ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৪ বৈশাখ ১৪৩১

‘ড্রিমগার্ল’ আয়ুষ্মান

প্রকাশিত: ১৩:২১, ১২ সেপ্টেম্বর ২০১৯

‘ড্রিমগার্ল’ আয়ুষ্মান

সিনেমার নাম ‘ড্রিম গার্ল’। মুক্তি পাচ্ছে এ সপ্তাহে। ছবির নাম শুনে যে কেউ সাধারণতভাবে ধারণা করবেন, সুন্দরী স্বপ্নমানসকন্যা কাউকে নিয়েই এ ছবির কাহিনী আবর্তিত হয়েছে। নাহ্, ‘ড্রিমগার্ল’ ছবির স্বপ্নমানসকন্যাটি আদতে কোন নারী নয়, এখানে একজন পুরুষই ড্রিমগার্লরূপে আবির্ভূত হয়েছেন। ‘ড্রিমগার্ল’ ছবির গল্প এক যুবককে কেন্দ্র করে আবর্তিত। তার নাম লোকেশ। পুরুষ হলেও সে মেয়ে সেজে স্থানীয় যাত্রাপালা-নাটকে অভিনয় করে। গলার স্বর মেয়েলি করে কল সেন্টারে বিভিন্ন প্রশ্নকর্তার জবাব দেয়। তার মেয়েলি রূপ দেখে অনেকেই মুগ্ধ, টেলিফোন কল সেন্টারে তার সঙ্গে কথা বলে তার কণ্ঠ শুনেই অনেক পুরুষই তার প্রেমে মজে যায়। তেমনি এক মজার চরিত্রে অভিনয় করেছেন বলিউডের বহুরূপী অভিনেতা আয়ুষ্মান খুরানা। ক্যারিয়ারের শুরু থেকে রুপালি পর্দায় বিচিত্র সব চরিত্রে দুর্দান্ত অভিনয়ের মাধ্যমে দর্শকদের মন জয় করে নিয়েছেন এই অভিনেতা গায়ক এবং টিভি উপস্থাপক হিসেবেও নিজের যোগ্যতার উজ্জ্বল প্রমাণ দিয়েছেন আয়ুষ্মান। বলিউডে অভিনেতা হিসেবে আত্মপ্রকাশের পর রুপালি পর্দায় একের পর এক বিস্ময় সৃষ্টি করে চলেছেন। এখন বলিউডে নিজস্ব একটি অবস্থান গড়েছেন আপন যোগ্যতায়। ফিল্মফেয়ার আর অন্যান্য পুরস্কার ছাড়াও অর্জন করে নিয়েছেন ভারতের জাতীয় চলচ্চিত্র পুরস্কার। শুধু যে অভিনয়ে তার দক্ষতা তা নয়, ইতোমধ্যে গানের গুণটিও দেখিয়ে দিয়েছেন। সিনেমায় তার গাওয়া বেশ কিছুু গান এবং এর বাইরে নিজস্ব এ্যালবামে আয়ুষ্মান খুরানার গাওয়া গান সবার মুখে মুখে ফিরেছে। পর্দায় সাধারণ চরিত্রগুলোকে অসাধারণভাবে ফুটিয়ে তোলার ব্যাপারে তার জুড়ি নেই। সাধারণত সিনেমায় নায়কদের সেভাবে সুপারম্যান কিংবা অতিমানব করে দেখানো হয় বিভিন্নভাবে। আয়ুষ্মান সেই সব প্রচলিত অতিমানবীয় যোগ্যতার অধিকারী নায়ক চরিত্রে নয় আমাদের চারপাশের চিরচেনা মানুষগুলোর মধ্য থেকে সাধারণ চরিত্রগুলোকে অসাধারণভাবে পর্দায় ফুটিয়ে তুলেছেন অভিনীত বিভিন্ন সিনেমায়। সেই ভিকি ডোনার থেকে শুরু করে ‘দম লাগাকে হাইসা’ বাধাই হো, বেরিলি কী বরফি, আন্ধাধুন ‘আর্টিকেল ফিফটিন’ অভিনীত প্রতিটি সিনেমায় নিজেকে নিত্য নতুনরূপে তুলে ধরেছেন। বিশ্বাসযোগ্য করে তুলেছেন অভিনীত চরিত্রটিকে। সাম্প্রতিক এক সাক্ষাতকারে আয়ুষ্মান বলেন, ‘আমি চেষ্টা করি একজন অতি সাধারণ অনুপযুক্ত ব্যক্তির চরিত্রে মনোযোগ দিতে যিনি বাস্তব জীবনে একজন নায়ক, আমার নতুন সিনেমা ড্রিমগার্ল-এর নায়ক লোকেশ তেমনি এক সাধারণ যুবক যার মতো অনেকেই রয়েছে আমাদের আশপাশেই। এ চরিত্রটিকে পর্দায় যথাযথভাবে রূপায়ণে আমার আন্তরিকতার কমতি ছিল না। দর্শক ‘ড্রিমগার্ল’ ছবিতে আমাকে দেখে ভিন্নতার স্বাদ পাবেন। ‘ড্রিমগার্ল’ ছবিতে আয়ুষ্মান খুরানার প্রেমিকারূপে দেখবেন বলিউডের নতুন প্রজন্মের অভিনেত্রী নুসরাত বারুচাকে। তাকে সবাই এতদিন ‘পাঞ্চনামা গার্ল’ হিসেবে জানত। এ নামেই তার পরিচিতি ছড়িয়ে পড়েছিল দর্শকদের মধ্যে। ‘পাঞ্চনামা গার্ল’ নামের আড়ালে তার আসল নাম নুসরাত বারুচা হারিয়ে যেতে বসেছিল। ২০১১ সালে মুক্তিপ্রাপ্ত রোমান্টিক কমেডি সিনেমা পেয়ার কা পাঞ্চনামায় নেহা চরিত্রে অভিনয়ের মাধ্যমে অগণিত সিনেমা দর্শকের মন জয় করে নিতে সক্ষম হয়েছিলেন। ওই ছবিতে আরও কয়েক অভিনেতা-অভিনেত্রী থাকলেও নসুরাত বারুচার কথা দর্শক বেশ ভালভাবেই মনে রেখেছে। এরপর সোন কেটিটু কী সুইটি ছবিতে সুইটি শর্মা চরিত্রে তাকে দেখেছেন দর্শক। এখানেও নুসরাত দারুণভাবে সফল। গত ১৩ বছরের ফিল্মি ক্যারিয়ারে বেশ কিছু হিন্দী সিনেমায় তাকে দেখা গেছে অন্যতম প্রধান নারী চরিত্রে। ২০১১ সালের পর ২০১৫ সালে ‘পেয়ার কা পাঞ্চনামা টু’ ছবিতে তাকে আবার দেখা গেছে রুচিকা খান্না ওরফে চিকুর ভূমিকায়। নুসরাত অভিনীত সিনেমাগুলোর মধ্যে আরও রয়েছে ‘কাল কিম্বলে দেখা, ‘লাভ মেক্স আউর ধোঁকা, ‘আকাশ বাণী’, ‘ডর এ্যাট দ্য মল’, ‘মিরুথিয়া গ্যাংস্টারস’ প্রভৃতি। কয়েকটি দক্ষিণী সিনেমায়ও অভিনয় করেছেন ৩৪ বছর বয়সী এই সুন্দরী মেধাবী অভিনেত্রী। মুম্বাইয়ের মেয়ে নুসরাতের বাবা একজন ব্যবসায়ী এবং মা একজন গৃহিণী। দাউদি বোহরা সম্প্রদায়ের মেয়ে ২০০৬ সালে বলিউডে পা রেখেছিলেন ‘জয় সন্তোষি মা’ ছবির মাধ্যমে। এরপর ‘সায়েন্স ফিকশন রোমান্টিক ড্রামা’ কাল কিম্বলে দেখা ছবিতে অভিনয় করলেও তা চরমভাবে ব্যর্থ হলে নুসরাত অনেকটা হতাশ হয়ে পড়েন। যদিও এরপর নিরীক্ষাধাঁচের সিনেমা ‘লাভ সেক্স