ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্যতিক্রমের নাট্যোৎসব শুরু আজ

মহিদুল ইসলাম সম্মাননা পাচ্ছেন আসাদুজ্জামান নূর

প্রকাশিত: ০৮:৪১, ১৪ সেপ্টেম্বর ২০১৯

মহিদুল ইসলাম সম্মাননা পাচ্ছেন আসাদুজ্জামান নূর

স্টাফ রিপোর্টার ॥ ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর এক যুগপূর্তি উপলক্ষে দলের প্রতিষ্ঠাতা সৈয়দ মহিদুল ইসলাম স্মরণ উৎসব শুরু হচ্ছে আজ। আজ ১৪ সেপ্টেম্বর শনিবার থেকে শুরু হওয়া ৫ দিনব্যাপী এই উৎসব চলবে আগামী ১৮ সেপ্টেম্বর পর্যন্ত। যুগপূর্তি উৎসব উপলক্ষে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর প্রধান নওশীন ইসলাম দীশা জানান, এবারের উৎসবে ‘সৈয়দ মহিদুল ইসলাম পদক’ পাচ্ছেন নাট্যব্যক্তিত্ব আসাদুজ্জামান নূর এমপি। আগামীকাল উৎসবের দ্বিতীয় দিনে দলের পক্ষ থেকে এ সম্মাননা দেয়া হবে। এছাড়াও উৎসবের উদ্বোধনী দিনে আজ মঞ্চবন্ধু এবং মঞ্চযুগল সম্মাননা দেয়া হবে। এবার মঞ্চবন্ধু সম্মাননা পাচ্ছেন নাট্যজন মীর জাহিদ হাসান, নাট্যকার সাধনা আহমেদ, অভিনেত্রী তনিমা হামিদ, সুজিত সাহা, শুভব্রত দে। আর যুগল সম্মাননা পাচ্ছেন জনপ্রিয় অভিনেতা মোশাররফ করিম ও রেবেনা রেজা জুঁই, মোহাম্মদ আলী হায়দার ও সামিনা নিত্রা লুৎফা, অভিজিত সেনগুপ্ত ও দীপ্তা রক্ষীত, মাসুদ সুমন ও মুমু মাসুদ এবং মৈথিলী গুহ ও সীমান্ত মৈত্র। উৎসবের পাঁচদিনে দেশে-বিদেশের মোট ৫টি নাটক মঞ্চস্থ হবে বলে জানা গেছে। উৎসবের উদ্বোধনী দিন ১৪ সেপ্টেম্বর থিয়েটার আরামবাগ প্রযোজিত, প্রবীর দত্ত রচিত ও নির্দেশিত ‘দ্রৌপদী পরম্পরা’ নাটকটি মঞ্চস্থ হবে। এর পরদিন ১৫ সেপ্টেম্বর জলপাইগুড়ি ভারতের অনামী থিয়েটার সেন্টার প্রযোজিত, শেখর সমদ্দার রচিত এবং প্রলয় ভট্টাচার্য নির্দেশিত ‘আরেকটি প্রেমের গল্প’ নাটক মঞ্চস্থ হবে। ১৬ সেপ্টেম্বর উৎসবের তৃতীয়দিন আয়োজক সংগঠন ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ‘তক্ষক’ নাটকটি মঞ্চস্থ হবে। ১৭ সেপ্টেম্বর থিয়েটার আর্ট ইউনিটের প্রযোজনা ‘সুতায় সুতায় হ্যানা ও শাপলা’ নাটকটি মঞ্চস্থ হবে। উৎসবের শেষদিন গ্রন্থিক নাট্যগোষ্ঠীর নাটক ‘গিরগিটি’ মঞ্চস্থ হবে। এদিকে বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালার পরীক্ষণ থিয়েটার মিলনায়তনে ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ৪৬তম প্রযোজনা ‘তক্ষক’ নাটকের উদ্বোধনী মঞ্চায়ন হয়েছে। উপমহাদেশের প্রখ্যাত নাট্যকার মনোজ মিত্র রচিত ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর জন্য নাটক নির্দেশনা দিয়েছেন সাইফুল ইসলাম সোহাগ। ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর মঞ্চায়িত ‘তক্ষক’ নাটকের কাহিনী উৎস হলো পুরাণ। যেখানে উঠে এসেছে হস্তিনার রাজা পরীক্ষিতের শাপগ্রস্ত হওয়ার উপাখ্যান। বেঁচে থাকার আনন্দই যে সত্য এবং মৃত্যুর পূর্বপর্যন্ত জীবনকে উপভোগ্য করে তোলাই মানুষের প্রধান কর্তব্য। এমন চেতনায় গড়ে উঠেছে নাটকের প্রেক্ষাপট। মরার আগে মরা নয় এমনই চেতনায় এগিয়েছে নাটকের কাহিনী। উৎসবের তৃতীয়দিন ১৬ সেপ্টেম্বর উৎসবের আয়োজক সংগঠন ব্যতিক্রম নাট্যগোষ্ঠীর ‘তক্ষক’ নাটকটি মঞ্চস্থ হবে।
×