ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

জনতা ব্যাংক এর নতুন জিএম রেজিনা পারভীন

প্রকাশিত: ০৯:৪২, ২৯ সেপ্টেম্বর ২০১৯

জনতা ব্যাংক এর নতুন জিএম রেজিনা পারভীন

জনতা ব্যাংকের ডিজিএম রেজিনা পারভীন সম্প্রতি জেনারেল ম্যানেজার হিসেবে পদোন্নতি লাভ করেছেন। রেজিনা পারভীন ১৯৮৮ সালে জনতা ব্যাংকে শিক্ষানবিশ সিনিয়র অফিসার হিসেবে যোগদান করেন। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় হতে অর্থনীতিতে ১৯৮৭ সালে এমএসএস ডিগ্রী অর্জন করেন, এছাড়া ২০১২ সালে গ্রিন ইউনিভার্সিটি হতে এমবিএ (এইচআরএম) ডিগ্রী অর্জন করেন। তিনি তার চাকরি জীবনে বিভিন্ন শাখায় গুরুত্বপূর্ণ বিভাগে কৃতিত্বের সঙ্গে দায়িত্ব পালন করেন।-বিজ্ঞপ্তি মাসফিউল বারী জনতা ব্যাংকের নতুন মহাব্যবস্থাপক মাসফিউল বারী সম্প্রতি মহাব্যবস্থাপক হিসেবে পদোন্নতি লাভ করেছেন। তিনি ১৯৮৮ সালে ব্যাংকারস’ রিক্রুটমেন্ট কমিটি (বিআরসি)-এর মাধ্যমে সিনিয়র অফিসার হিসেবে জনতা ব্যাংকে যোগদানের মধ্য দিয়ে কর্মজীবন শুরু করেন। দীর্ঘ ৩১ বছরের চাকরিকালে তিনি জনতা ব্যাংকের বিভিন্ন শাখা প্রধান, এরিয়া প্রধান এবং প্রধান কার্যালয়ের এইচআর, ফরেন ট্রেড ডিপার্টমেন্ট, ট্রেজারি ডিপার্টমেন্ট, ওভারসিজ ব্যাংকিং ডিপার্টমেন্ট, ফরেন ট্রেড মনিটরিং ডিপার্টমেন্ট, এ্যাকাউন্টস ডিপার্টমেন্ট ও এমআইএস (সিবিআরপি সেল) এ নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করেন। জনাব মাসফিউল বারী ঢাকা বিশ্ববিদ্যালয় হতে এ্যাকাউন্টিং বিষয়ে সম্মাননসহ স্নাতকোত্তর ডিগ্রি অর্জন করেন।
×