছ, রেখেছ মৃদু ফুলগন্ধ, ঘাটের পাটায় কিছু শ্যাওলা রেখেছ, জল রেখেছ নদীতে আর নিজে চলে গেছ কোথায়? কর্তব্য সাধিতে? তিন ভুবন জুড়ে নিজের মুখ রেখেছ কিছুটা আলোয়, কিছুটা অন্ধকারে, তৃষ্ণা রেখেছ বিতৃষ্ণার কাছে, মোড়কে রেখেছ ভালোবাসা, সত্যি মিথ্যে কে জানে! বলেছ তুমি, বিশ্বাস করেছি আমি। আমাদের বিশ্বাসটাই একটা সেতু, একটা ছায়াগাছ; দেখ সে কীভাবে রাত হলে মেলে পাখা অনন্ত সন্ধানে, সশব্দে উড়ে যায় তীব্র পাখসাটে। ** ত্যালেসন্নি গোলাপ জহুরুল ইসলাম কথা যাচ্ছে-যাক- ধরার কি প্রয়োজন! ধরে এনে কষে গা কচলাবে। হাওয়ার গলায় রশি বেঁধে তাতে ধরবে টান। যাক না চলে মাঠের মধ্যে ঘাসের বুকে ধানের শীষে। তা হবে না- গোলাপ এখন খুব শেয়ানা মগজ খাটায় রাত্রিদিন। তাতো বুঝি- অনেক গোলাপ কেনো তবে ত্যালেসন্নি।
×