ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

মালিঙ্গার চেয়ে বুমরাহর এ্যাকশন দশ গুণ ভাল!

প্রকাশিত: ১২:১৪, ১ অক্টোবর ২০১৯

মালিঙ্গার চেয়ে বুমরাহর এ্যাকশন দশ গুণ ভাল!

স্পোর্টস রিপোর্টার ॥ জাসপ্রিত বুমরাহ। হালে ভারতীয় ক্রিকেটের সবচেয়ে সফল পেস বোলার। বিশ্বজুড়ে প্রতিপক্ষ ব্যাটসম্যানদের ত্রাস। কিন্তু প্রায়শ তার এ্যাকশন নিয়ে কথা ওঠে। অনেকের মতে বুমরাহ ভারতীয় না হলে আইসিসির কু-নজরে পড়তেন। তবে উত্তরসূরি তারকার এ্যাকশনের বৈধতার পক্ষে সমর্থন দিতে গিয়ে সাবেক পেসার আশিষ নেহরা বলেছেন, বুমরাহর এ্যাকশন লাসিথ মালিঙ্গার চেয়ে অন্তত দশ গুণ ভাল। তুলনাটা অবশ্য অস্বাভাবিক নয়। লঙ্কান গ্রেটের এ্যাকশনও ব্যতিক্রমধর্মী। ইনজুরির কারণে বুধবার ঘরের মাটিতে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্টে মাঠে নামতে পারছেন না বুমরাহ। কিছুদিন মাঠের বাইরে থাকতে হতে পারে। অনেকে বলছেন, ইনজুরির জন্যেও নাকি তার অদ্ভুত এ্যাকশনই দায়ী। নেহরা সেটিও মানতে রাজি নন। ২৫ বছর বয়সী ডানহাতি পেসার বুমরাহ তার এ্যাকশন বদলাবেন বলেও মনে করেন না সাবেক ফাস্ট বোলার। আশিষ নেহরা বলন, ‘আমি মনে করি বুমরাহর এ্যাকশন মোটেই পরিবর্তনের দরকার নেই। আর ও যদি সেই চেষ্টা করে, তাহলে সেটা কাজে আসবে না। আপনারা নিশ্চিন্ত থাকুন, বুমরাহ যখনই মাঠে ফিরবে ও আগের এ্যাকশনেই বল করবে। যতটা বলা হচ্ছে বুমরাহর এ্যাকশন কিন্তু ততটা অস্বাভাবিক নয়। বল ডেলিভারির সময় ওর শরীরের এ্যালাইনমেন্ট নিখুঁত থাকে।’ এরপরই মালিঙ্গার সঙ্গে বুমরাহর এ্যাকশনের তুলনা করে সাবেক এই তারকা বাঁহাতি পেসার বলেন, ‘কপিবুক এ্যাকশন থেকে বুমরাহর একমাত্র পার্থক্য হলো ওর বাম হাত। যেটা ওপরে ওঠে না। তার পরেও ওর এ্যাকশন মালিঙ্গার চেয়ে দশ গুণ ভাল। মালিঙ্গার হাঁটু, পেছনের পা এমনভাবে ঝুঁকে থাকে যেন মনে হয় ও একজন জ্যাভলিন থ্রোয়ার!’ ক্যারিয়ারে বার বার চোটের জন্য সমস্যায় পড়েছেন নেহরা। আর তাই বুমরাহর চোট সারিয়ে ফেরার বিষয়ে বলেছেন, ‘স্ট্রেস ফ্র্যাকচারের পরে কবে মাঠে ফিরতে পারবে সেটা বলা যায় না। দুই মাস পরে ওর নিজেকে ঠিকঠাক মনে হতেই পারে। আবার ৬ মাস পরেও মনে হতে পারে যে ঠিক হয়নি। একমাত্র ক্রিকেটারই নিজের শরীর ম্যাচের জন্য আদৌ ফিট কিনা।’ বুমরাহর বোলিং এ্যাকশনটা অন্যরকম। আর দশজন বোলারের মতো নয়। কেউ কেউ তো ভারতীয় এই পেসারের বোলিং এ্যাকশন নিয়ে প্রশ্নও তোলেন। যদিও আইসিসির অনুমোদিত ১৫ ডিগ্রীর বেশি তার কনুই ভাঙছে, এমন প্রমাণ পাওয়া যায়নি। মাঠে আম্পায়ারাও কখনও অভিযোগ আনেননি। মাত্র পৌনে তিন বছরের আন্তর্জাতিক ক্যারিয়ারে বুমরাহ ১২ টেস্টে ৬২ উইকেট, ৫৮ ওয়ানডেতে ১০৩ এবং ৪২ টি২০তে নিয়েছেন ৫১ উইকেট। ভারতের সম্প্রতি সাফল্যের অন্যতম প্রধান অস্ত্র তিনি। বিরাট কোহলির দলে বোলিংয়ের মেরুদ- বুমরাহ।
×