ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

নিউজিল্যান্ডে ব্যাটিং তান্ডব বাংলাদেশী যুবাদের

প্রকাশিত: ১০:২১, ২৮ সেপ্টেম্বর ২০১৯

নিউজিল্যান্ডে ব্যাটিং তান্ডব বাংলাদেশী যুবাদের

স্পোর্টস রিপোর্টার ॥ ৫ ম্যাচের ওয়ানডে সিরিজ স্বাগতিক নিউজিল্যান্ড অনুর্ধ-১৯ ক্রিকেট দলের বিপক্ষে শুরু হবে রবিবার। এর আগে শুক্রবার বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দলের একমাত্র প্রস্তুতি ম্যাচ ছিল ক্যান্টারবুরি আমন্ত্রণমূলক একাদশের বিপক্ষে। সেই ম্যাচে বাংলাদেশের যুবারা ভালভাবেই নিজেদের ঝালিয়ে নিয়েছেন। বিশেষ করে ব্যাটসম্যানরা সবাই ঝড়ো ব্যাটিং করেছেন। এরপর বোলারদেরও দুর্দান্ত নৈপুণ্যে বৃষ্টি আইনে ১৪৬ রানের বড় জয় পেয়েছে বাংলাদেশ অনুর্ধ-১৯ ক্রিকেট দল। কিছুদিন আগে যুব এশিয়া কাপের ফাইনালে ভারতের বিপক্ষে ১০৬ রান টপকাতে পারেনি বাংলাদেশের যুবারা। সেই আক্ষেপ কাটিয়ে উঠতেই যেন শুক্রবার যুবা ব্যাটসম্যানরা ব্যাটিং তান্ডব চালিয়েছেন। ক্যান্টারবুরি বোলারদের ওপর রীতিমতো ঝড় বইয়ে ৫০ ওভারে ৭ উইকেটে ৩৮৮ রানের বিশাল সংগ্রহ গড়ে বাংলাদেশের যুবারা। বাঁহাতি ওপেনার তানজিদ হাসান তামিম মাত্র ৭৩ বলে ১৩ চার, ২ ছক্কায় ১০২ রানের ঝড়ো ইনিংস খেলেন। আরেক ওপেনার পারভেজ হোসেন ইমন এদিন ওয়ানডাউনে নেমে কিছুটা ধীরস্থির থেকে ৬৯ বলে ৪৮ রান করেন। তবে তৌহিদ হৃদয় ৪০ বলে ৫ চার, ২ ছক্কায় ৫২, শাহাদাত হোসেন ৫১ বলে ৪ চার, ২ ছক্কায় ৫৭ ও শামীম হোসেন মাত্র ১৪ বলে ৬ চার, ২ ছক্কায় ৪২ রানের ইনিংস খেলেন। বিশাল এই সংগ্রহের জবাব দিতে নেমে বাংলাদেশী বোলারদের দাপটে ধুঁকতে থাকা ক্যান্টারবুরি ১১৭ রান তুলতেই ৭ উইকেট হারিয়েছিল। তবে অষ্টম উইকেটের দৃঢ়তায় ৪৫ ওভারে ৭ উইকেটে তারা ১৯৭ রান তোলার পর বাজে আবহাওয়ায় আলোর স্বল্পতায় খেলা বন্ধ হয়ে যায়। উইকেটরক্ষক টি ডানলপ ৫৮ বলে ৪৮ ও এলএলবি হারপার ৩৯ বলে ৩৫ রানে অপরাজিত ছিলেন। আর খেলা না হওয়ায় ডাকওয়ার্থ লুইস পদ্ধতিতে বাংলাদেশের যুবাদের ১৪৬ রানে জয়ী ঘোষণা করা হয়। বাংলাদেশ যুবাদের হয়ে ২টি করে উইকেট নেন শরীফুল ইসলাম ও হাসান মুরাদ। উল্লেখ্য, রবিবার প্রথম ওয়ানডেতে কিউই যুবাদের মুখোমুখি হবে সফরকারী বাংলাদেশের যুবারা। এরপর ২, ৬, ৯ ও ১৩ অক্টোবর সিরিজের বাকি ৪টি ওয়ানডে হবে। সবগুলো ম্যাচ ক্রাইস্টচার্চের লিঙ্কন ইউনিভার্সিটির বার্ট সাটক্লিফ ওভাল মাঠে অনুষ্ঠিত হবে।
×