ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

শেয়ারবাজার উন্নয়নে সঠিক ব্যবস্থা নেয়া শুরু হয়েছে

প্রকাশিত: ১১:০৫, ২৪ সেপ্টেম্বর ২০১৯

শেয়ারবাজার উন্নয়নে সঠিক ব্যবস্থা নেয়া শুরু হয়েছে

অর্থনৈতিক রিপোর্টার ॥ শেয়ারবাজারের উন্নয়নে সঠিক ব্যবস্থা নেয়া শুরু হয়ে গেছে বলে জানিয়েছেন ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) পরিচালক রকিবুর রহমান। এরই ধারাবাহিকতায় বাংলাদেশ ব্যাংকও শেয়ারবাজারে তারল্য বাড়ানোর জন্য পদক্ষেপ নিয়েছে। এজন্য বাংলাদেশ ব্যাংককে স্বাগত জানিয়েছেন তিনি। তবে এমন পদক্ষেপ ভবিষ্যতেও অব্যাহত রাখতে হবে বলে জানিয়েছেন। সোমবার সাংবাদিকদের সঙ্গে আলাপকালে রকিবুর রহমান এসব কথা বলেছেন। রকিবুর রহমান বলেন, শেয়ারবাজারের উন্নয়নে এরইমধ্যে কারসাজিকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া শুরু হয়েছে। কমিশন কয়েকটি কোম্পানির শেয়ার কারসাজিতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে। এছাড়া মিউচুয়াল ফান্ডের বড় বাধা রি-ইনভেস্টমেন্ট ইউনিট (আরআইইউ) বাতিল ও পাবলিক ইস্যু রুলস সংশোধন করেছে। অন্যদিকে কেন্দ্রীয় ব্যাংক শেয়ারবাজারে ব্যাংকগুলো বিনিয়োগ বাড়ানোর সুযোগ দিয়েছে। আর আইসিবির ইউনিট বিক্রির বিষয়টি চালু করার জন্য কাজ চলছে বলে জানান তিনি। তিনি বলেন, এখন ভাল শেয়ার কেনার উপযুক্ত সময়। তাই সাধারণ বীমা কর্পোরেশন, জীবন বীমা কর্পোরেশন, সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রনী ব্যাংকগুলোকে শেয়ারবাজারে বিনিয়োগের আহ্বান করেছেন তিনি। একইসঙ্গে কেন্দ্রীয় ব্যাংকের নির্দেশনা অনুযায়ি বিনিয়োগে আগ্রহী ব্যাংকগুলোকে মৌলভিত্তি সম্পন্ন শেয়ার কেনার আহ্বান করেছেন। ডিএসইর এই পরিচালক বলেন, শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার কাজ অনিয়ম নিয়ন্ত্রণ করা ও কারসাজিদের শাস্তি দেয়া। বাজারকে প্রোমোট করা তাদের কাজ না। কিন্তু দুঃখজনক হলেও সত্য যে, বাংলাদেশ সিকিউরিটিজ এ্যান্ড এক্সচেঞ্জ কমিশনকে (বিএসইসি) নিয়ন্ত্রণের পাশাপাশি সূচকের উঠা-নামার কারণসহ অন্যান্য সব বিষয় দেখাশুনা করতে হয়। তিনি বলেন, বাংলাদেশ ব্যাংকের উদ্যোগের বিষয়ে সাবেক ডেপুটি গবর্নর ড. ইব্রাহিম খালেদের বক্তব্যের সঙ্গে একমত হতে পারি না। কারণ এই মুহূর্তে বাজারের তারল্য সঙ্কট ছাড়া কোন সমস্যা নেই। তারল্য সঙ্কটের কারণেই বাজারে এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। আস্থা ফিরিয়ে আনতে শেয়ারবাজারে কারসাজিতে জড়িতদের কঠোর শাস্তি দিতে হবে। আর তারল্য কাটাতে অর্থমন্ত্রণালয় এবং বাংলাদেশ ব্যাংককে এগিয়ে আসতে হবে বলে জানান তিনি। রকিবুর রহমান বলেন, শেয়ারবাজারে অন্যায়কারী যত প্রভাবশালীই হোক না কেন, তাকে আইনের আওতায় আনার জন্য নির্দেশ দিয়েছেন অর্থমন্ত্রী।
×