ঢাকা, বাংলাদেশ   শুক্রবার ২৬ এপ্রিল ২০২৪, ১৩ বৈশাখ ১৪৩১

ব্রেক্সিট নিয়ে সঙ্কট কাটাতে পারে নির্বাচন ॥ করবিন

প্রকাশিত: ১১:৩৫, ২১ আগস্ট ২০১৯

ব্রেক্সিট নিয়ে সঙ্কট কাটাতে পারে নির্বাচন ॥ করবিন

ব্রেক্সিট সঙ্কট কাটাতে যুক্তরাজ্যের ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টি ‘ব্যর্থ’ হয়েছে মন্তব্য করে বিরোধীদল লেবার পার্টির নেতা জেরেমি করবিন বলেছেন, একটি জাতীয় নির্বাচনই পারে দেশে প্রয়োজনীয় পরিবর্তন আনতে। ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সঙ্গে সম্পর্কোচ্ছেদের প্রক্রিয়া নিয়ে যুক্তরাজ্য ‘সঙ্কটের’ মধ্যে আছে এবং দেশটির নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন প্রয়োজনে ‘কোন চুক্তি ছাড়াই’ ইইউ’র সঙ্গে সম্পর্কোচ্ছেদ করার প্রতিশ্রুতি দিয়েছেন। সোমবার লেবার নেতা করবিন বলেছেন, যুক্তরাজ্য ব্রেক্সিট নিয়ে ‘সঙ্কটের মধ্য দিয়ে যাচ্ছে’ এবং চুক্তিহীন ব্রেক্সিট আটকাতে তার দল ‘প্রয়োজনীয় সবকিছু’ করবে। দরকার হলে অনাস্থা ভোটে সরকারের পতন ঘটানো এমনকি সীমিত সময়ের জন্য লেবার একটি সরকার গঠন করবে বলেও করবিন উল্লেখ করেন। আগামী ৩১ অক্টোবরে যুক্তরাজ্যের ইইউ ছাড়ার কথা। সম্প্রতি যুক্তরাজ্যের সংবাদমাধ্যম ‘সানডে টাইমস’-এ সরকারী একটি প্রতিবেদন ফাঁস হয়। তাতে বলা হয়েছে, চুক্তিহীন ব্রেক্সিট হলে যুক্তরাজ্য খাবার ও ওষুধের সঙ্কটে পড়বে। বিবিসি।
×