ঢাকা, বাংলাদেশ   শনিবার ২৭ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

বিলাসবহুল গাড়ির তথ্য খুঁজছে এনবিআর

প্রকাশিত: ১১:২৯, ৩০ আগস্ট ২০১৯

বিলাসবহুল গাড়ির তথ্য খুঁজছে এনবিআর

অর্থনৈতিক রিপোর্টার ॥ দেশে যারা পাজেরো, লেক্সাস, হ্যারিয়ার, বিএমডব্লিউ, অডি, মার্সিডিজ বেঞ্জের মতো বিলাসবহুল গাড়ি ব্যবহার করছেন তাদের কর ফাঁকির তথ্য খুঁজছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। গাড়ির মালিকদের তথ্য; গাড়ির নাম, রেজিস্ট্রেশন নম্বর, করদাতার পিআইএনসহ আয়কর নথি যাচাই করা হচ্ছে। এজন্য কর অঞ্চলগুলোতে চিঠি দিচ্ছে এনবিআর। এনিআর সূত্রের বরাত দিয়ে বুধবার দেশের একটি শীর্ষস্থানীয় সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, টিআইএন অনুযায়ী গাড়ি মালিকের আয়কর ফাইলের তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে যাচাই করতে চলতি সপ্তাহে সংশ্লিষ্ট কর অঞ্চলগুলোতে চিঠি দেয়া হচ্ছে। কর জরিপ অঞ্চল থেকে চিঠিগুলো পাঠানো হচ্ছে। এ বিষয়ে কেন্দ্রীয় কর জরিপ অঞ্চলের কর কমিশনার মোঃ আসাদুজ্জামান গণমাধ্যমকে বলেন, সব করদাতাই আমাদের কাছে সম্মানিত। কাউকে অসম্মান করার জন্য নয়; গাড়ির মালিকরা তাদের আয়কর ফাইলে গাড়ির তথ্য দিয়েছেন কি না, সেটা উদ্ঘাটনের জন্য এ উদ্যোগ নেয়া হয়েছে। তিনি জানান, আয়কর রিটার্নে দেয়া তথ্যের সঙ্গে শুধু গাড়ির তথ্য মিলিয়ে দেখতে কর অঞ্চলগুলোতে চিঠি দেয়া হয়েছে। যদি কেউ তথ্য না দিয়ে থাকে তাহলে আয়কর ফাইল পুনঃনিরীক্ষা করতে বলা হয়েছে। খবরে বলা হয়েছে, ইতোমধ্যে এনবিআরের চিঠির প্রেক্ষিতে প্রথম দফায় ৯৩০টি ও দ্বিতীয় দফায় ৮৯১টি গাড়ির তথ্য দেয়া হয়েছে। আবারও একীভূত হচ্ছে ফিলিপস মরিস ও আলটিরা অর্থনৈতিক রিপোর্টার ॥ আবারও একীভূত হতে যাচ্ছে সিগারেট উৎপাদনকারী প্রতিষ্ঠান ফিলিপ মরিস ও আলটিরা। এক যুগ আগে দুটি প্রতিষ্ঠান আলাদা হয়ে গিয়েছিল। কিন্তু সিগারেট বাণিজ্যে নতুন পণ্যের গবেষণা ও বাজার সম্প্রসারণের জন্য প্রতিষ্ঠান দুটি আবারও এক হচ্ছে। ফিলিপ মরিসের ১২০ বিলিয়ন ডলারের বাণিজ্যে ৮৮ বিলিয়ন ডলার নিয়ে একীভূত হবে আলটিরা। বাজারে দুটি প্রতিষ্ঠানই তাদের ব্র্যান্ড মার্লবোরো নিয়ে কাজ করবে।
×