ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

আজিজ আহমেদ

‘আহারে জীবন’

প্রকাশিত: ০৯:১৭, ২৯ আগস্ট ২০১৯

‘আহারে জীবন’

রাজধানী ঢাকাসহ সারাদেশের নগরেই নাগরিকদের উপচেপড়া বসবাস। জীবিকার সন্ধানে, কাজের সন্ধানে নগরে আসা। তারপর নগরেই থেকে যাওয়া। গত কয়েক দশকে সারাদেশের মানুষ এতটা ঢাকামুখী হচ্ছে যে ঢাকাকে এখন বিপজ্জনক শহর হিসেবে আখ্যায়িত করা হয়েছে। এখানে নিম্ন আয়ের মানুষের বসবাস এতটা নির্মম তা ভাষায় প্রকাশ করার মতো না। শ্রমিকসহ স্বল্প আয়ের মানুষেরা স্বল্প খরচে বসবাস করার জন্য আশ্রয় নেয় বস্তি নামক ঘিঞ্জি স্থানে। সেখানে এক ঘরের সঙ্গে আরেক ঘর লাগানো। পলিথিন কিংবা ভাঙ্গা টিন দিয়ে ঘর বানানো হয়েছে। সেখানকার জীবন অত্যন্ত ভয়ানক। আমরা সাধারণত দেখতে পারি এই বস্তিগুলো গড়ে উঠেছে রেললাইনের দু’পাশে কিংবা কোন কল-কারখানার পাশেই। এ ছাড়াও বিভিন্ন উন্নত এলাকাতেও আমরা বস্তি দেখতে পারি, সেখানে বসবাস করে রিক্সাচালক, ভ্যানচালক, দিনমজুর ইত্যাদি নিম্ন আয়ের মানুষেরা। কোন বস্তিতে জায়গা আছে, কার একটু মাথা গোঁজার ঠাঁই দরকার তাও তারা জানতে পারে অতি দ্রুত। যেহেতু এদের বসবাস শহরের ব্যস্ততম জায়গার কেন্দ্রস্থলগুলোতে তাই সেখান থেকে কোন ছোঁয়াচে রোগও দ্রুত ছড়িয়ে পরে আশপাশের এলাকাতে। এদের জীবন অত্যন্ত সঙ্কটাপন্ন, সেখানে বিশুদ্ধ পানির অভাব তো আছেই। নগরের বস্তিতে বসবাস করা গৃহহীন এসব দরিদ্র জনগোষ্ঠীর সমস্যার কথা বলতে গেলে জীবন ধারণের সঙ্কটই প্রধান হয়ে দাঁড়ায়। এর সঙ্গে জড়িত রয়েছে মৌলিক চাহিদা পূরণের সমস্যা হিসেবে এখানে উল্লেখ করা যায় বাসস্থান সমস্যা, কর্মসংস্থানের সমস্যা বা বেকার, নিরাপত্তা, খাদ্য, বস্ত্র, শিক্ষা, চিকিৎসা, পরিবেশ দূষণ এসব বিভিন্ন ধরনের সমস্যার অনন্ত নেই। শহরের এই বস্তির মানুষগুলো নাগরিক সুবিধা থেকে অধিকাংশ ক্ষেত্রেই বঞ্চিত থাকে। ঢাকাসহ সারাদেশের মধ্যে সব বস্তি সাধারণত অনিরাপদভাবে গড়ে উঠেছে। ফলে এদের জীবন অনেকটাই ঝুঁকির মধ্যে রয়েছে। কয়েক দিন আগেও আমরা দেখতে পেলাম বস্তিতে আগুন লেগেছে। আর এখানে আগুন লাগা মানেই মানুষের জানমালের বিশাল ক্ষতি হওয়া। এ ছাড়াও এই বস্তিকে কেন্দ্র করে বিভিন্ন ধরনের অপরাধ চক্র গড়ে ওঠে। বস্তি মানেই অপরাধীদের আখড়া। এখানে অপরাধীরা আশ্রয় নিয়ে বিভিন্ন ধরনের অপকর্মে লিপ্ত হয়ে থাকে। শিক্ষার ছোঁয়া ছাড়া ভাসমান এই বস্তির মানুষগুলোর জীবন অত্যন্ত অনিরাপদ, এহেন কোন অপরাধ নেই যে এখানে হয় না। সন্ত্রাস, মাদক, জুয়া, পতিতা বৃত্তিসহ সব ধরনের অশালীন কাজই এখানে হয়ে থাকে। ফলে দেশের বস্তির অবস্থা দিন দিন আরও করুণ আকার ধারণ করছে। এমনতাবস্থায় নগর পিতাদের আরও সোচ্চার হওয়া দরকার বলে মনে হয়। যারা বস্তিতে বসবাস করে তাদের ভাল পরিবেশে আবাসন ব্যবস্থা করা উচিত। ভাসমান মানুষগুলোকে নিয়ে এখনই ভাবতে হবে। টাঙ্গাইল থেকে
×