আউর ধোঁকা’ ছবির সুবাদে দর্শক সমালোচকদের নজর কাড়তে সক্ষম হন তিনি। মজার ব্যাপার হলো, বড় বাজেটের নামী-দামী নির্মাতার জনপ্রিয় তারকাবহুল সিনেমায় নুসরাত বারুচা অভিনয়ের সুযোগ না পেলেও তার অভিনীত ছোট বাজেটের বৈচিত্র্যপূর্ণ বিষয়বস্তুর সিনেমাগুলো বক্স অফিসে চমৎকার ফলাফল দেখিয়েছে। অনেকটা নীরবে-নিভৃতে বিপুল সংখ্যক দর্শকের হৃদয়ে ঠাঁই করে নিতে পেরেছেন তিনি। নুসরাত বারুচাকে আবার দেখা যাবে তেমনি একটি অন্য ধরনের রোমান্টিক কমেডি সিনেমা ‘ড্রিমগার্ল’-এ। নাহ্, এ ছবিতে নাম ভূমিকায় অর্থাৎ ড্রিমগার্ল রূপে নয় ছবির নায়ক আয়ুষ্মান খুরানার প্রেমিকার ভূমিকায় নুসরাতকে দেখা যাবে ডলি সিন্ধে চরিত্রে। এ ছবির গল্পে নায়ক আয়ুষ্মান খুরানাকে দেখা যাবে একটি কল সেন্টারে নিজের গলার স্বর মেয়েলি করে বিভিন্ন কাস্টমারের নানা প্রশ্নের জবাব দেয়া এক যুবক লোকেশের ভূমিকায়। এর বাইরে বিভিন্ন নাটক-যাত্রাপালায় নারী সেজেও অভিনয় করে সে। সবার কাছে পূজা নামেই ভীষণ জনপ্রিয় হয়ে ওঠা প্রতিদিন বিভিন্ন ঘটনায় বিব্রতকর অস্বস্তিকর পরিস্থিতির মুখোমুখি হয় তেমনি এক যুবকের প্রেমিকা চরিত্রে অভিনয়ের ব্যাপারটি নুসরাত বারুচার জন্য নতুন এক অভিজ্ঞতা ছিল। যা তিনি বেশ উপভোগ করেছেন বলা যায়। ‘আমি ১৩ বছরের অভিনয় জীবনে বলিউডে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছি। তথাকথিত নায়িকা চরিত্রে অভিনয়ের দিকে আমার ঝোঁক ছিল না কোন সময়েই, আমি সব সময়ে চেয়েছি ভিন্ন আঙ্গিকের রোলে নিজেকে যথাযথভাবে তুলে ধরতে। এ ক্ষেত্রে আমার০ প্রচেষ্টা অনেকটাই সফল হয়েছে। বিভিন্ন ছবিতে দর্শক আমার অভিনয়ে মুগ্ধ হয়ে প্রশংসা করেছেন, আমার অভিনীত চরিত্রের নানা বিষয় তাদের মনে দাগ কেটেছে গভীরভাবে। এবারে ‘ড্রিমগার্ল’ ছবির গল্পটিও বেশ মজার। দর্শকদের অন্য ধরনের স্বাদ দিতে আসছে ছবিটি। আয়ুষ্মান খুরানা তার অভিনী প্রত্যেক ছবিতেই এক ধরনের চমক নিয়ে উপস্থিত হন ‘ড্রিমগার্ল’ ও তার আরেক দুর্দান্ত চমক সন্দেহ নেই। আমিও রয়েছি তার সঙ্গে, ব্যসÑ জমজমাট কিছু একটা উপভোগ করবেন সবাই বলতে পারি, নুসরাত বলেন সাম্প্রতিক এক সাক্ষাতকারে এ বছর তাকে আবার দেখা যাবে ‘মারজাভা’ ছবিতে ‘আইটেম গার্লরূপে। আগামীতে নুসরাত বারুচার আর দুটি সিনেমা ‘তুররাম খান’ এবং ‘হারডা’ আসছে।
×